মাত্র ৬০০ টাকায় মিলবে পদ্মার ইলিশ

Published on:

padma river ilish

শ্বেতা মিত্র, কলকাতা: ইলিশ (Ilish) মাছপ্রেমীদের জন্য রইল দারুণ সুখবর। এবার একদম জলের দরে মিলবে জলের এই রুপোলী শস্য। বিশ্বাস হচ্ছে না তো? কিন্তু এটাই দিনের আলোর মতো সত্যি। আসলে সরকারের তরফে ইলিশ মাছ বিক্রি সম্পর্কিত এমন এক সিদ্ধান্ত নেওয়া হয়েছে যার দরুণ খুশি হয়ে গিয়েছেন সকলে। এপার বাংলা হোক কিংবা ওপার বাংলা, ইলিশ মাছ খেতে ভালোবাসেন না এমন মানুষকে খুঁজে পাওয়া মুশকিল। যদিও সাধারণ মধ্যবিত্ত ঘরের মানুষ এই ইলিশ মাছ কিনতে গিয়ে রীতিমতো ঢোঁক গেলেন। তবে আর চিন্তা নেই, এবার একদম জলের দরে ইলিশ মাছ বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আরও বিশদে জানতে চোখ রাখুন আজকের এই লেখাটির ওপর। 

কম দামে ইলিশ বিক্রির সিদ্ধান্ত বাংলাদেশ সরকারের!

WhatsApp Community Join Now

কম দামে ঢাকাবাসীকে ইলিশের স্বাদ পৌঁছে দিতে বড় উদ্যোগ নিয়েছে বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশন (বিএফডিসি)। ৪৫০ গ্রাম থেকে ৮৫০ গ্রাম ওজনের ইলিশ ৬০০ টাকা কেজি দরে বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অর্থাৎ স্বাদও থাকবে আবার পকেটেও চাপ পড়বে না সাধারণ মধ্যবিত্তের ঘরের মানুষের।

আরও পড়ুনঃ চাকরির চিন্তা ছাড়ুন, ৫০০০ টাকা বিনিয়োগে শুরু করুন এই ইউনিক ব্যবসা, মাসে হবে ৫০০০০ আয়

সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশের জাতীয় মাছ ইলিশের দাম আকাশচুম্বী। অতীতে ইলিশ মধ্য থেকে নিম্ন মধ্যম আয়ের মানুষের খাদ্যের অংশ হলেও বাজারে অস্থিরতার কারণে এখন আর তা হচ্ছে না। মরসুম থাকুক বা না থাকুক, সাধের ইলিশ কিনতে গিয়ে ছ্যাকা খাচ্ছেন মানুষ। অবশেষে সকলের সেই দুঃখ এবার দূর হতে চলেছে বাংলাদেশের ইউনুস সরকারের দৌলতে।

খুশি সাধারণ মানুষ

কারওয়ান বাজারের বিএফডিসি ভবনের মাছের বাজারে আনুষ্ঠানিক উদ্বোধনের পর কম মূল্যে ইলিশ বিক্রি শুরু হয়। উদ্বোধনী অনুষ্ঠানে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রকের উপদেষ্টা ফরিদা আখতার উপস্থিত ছিলেন। তিনি বলেন, ‘আমরা শুধু এই প্রচেষ্টার মধ্যেই সীমাবদ্ধ থাকব না, আমরা আরও বেশি (এই দামে ইলিশ সরবরাহের) চেষ্টা চালিয়ে যাব।’

আরও পড়ুনঃ আবাস যোজনায় বাড়ি অতীত, এবার জমিও দেবে পশ্চিমবঙ্গ সরকার! কাদের? জারি নির্দেশিকা

এই বিষয়ে বিএফডিসির চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) সুরাইয়া আখতার জাহান সংবাদমাধ্যমে বলেন, ‘‌ইলিশ মাছের জোগান না থাকায় বাড়ছে দাম। এই কারণে বিএফডিসি ভর্তুকি মূল্যে ইলিশ মাছ বিক্রির দায়িত্ব হাতে নিয়েছে। আমরা প্রায় ১৭০০ কেজির দুটি চালান হাতে পেয়েছি।’‌

সঙ্গে থাকুন ➥
X