জবর দখল হয়ে যাচ্ছে মন্দিরের জমি, পাকিস্তানের রাজপথে বিক্ষোভ হিন্দুদের

Published on:

Hindu protest in Pakistan over temple land encroachment

বিক্রম ব্যানার্জী, কলকাতা: বাংলাদেশের ছবি এবার নতুন করে ধরা পড়ল পাকিস্তানেও। পশ্চিমের দেশে একেবারে অবৈধভাবে দখল করে নেওয়া হচ্ছে হিন্দু মন্দিরের জমি। বেশ কয়েকটি সংবাদমাধ্যম যা জানাচ্ছে, মন্দিরের জমি জোর করে দখলে নেওয়ায় বিক্ষোভে (Hindu Protest In Pakistan) পথে নেমেছেন পাকিস্তানের বহু হিন্দু।

পাকিস্তানে মন্দিরের জমি দখল হয়ে গেল

প্রাপ্ত তথ্য অনুযায়ী, পাকিস্তানের হায়দরাবাদ শহরের একটি মন্দিরের অন্তত ছয় একর জমি জবর দখল করে নেওয়া হয়েছে বলেই অভিযোগ। আর এই ঘটনাকে কেন্দ্র করে গত রবিবার করাচি থেকে অন্তত 185 কিলোমিটার দূরে মুসা খতিয়ান জেলার তান্দোজাম শহরে বিক্ষোভে পা বাড়ান বহু হিন্দু সম্প্রদায় ভুক্ত মানুষজন।

পাকিস্তানের রাজপথে নামলেন হিন্দুরা

জানা যায়, গত রবিবার হিন্দু মন্দিরের জমি দখল করে নেওয়ার প্রতিবাদ তান্দোজাম শহরে হিন্দু সম্প্রদায় ভুক্তদের একটি বিরাট মিছিল নেমেছিল। আন্দোলনকারীদের অধিকাংশেরই অভিযোগ, চারিদিকে অবৈধ নির্মাণের পাশাপাশি শিব মন্দিরে প্রবেশের রাস্তাও বন্ধ করে দেওয়া হচ্ছে। আসলে ইচ্ছে করেই মন্দিরে যাতায়াতের রাস্তা কঠিন করে দেওয়া হচ্ছে!

এ প্রসঙ্গে কথা বলতে গিয়ে পাকিস্তান দলিত ইত্তেহাদ প্রধান শিবা কাচি অভিযোগ করেন, মন্দিরের জমি দখল করে নেওয়ার পর প্রশাসনের কাছে লিখিত অভিযোগ জানিয়েও লাভ হয়নি। আজ পর্যন্ত কোনও ব্যবস্থা নেয়নি সরকার।

অবশ্যই পড়ুন: তিন সেনাকে দুর্বল করলেন ইউনূস? ভয়ঙ্কর খেলা চলছে বাংলাদেশে!

আন্দোলনকারীদের বড় হুঁশিয়ারি

পাকিস্তানের বিভিন্ন এলাকায় অবৈধ নির্মাণ তৈরির পাশাপাশি হিন্দু মন্দি গুলিতে পৌঁছনোর রাস্তা বন্ধ করে দেওয়া হচ্ছে। তাছাড়াও একে একে মন্দিরের জমিগুলি দখল করে নিচ্ছেন অনেকেই। এবার সেই সব ঘটনার বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে আন্দোলনকারীরা হুঁশিয়ারি দিয়েছেন, সরকার যদি এমন ঘটনার বিরুদ্ধে পদক্ষেপ না নেয়, সে ক্ষেত্রে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।

সঙ্গে থাকুন ➥