মোদি প্রতিশোধ নেবেই! বাঁচবে না পাকিস্তান! জেলে বসেই সাবধানবাণী দিলেন ইমরান খান

Published:

Imran Khan warns Pakistanis about India
Follow

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভারতের প্রত্যাঘাতে কেঁপেছে পাকিস্তানের মাটি। সন্ত্রাসবাদের ঘরে ঢুকে তান্ডব চালিয়েছে ভারতীয় বায়ুসেনা। গুঁড়িয়ে দেওয়া হয়েছে একাধিক জঙ্গি আস্তানা। মৃত্যু হয়েছে শতাধিক সন্ত্রাসীর। পাকিস্তানকে অপকর্মের সাজা দিয়ে গোটা বিশ্বকে ক্ষমতা বুঝিয়েছে ভারত।

এবার তাতেই থরথর করে কাঁপছেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানও (Imran Khan)। একেবারে জেলবন্দি দশায় বুকের ধুকপুকুনি কয়েকগুণ বেড়ে গিয়েছে ইমরানের। ইতিমধ্যেই দেশবাসীকে ভারত সম্পর্কে সতর্ক করেছেন তিনি। ইমরান নাকি বলেছেন, সাবধান! ভারত কিন্তু প্রতিশোধ নেবে, মোদিকে এক ফোঁটাও বিশ্বাস নেই!

দেশবাসীকে সতর্ক করলেন ইমরান

ভারত-পাক সংঘাতে আখেরে জয় হয়েছে ভারতে। তবে সন্ত্রাসবাদকে বাঁচাতে গিয়ে দিল্লির কাছে পিটুনি খেয়েও শিক্ষা হয়নি পাকিস্তানের। এখনও প্রতিবেশীর বিরুদ্ধে চলছে কুঁচুটে পরিকল্পনা! এমতবস্থায়, ভারতের ভয়ে জেলে বসেই কাঁপ ঘরে গিয়েছে প্রাক্তন পাক প্রধানমন্ত্রীর।

জানা যাচ্ছে, সম্প্রতি জেলে তাঁর সাথে দেখা করতে গিয়েছিলেন বোন আলিমা খান। সূত্রের খবর, বোনের মাধ্যমেই দেশবাসীর উদ্দেশ্যে সাবধানবাণী দিয়েছেন প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান।

খোঁজ নিয়ে জানা গেল, ইতিমধ্যেই ইমরান খানের X হ্যান্ডেল থেকেও ভারতকে নিয়ে দেশবাসীকে সতর্ক করে পোস্ট করা হয়েছে। পাকিস্তানের নেতা-মন্ত্রীরা যেখানে ভারতের বিরুদ্ধে একের পর এক অপপ্রচার চালাচ্ছেন, সেই আবহে দেশবাসীকে সতর্ক বার্তা দিলেন ইমরান।

সম্প্রতি পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী জানান, ভারত এবং পাকিস্তানের মধ্যে যে সংঘাত শুরু হয়েছিল, তা নিয়ে দেশবাসীকে সব সময় সতর্ক থাকতে হবে। প্রতিমুহূর্তে তাৎক্ষণিক প্রতিক্রিয়া দরকার। দেশকে এখন সতর্ক থাকতেই হবে। কারণ, মোদি অবশ্যই প্রতিশোধ নেবে।

অবশ্যই পড়ুন: টেস্ট অধ্যায়ও শেষ, বোর্ডের A+ গ্রেডে আর জায়গা হচ্ছে না রোহিত-বিরাটের? জানিয়ে দিল BCCI

এদিন মূলত, দেশের সেনাদের উদ্দেশ্যে প্রশংসনীয় শব্দে ইমরান জানিয়েছিলেন, এই দেশ আমার, দেশের সেনাবাহিনীও আমার। এরপরই নাকি ভারতের জোরালো হামলা নিয়ে নিন্দায় সরব হয়েছিলেন প্রাক্তন পাক প্রধান। ইমরানের সংযোজন ছিল, ভারত কাপুরুষের মতো আক্রমণ চালিয়েছে। তবে ভারতকে ঠুকে কথা বললেও, মনে একরাশ ভয় নিয়েই জেল জীবন কাটাচ্ছেন তেহরিক-ই-ইনসাফের প্রধান।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join