মোহনায় মৎস্যজীবীদের জালে পেল্লাই সাইজের ইলিশ, বিক্রি হল ১৪ হাজার টাকায়

Published on:

ilish fish

সহেলি মিত্র, কলকাতাঃ ইলিশ মাছ (Ilish Fish), নামটা শুনলেই জিভে কেমন যেন জল চলে আসে। বিশেষ করে যারা মাছপ্রেমী তাঁদের কাছে এই ইলিশের গুরুত্বই আলাদা। জলের এই রুপোলী শস্য খেতে ভালোবাসেন না, এমন বাঙালিকে খুঁজে পাওয়া মুশকিল। এদিকে সামনেই রয়েছে জামাইষষ্ঠী। আর এই সময়ে টুকটাক ইলিশের সমাহার দেখা যাচ্ছে বাজারগুলিতে। কিন্তু এসবের মাঝেই মৎস্যজীবীর জালে উঠল পেল্লাই সাইজের মাছ, যেটি কিনা বিক্রি হল প্রায় ১৪,০০০ টাকায়। শুনে চমকে গেলেন তো? কিন্তু এটাই সত্যি। আরও বিশদে জানতে চোখ রাখুন আজকের এই প্রতিবেদনটির ওপর।

ইলিশ মাছ বিক্রি হল ১৪,০০০ টাকায়!

না তবে বাংলায় নয়, এমন ঘটনা ঘটেছে বাংলাদেশে। এমনিতেই বিভিন্ন ইস্যুকে ঘিরে ওপার বাংলা অশান্ত হয়ে রয়েছে। এদিকে চলতি বছরে ওপার বাংলা থেকে বাংলায় ইলিশ ঢুকবে কিনা সেটা নিয়েও তৈরি হয়েছে অনিশ্চয়তা। তবে এসবের মাঝেই বাংলাদেশে এক জেলের জালে বিশাল সাইজ ও ওজনের ইলিশ ধরা পড়েছে, যা সকলকে একেবারে অবাক করে রেখে দিয়েছে। জানা গিয়েছে, শুক্রবার বরগুনার পাথরঘাটায় বলেশ্বর নদীর মোহনায় এক জেলের জালে ধরা পড়েছে আড়াই কেজি ওজনের একটি ইলিশ। এটি সকালে পাথরঘাটা বিএফডিসি মৎস্য ঘাটে মাছটি বিক্রি হয় ১৪ হাজার টাকায়।

স্থানীয় সূত্রে খবর, আর পাঁচটা দিনের মতো এদিন ভোরে বলেশ্বর নদীতে জেলেরা মাছ ধরতে গেলে তাদের জালে এ মাছটি ধরা পড়ে। মাছটি সকালে বাজারে বিক্রির জন্য আনা হয়। এরপর সেটি ২ লাখ ২০ হাজার টাকা মণ হিসেবে মাছটি বিক্রি করা হয়। আড়াই কেজি ওজনের মাছটি ১৪ হাজার টাকায় বিক্রি হয়।

আরও পড়ুনঃ দিঘা যাওয়া আরও সহজ, বাড়তি ট্রেনের ঘোষণা রেলের! দেখে নিন সময়সূচী

ইলিশ দেখে চোখ কপালে সকলের

এখন নিশ্চয়ই ভাবছেন এত টাকা দিয়ে কে মাছটি কিনেছেন? স্থানীয় বাজার সূত্রে খবর, পাথরঘাটা বিএফডিসি মার্কেটের মোস্তফা আলমের আড়ত থেকে ইলিশটি কেনেন মো. হানিফ নামের এক পাইকার। মাছ কিনে পাইকার হানিফ মিয়া বলেন, এটি বলেশ্বর নদীর রাজা ইলিশ। এ নদীর মাছ দেখতে যেমন চকচকে রূপালী, খেতেও তেমনি অসাধারণ। মাছটি ঢাকায় পাঠিয়ে বিক্রি করা হবে।

ইন্ডিয়াহুডের বিশেষ প্রতিবেদন
গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥