বিক্রম ব্যানার্জী, কলকাতা: পহেলগাঁও জঙ্গি হামলায় 26 জন নিরীহ পর্যটকের প্রাণহানির ঘটনায় ভারতকে সমবেদনা জানিয়েছে গোটা বিশ্ব। তবে বদলায়নি বাংলাদেশ (Bangladesh)। উপকারী প্রতিবেশীর এমন দুঃসময়ে শয়তানের হাসি হেসেছে ওপার বাংলার সরকার! আমেরিকা থেকে রাশিয়া যেখানে নক্কারজনক ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছে, বাংলাদেশের ঘুম ভাঙতে ভাঙতে সেখানে একেবারে 23 এপ্রিলের দুপুর।
এহেন আবহে, ভারতের প্রতি সমবেদনা জানানো তো দূর, বরং পহেলগাঁও হামলা ভারতের ষড়যন্ত্র বলেই মনে করছেন ওপার বাংলার বিদ্যজনেরা। এহেন আবহে পদ্মা পাড়ের দেশ থেকে উঠে আসছে বড় খবর, শোনা যাচ্ছে বাংলাদেশে ভারতীয় হাইকমিশনের উদ্দেশ্যে বুধবার বিরাট মিছিল নামায় খেলাফত মসজিদ। যা ফের ভারতের প্রতি বাংলাদেশি বিদ্বেষকে উসকে দিল।
ভারতীয় হাই কমিশনের উদ্দেশ্যে বিরাট মিছিল বাংলাদেশে
মঙ্গলবার পহেলগাঁও হত্যা লীলার খবর পাওয়া সত্বেও ওপার বাংলা থেকে কোনও রকম সহানুভূতি পায়নি ভারত। বদলে, বুধবার ঢাকায় অবস্থিত ভারতীয় হাই কমিশনের উদ্দেশ্যে বিরাট মিছিল বের করে বাংলাদেশ খেলাফত মসজিদ। বেশ কয়েকটি সংবাদ মাধ্যম সূত্রে খবর, ঢাকার মসজিদ বায়তুল মোকারমের উত্তর গেট থেকে মিছিল শুরু হয়ে শান্তিনগর মোড়ে এসে পৌঁছলে বিরাট পুলিশ বাহিনী আটকে দেয় বিক্ষোভকারীদের। সূত্রের খবর, আন্দোলনকারীদের মধ্যে থেকে 5 জনকে ভারতীয় হাইকমিশনে যাওয়ার অনুমতি দিয়েছিল বাংলাদেশ পুলিশ।
ভারতের টুঁটি চেপে ধরতে চায় বাংলাদেশি কট্টরপন্থীরা?
ওপার বাংলার বেশ কয়েকটি সংবাদ মাধ্যম যা জানাচ্ছে, বুধবার পুলিশের অনুমতির পর ভারতীয় হাই কমিশনে পৌঁছে স্মারকলিপি জমা দিয়েছেন ইসলামপন্থীরা। জানা যাচ্ছে, মূলত সংশোধিত ওয়াকফ আইন প্রত্যাহারের দাবিতে সরব হয়েছিলেন ইসলাম ধর্মাবলম্বী বিক্ষোভকারীরা। সূত্রের খবর, এদিন ওই বাংলাদেশি সংগঠনের আমির মাওলানা মামুনুল হক দাবি করেছেন, ভারতের আধিপত্যবাদের টুঁটি চেপে ধরা হোক।
অবশ্যই পড়ুন: পাকিস্তানের সাথে আর ক্রিকেট ময়দানেই নামবে না ভারত? অ্যাকশনে BCCI
প্রতিবেশীর উদ্দেশ্যে, অন্যান্য সময়ের মতো ফের বিদ্বেষ উসকে দিয়ে খেলাফত মসজিদের ওই প্রধান কর্মকর্তা বলেন, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে অনুরোধ করব, ভারতের আধিপত্যবাদের টুঁটি চেপে ধরুন আপনারা। দিল্লির বিরুদ্ধে কূটনৈতিক ও অর্থনৈতিক দিক থেকে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করার অনুরোধ করা হয়েছে বাংলাদেশ সরকারকে। গতকাল ওই সংগঠন প্রধান আরও বলেন, আমরা সব কিছু সহ্য করতে পারব, তবে ভারতের তোষণ সহ্য করতে পারবো না। নিজের বক্তব্য রাখতে গিয়েই হিন্দুত্ববাদের বিরুদ্ধে উপমহাদেশীয় ইসলামিক ঐক্য গঠনের ডাক দেন মামুনুল।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |