‘২১৪ জওয়ানকেই নিকেশ করা হয়েছে!’ পাকিস্তানের মিথ্যাচার নাকোচ করে দাবি BLA-র

Published on:

বিক্রম ব্যানার্জী, কলকাতা: বালুচিস্তানে জাফর এক্সপ্রেস হাইজ্যাকের ঘটনায় চাঞ্চল্যকর মোড়! সম্প্রতি বালুচিস্তান লিবারেশন আর্মির তরফে বিবৃতি জারি করে জানানো হয়েছে, 214 জন পণবন্দি যাত্রীকে হত্যা করেছে তারা। BLA জানিয়েছে, নিহতদের প্রত্যেকেই পাক সেনাবাহিনীর (Pakistani Army) সদস্য।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

যে খবর সামনে আসতেই প্রশ্ন উঠছে, তাহলে কি পাকিস্তানি সেনাবাহিনীর মিথ্যাচার ধরা পড়ে গেল? উল্লেখ্য, গত বুধবার ট্রেন হাইজ্যাকের ঘটনায় যাবতীয় বিড়ম্বনার সমাপ্তি ঘোষণা করে পাক সেনাবাহিনীর তরফে জানানো হয়েছিল, 33 জন BLA কর্মীকে হত্যা করে সকল জিম্মিদের উদ্ধার করা গিয়েছে। এবার পাক সেনাবাহিনীর সেই দাবিকেই কার্যত উড়িয়ে দিল BLA।

পাক সেনাবাহিনীর দাবি উড়িয়ে দিল BLA

মঙ্গলবার কোয়েটা থেকে পেশোয়ারগামী জাফর এক্সপ্রেস হাইজ্যাক করে বালুচরা। জানা যায়, ট্রেনটিতে কমবেশি 500 জন যাত্রী ছিলেন। এরপরই পাক সেনাবাহিনীর সাথে সন্ত্রাসীদের দীর্ঘ লড়াইয়ের পর সেনা কর্তাদের তরফে জানানো হয়, বালুচিস্তান লিবারেশন আর্মি তাদের অপরাধের দায় স্বীকার করেছে। একই সাথে সেনাবাহিনীর গুলিতে মৃত্যু হয়েছে 33 জন BLA কর্মীর।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

পাক সেনা কর্তাদের তরফে বলা হয়, ট্রেনে পণবন্দি সকল যাত্রীকে উদ্ধার করেছে সেনাবাহিনী সদস্যরা। পাক সেনাবাহিনীর এমন দাবির ঠিক পরের দিনই BLA-র তরফে বিবৃতি জারি করে সেনাবাহিনীর দাবিকে মিথ্যা বলে দাগিয়ে দেওয়া হয়। বালুচিস্তান লিবারেশন আর্মি জানায়, সেনাবাহিনী মিথ্যে কথা বলছে। সন্ত্রাসী গোষ্ঠীর তরফে পাক সেনার দাবিকে উড়িয়ে জানানো হয়, জিম্মিরা এখনও তাদের কব্জায়।

সেই সাথে পাক সেনাবাহিনী কর্তাদের নিশানায় এনে BLA অভিযোগ করে, পাকিস্তানি সেনাবাহিনী তাঁদের সঙ্গীদের ছেড়ে পালিয়ে গিয়েছে। এদিন বালুচিস্তান লিবারেশন আর্মির তরফে পাকিস্তান আর্মিকে বন্দি বিনিময়ের জন্য 48 ঘন্টার সময় দেওয়া হয়েছিল। সূত্রের খবর, সন্ত্রাসবাদিদের আল্টিমেটাম অনুযায়ী সেই সময় কাজে লাগাতে পারেনি পাক সেনারা।

পাক সেনার বিরাট পরাজয়!

শুক্রবার বালুচিস্তান লিবারেশন আর্মির মুখপাত্র জিয়ান বালুচ এক বিবৃতিতে জানান, পাকিস্তান সেনাবাহিনী তাঁদের পুরনো এক গুয়েমি বেছে নিয়েছে। তাঁদের ঔদ্ধত্যের কারণেই 214 জন পাক সেনা জিম্মিকে হত্যা করা হয়েছে। BLA-র তরফে বলা হয়, সুযোগ পেয়েও নিজস্ব ঔদ্ধত্যের কারণে পাকিস্তানি সেনারা তাঁদের সঙ্গীদের বাঁচায়নি। আর এই ঘটনার পরই পাকিস্তানের সেনারা বালুচদের কাছে পরাজয় স্বীকার করেছে বলেই মনে করছে BLA। এদিন পণবন্দি পাক সেনাদের মৃত্যুর খবর জানানোর পাশাপাশি দ্বিপাক্ষিক সংঘর্ষে নিহত 12 জন বালুচ যোদ্ধার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেছে BLA।

অবশ্যই পড়ুন: রোহিত না অন্য কেউ, ইংল্যান্ডে টেস্ট সিরিজে কাকে অধিনায়ক করছে BCCI? জানা গেল নাম

BLA-র দাবি অস্বীকার করেছে পাক সেনাবাহিনী?

বেশ কয়েকটি সূত্র জানাচ্ছে, বালুচিস্তান লিবারেশন আর্মির তরফে যে 214 জন পাক সেনার মৃত্যুর খবর প্রকাশ করা হয়েছে তা সম্পূর্ণ ভিত্তিহীন বলে জানিয়েছে পাক সেনা কর্তারা! পাকিস্তানি সেনার একটি সূত্র দাবি করছে, BLA নাকি প্রথমদিকেই পাকিস্তানী সেনাদের ছেড়ে দিয়েছিল। সূত্রটি এও দাবি করেছে, পাক সেনারা ময়দান ছেড়ে পালিয়ে আসার পাত্র নন। প্রয়োজনে, তাঁরা শেষ গুলি পর্যন্ত লড়াই করবেন। এদিন BLA-র তরফে উত্থাপিত যাবতীয় দাবি নাকি অস্বীকার করেছে পাকিস্তানের সেনাবাহিনী।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group