পচা খাবার, বিদ্যুৎহীন সেলে পোকামাকড়! জেলে বিপদে ইমরান খান, সাহায্য চাইলেন UN-র

Published on:

Imran Khan

সৌভিক মুখার্জী, কলকাতা: পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান (Imran Khan) এবং তাঁর স্ত্রী বুশরা বিবি 2023 সাল থেকেই কারাদণ্ডে আটকে রয়েছেন। তবে সম্প্রতি তাঁদের আইনজীবী দল এমন কিছু অভিযোগ সামনে এনেছে, যা শুধুমাত্র পাকিস্তানের জন্য নয়, বরং আন্তর্জাতিক মহলেও চাঞ্চল্য সৃষ্টি করেছে। হ্যাঁ, তাঁদের আইনজীবী দল জাতিসংঘের কাছে আবেদন জানিয়ে অভিযোগ করেছে যে, তাঁদেরকে জেলে অমানবিক অবস্থায় রাখা হয়েছে।

কী ঘটছে জেলের ভিতর?

Zee News এর রিপোর্ট অনুযায়ী জানা গিয়েছে, ইমরান খানকে দীর্ঘদিন ধরে একা একটি সেলে আটকে রাখা হয়েছে। আর সেখানে কোনও প্রাকৃতিক আলো নেই, এমনকি টয়লেটও খোলা। বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকার কারণে অসহনীয় গরমে ভুগতে হচ্ছে তাঁকে। ঘুমোতেও পারছেন না ঠিকভাবে। খাবার হিসেবে দেওয়া হচ্ছে পচা ও দূষিত খাদ্য, এমনকি নোংরা পানীয় জল। চিকিৎসার সুযোগ আর পরিবারের সঙ্গে সাক্ষাতের অধিকার থেকেও বঞ্চিত হয়েছে তাঁরা।

অন্যদিকে বুশরা বিবির অবস্থা আরো ভয়াবহ। তিনি অভিযোগ করেছেন, তাঁকে এমন একটি ঘরে রাখা হয়েছে, সেখানে সব জায়গায় পোকামাকড়। তাঁর খাবারের সঙ্গে হাইড্রোক্লোরিক অ্যাসিড মিশিয়ে দেওয়া হচ্ছে যা সরাসরি প্রাণ কেড়ে নিতে পারে।

এদিকে পিটিআই নেতা জুলফি বুখারি এক্স হ্যান্ডেলে জানিয়েছেন, ইমরানের দুই ছেলে সুলেমান এবং কাশিম ও বুশেরা বিবির বোন জাতিসংঘের বিশেষ প্রতিনিধি ড. অ্যালিস এডওয়ার্ডসের কাছে এই আবেদন জমা দিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক আইন সংস্থা Perseus Strategies এর মাধ্যমে দুটি আবেদন জমা পড়েছে। একটি এসেছে ইমরানের পক্ষ থেকে, আরেকটি বুশরা বিবির পক্ষ থেকে।

আরও পড়ুনঃ ৩০ লাখের জন্য বিমান অপহরণ! সুশীলার স্বামী দূর্গাপ্রসাদ সুবেদীর কালো অতীত জানেন?

আইনি দল কী বলছে?

উল্লেখ্য আইন সংস্থা জানাচ্ছে, পাকিস্তান সরকারের এই আচরণ সরাসরি আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। জাতিসংঘের নিয়ম অনুযায়ী, পাকিস্তানের দায়িত্ব ছিল মানবিক আচরণ করা। তবে তাঁরা উল্টোটাই করছে। এর পাশাপাশি তারা জাতিসংঘের আগের সিদ্ধান্তগুলির কথা তুলে ধরেছেন এবং সেখানে বলা হয়েছিল, ইমরান খানের কারাবাস অযৌক্তিক। রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ভাবেই তাকে জেলে আটকে রাখা হয়েছে।

সঙ্গে থাকুন ➥