কমছে কাজের সময়, বদলে যাচ্ছে অফিস টাইম! সরকারি কর্মীদের জন্য বিরাট ঘোষণা

Published on:

Ramadan 2025

প্রীতি পোদ্দার, ঢাকা: হাতে আর মাত্র কয়েকটা দিন বাকি। তারপরেই শুরু হতে চলেছে রোজার মাস। ইসলামে মাস হিসেবে রমজানের বিশেষ গুরুত্ব ও মর্যাদা রয়েছে। কারণ এই মাসেই মুসলিমদের ধর্মগ্রন্থ কোরান অবতীর্ণ হয়েছিল। চলতি বছর চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১ মার্চ থেকে রমজান মাস শুরু হতে পারে বলে আশা করা যাচ্ছে। আর এই আবহে রমজান মাস (Ramadan 2025) নিয়ে এবার সরকারি কর্মীদের বড় সুবিধা প্রদান করতে চলেছে সরকার।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

সরকারি কর্মীদের জন্য নতুন সময়সূচি নির্ধারণ

ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ সরকার রমজান মাসে রেশন ব্যবস্থায় আরও খাদ্য সামগ্রী সংযুক্ত করার জন্য নানা রকম ব্যবস্থা গ্রহণ করছে। আর এই আবহেই এবার সরকারী কর্মীদের অফিস আওয়ার্স নিয়ে বড় সিদ্ধান্ত নিল বাংলাদেশ সরকার। সূত্রের খবর, আজ অর্থাৎ সোমবার, বাংলাদেশের জনপ্রশাসন মন্ত্রণালয়ের তরফ থেকে এক প্রজ্ঞাপন জারি করা হয়েছিল। সেখানে জানানো হয়েছে যে রমজান মাসে সাহ্‌রি ও ইফতারের সময় বিবেচনায় এবার সরকারি কর্মীদের জন্য নতুন সময়সূচি নির্ধারণ করা হয়েছে। তবে শুক্র ও শনিবার আগের মতোই সাপ্তাহিক ছুটি থাকবে।

অর্থাৎ বাংলাদেশের জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী জানা গিয়েছে রোজা উপলক্ষে এবার বাংলাদেশে সরকারি অফিস খুলবে সকাল ৯টায়। এবং অফিস ছুটি হবে বিকেল ৩টেয়। যার ফলে সরকারি কর্মীরা হাতে পাবেন প্রায় তিনঘণ্টা। সেই সময়ে তারা সহজেই ঘরে ফিরে উপবাস ভঙ্গ করতে পারবেন। অন্যদিকে সরকারি অফিসগুলিতে রোজার সময় দুপুর ১টা ১৫ থেকে ১ টা ৩০ পর্যন্ত জোহরের নমাজের বিরতি থাকবে।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

আরও পড়ুনঃ বাংলাদেশের বিমানঘাঁটিতে ভয়ঙ্কর হামলা! সংঘর্ষে নিহত ১, আহত একাধিক

কোর্টের সময়সূচি নির্ধারণ করবে সুপ্রিম কোর্ট

জনপ্রশাসনের এই প্রজ্ঞাপনের সিদ্ধান্ত সমস্ত ব্যাংক, বিমা, আর্থিক প্রতিষ্ঠান, ডাক, রেলওয়ে, হাসপাতাল ও রাষ্ট্রায়ত্ত শিল্পপ্রতিষ্ঠান, কলকারখানা এবং অন্যান্য জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠান নিজস্ব আইন অনুযায়ী জনস্বার্থ বিবেচনা করে সময়সূচি নির্ধারণ ও অনুসরণ করবে। সেক্ষেত্রে সুপ্রিম কোর্টও এর আওতাধীন সব কোর্টের সময়সূচি নির্ধারণ করবে বলেও নির্দেশিকায় জানানো হয়েছে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group