সৌভিক মুখার্জী, কলকাতা: পাকিস্তানের অর্থনৈতিক অবস্থা আরও ভরাডুবির মধ্যে পড়েছে। একেবারে সবদিক থেকে টালমাটাল অবস্থা। IMF সম্প্রতি পাকিস্তানের পরবর্তী ঋণ মঞ্জুর করার আগে এবার 11 টি বিরাট শর্ত (IMF Warning on Pakistan) বেঁধে দিয়েছে সন্ত্রাসের দেশের উপর।
এমনকি IMF এও জানিয়ে দিয়েছে, ভারত ও পাকিস্তানের মধ্যে যে উত্তেজনা চলছে, তাতে এই পরিস্থিতি যদি অব্যাহত থাকে এবং যদি পাকিস্তানের অবস্থা আরও খারাপের দিকে গড়ায়, তাহলে ঋণ কর্মসূচি সম্পূর্ণ স্থগিত করে দেওয়া হবে।
বিদ্যুৎ খাতে বাড়বে বোঝা?
IMF-র দেওয়া সাম্প্রতিক এক শর্ত অনুযায়ী, পাকিস্তান সরকারকে 17.6 ট্রিলিয়ন পাকিস্তানি রুপি মূল্যের বাজেট এবারের সংসদে পেশ করতে হবে। শুধু তাই নয়, বিদ্যুৎ বিলের উপর Debt Surcharge Cap বাড়ানোর পরিকল্পনা করা হচ্ছে, যার ফলে সাধারণ মানুষের মাসিক খরচে বিরাট প্রভাব পড়বে।
পুরনো গাড়ি আমদানির উপর তুলে নেওয়া হচ্ছে নিষেধাজ্ঞা
বর্তমান সময়ে সন্ত্রাসের দেশে তিন বছরের বেশি পুরনো গাড়ি আমদানি সম্পূর্ণ নিষিদ্ধ। আর IMF চাইছে, এই নিষেধাজ্ঞা বাড়িয়ে 5 বছর পর্যন্ত করে পুরনো গাড়ি আমদানির অনুমতি দেওয়া হোক। এর মাধ্যমে হয়তো সাধারণ মানুষের জন্য গাড়ি কেনা কিছুটা হলেও সহজ হতে পারে। তবে এতে বৈদেশিক মুদ্রা রিজার্ভের উপর বিরাট চাপ পড়তে বলে মনে করছে বেশ কিছু বিশেষজ্ঞ।
এমনকি এই দেশের চাষীদের উপর আয় কর আরোপ করে রাজস্ব আয় বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে IMF-র তরফ থেকে। এমনকি IMF-র তরফ থেকে 4 টি বড় নির্দেশ দেওয়া হয়েছে। যেখানে কৃষি আয় কর আদায়, করদাতা শনাক্তকরণ, সচেতনতা বৃদ্ধ এবং কর আদায়ে নজরদারি ব্যবস্থা থাকবে। এমনকি পুরো পরিকল্পনা চলতি মাসের মধ্যেই সম্পন্ন করতে হবে বলে নির্দেশ এসেছে IMF-র তরফ থেকে।
বিদ্যুৎ এবং গ্যাস খাতে যুক্ত হচ্ছে আরও শর্ত…
বিদ্যুৎ এবং গ্যাস খাতেও চালু করা হচ্ছে 4 টি বিরাট শর্ত। জানা যাচ্ছে, আগামী 1 জুলাই থেকে নতুন বিদ্যুৎ পুনঃনির্ধারণের বিজ্ঞপ্তি জারি করতে হবে। এমনকি গ্যাস ট্যারিফ বিবেচনা করতে হবে 2026 সালের 15 ফেব্রুয়ারির মধ্যেই। শুধু তাই নয়, Captive Power Levy স্থায়ী করতে সংসদে এবার নতুন আইন পাস করতে হবে। এর পাশাপাশি Debt Surcharge Cap তুলে নিতে হবে জুন মাসের মধ্যেই। আর এগুলি যে সাধারণ মানুষের উপর আরও চাপ ফেলবে, তা বলার অপেক্ষা রাখে না।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |