৭ মিনিটে উধাও ৮টি রত্ন, লুভর মিউজিয়ামে প্রকাশ্য দিবালোকে ভয়াবহ চুরি! ভাইরাল ফুটেজ

Published:

Louvre Museum Theft
Follow

সৌভিক মুখার্জী, কলকাতা: গত রবিবার ফ্রান্সের রাজধানীর প্যারিসের বিশ্ব বিখ্যাত লুভর মিউজিয়ামে ভয়াবহ চুরির (Louvre Museum Theft) ঘটনা ঘটে, যা গোটা বিশ্বের টনক নাড়িয়ে দেয়। হ্যাঁ, প্রকাশ্য দিবালোকের মধ্যে ঘটা এই ঘটনায় মুখোশধারী চোররা মাত্র ৭ মিনিটের মধ্যেই আটটি ঐতিহাসিক অমূল্য রত্ন চুরি করে নিয়ে পালায়। এমনকি জাদুঘর খোলার প্রায় ৪০ মিনিটের মধ্যেই অ্যাপোলো গ্যালারিতে এই ঘটনা ঘটে। ইতিমধ্যেই চুরির সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে এসেছে।

ভাইরাল সিসিটিভি ফুটেজের ভিডিও

ফ্রান্সের শীর্ষস্থানীয় সংবাদ চ্যানেল বিএফএমটিভি সম্প্রতি একটি নিরাপত্তা ফুটেজ শেয়ার করেছে। আর যেখানে দেখা যাচ্ছে, একজন সন্দেহভাজন ব্যক্তি কাচের ডিসপ্লে কেস কেটে একটি হাতিয়ার ব্যবহার করছে। অন্যদিকে পর্যটকরা নিজেদের অজান্তেই ঘুরে বেড়াচ্ছে। এমনকি একজন আমেরিকান পর্যটক বলেছেন, ঘটনাটি হলিউডের কোনও সিনেমার দৃশ্যই মনে হচ্ছিল।

কী কী চুরি হয়েছে?

ফরাসি সংস্কৃতি মন্ত্রণালয়ে অনুমান অনুযায়ী, চুরি যাওয়া জিনিসপত্রের মধ্যে বেশ কিছু মূল্যবান রত্নও রয়েছে। তার মধ্যে উনবিংশ শতাব্দীর ফরাসি নারী মারি-অ্যামেলি এবং হর্টেন্সের একটি নীলকান্তমনি, একটি নেকলেস এবং কানের দুল রয়েছে। পাশাপাশি চুরি হয়েছে নেপোলিয়ান বোনাপার্টের দ্বিতীয় স্ত্রী সম্রাজ্ঞি মারি লুইসের একটি পান্না, নেকলেস, কানের দুল ও ধ্বংসাবশেষ ব্রোচ। এছাড়া সম্রাজ্ঞি ইউজেনির একটি টিয়ারা এবং তার বিখ্যাত কর্সেজ-ধনুক ব্রোচ খোয়া গেছে বলে খবর।

তদন্তকারীদের মতে, তিনজন চোর মূলত শ্রমিকের ছদ্মবেশেই ওই জাদুঘরে প্রবেশ করেছিল। আর তারা নিরাপত্তা ব্যবস্থা ভেদ করেই ডাকাতি করেছিল। ঘটনাস্থলে উপস্থিত কর্মী ও দর্শনার্থীরা তা বুঝতে পারার আগেই তারা থেকে পালিয়ে যায়। এমনকি ফরাসি স্বরাষ্ট্রমন্ত্রী লরেন্ট নুনেজ এই ঘটনাটিকে অভিজ্ঞ আর পেশাদার চক্রের মাধ্যমে ঘটেছে বলেই বর্ণনা করেছেন। এমনকি তিনি বলেছেন, সম্ভবত কোনও বিদেশি নাগরিকদের দ্বারাই এই চক্রান্ত ঘটেছে।

আরও পড়ুনঃ দীপাবলির দিন ১৭ হাজার টাকা পতন রুপোর দর, দাম কমল সোনারও! দেখুন রেট

তিনি এও স্বীকার করেছেন যে, জাদুঘরের নিরাপত্তা ফ্রান্সের সবথেকে দুর্বল পরিকাঠামো ব্যবস্থার মধ্যে একটি হয়ে উঠেছে। আর পুলিশ এবং গোয়েন্দা সংস্থাগুলি বর্তমানে এই মামলার তদন্ত চালাচ্ছে। রিপোর্ট অনুযায়ী, চুরি যাওয়া গয়নার মোট দাম কয়েক মিলিয়ন ডলার হতে পারে । তবে হ্যাঁ, লুভর জাদুঘরে আগেও একাধিকবার চুরি হয়েছে। সবথেকে বড় চুরি করেছিল ১৯১১ সালে। তখন একজন জাদুঘরের কর্মচারী লিওনার্দো দা ভিঞ্চির চিত্রকর্ম মোনালিসাকেই চুরি করে নিয়ে যায়। আর দু’বছর পর ফ্লোরেন্সে সেটিকে উদ্ধার করা হয়।

আরওLouvreParis
গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join