মৎস্যজীবীর জালে পেল্লাই সাইজের পদ্মার ইলিশ! দাম কত জানেন?

Published on:

padma river ilish

সহেলি মিত্র, কলকাতা: ইলিশ বলে ইলিশ, পেল্লাই সাইজ, প্রায় ২ কেজির কাছাকাছি ওজন। কে কিনবে এই এতো বড় ইলিশ মাছটা? জেলে ও স্থানীয় মাছ ব্যবসায়ীদের মধ্যে ততক্ষণে বেশ একটা চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। শেষে ডাকা হল নিলাম। যে বেশি টাকা দেবে, এই রূপোলী ফসল হবে তার। নিলাম হল, বিক্রি হল মাছ। যিনি নিলাম থেকে মাছটি কিনলেন, তিনি আবার বিক্রি করলেন অন্য একজনকে ।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

পদ্মার ইলিশ বিক্রি হল এত টাকায়!

বলা ভালো বেশ ভালো পরিমাণ লাভ রেখেই বিক্রি করলেন। যিনি বিক্রি করলেন তথা যে ব্যক্তি নিলাম থেকে পৌনে দুই কেজি ওজনের ইলিশ (Padma Ilish) মাছটি কিনেছিলেন তাঁর নাম শাহাজান শেখ। একেবারে খাস পদ্মার ইলিশ। সামনে আবার পয়লা বৈশাখ। এই সময়ে এক শ্রেণীর মানুষ ভালো মানের ইলিশ খেতে পছন্দ করেন। এই ঘটনাটা অবশ্য এখানকার না, বাংলাদেশের। শনিবার সকালে বাংলাদেশের গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাট বাজারে পৌনে ২ কেজি ওজনের একটি ইলিশ মাছ সবার দৃষ্টি আকর্ষণ করেছিল।

হালিম সরদারের আড়তে মাছটি বিক্রি হয়। নিলাম থেকে ইলিশটি কেনেন ফেরিঘাট এলাকার মাছ ব্যবসায়ী শাহজাহান শেখ। তিনি আবার অন্য একজন ক্রেতাকে মাছটি বিক্রি করে দেন। জানা যায়, ওজন প্রতি ১০০ টাকা লাভ করে ইলিশটি মাছটি বিক্রি করেছে শাহজাহান। মাছটির ওজন ছিল প্রায় ১ কেজি ৮০০ গ্রাম। সর্বোচ্চ দরদাতা হিসেবে তিনি ৮ হাজার ৩০০ টাকা দিয়ে মাছটি নিলাম থেকে নিজের নামে কিনেছিলেন।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

আরও পড়ুনঃ ধর্ষকের জিভ টেনে ছিঁড়ে দেয় ১৮ বছরের তরুণী! পাল্টা নির্যাতিতাকেই সাজা কোর্টের

মাছের দাম উঠল ৮৫০০ টাকা

মনে করা হচ্ছে, পরে এক ক্রেতাকে তিনি মাছটি বিক্রি করেন ৮ হাজার ৫০০ টাকা মূল্যে। কিন্তু একটা ইলিশ মাছের দাম এতো কেন? শাহজাহান জানিয়েছেন, ” সামনে ১ লা বৈশাখ। এই সময় মানুষ একটু ভালোমন্দ পছন্দ করে। বাজারে ইলিশ মাছের চাহিদা আছে। কিন্তু নদীতে সেই তুলনায় মাছ নেই। তাই এতো দাম উঠল।”

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group