বিক্রম ব্যানার্জী, কলকাতা: রাজনৈতিক ও ধর্মীয় উত্তেজনা, সংখ্যালঘুদের ওপর অত্যাচার, ইন্টারনেট সেন্সরশিপ, বিশ্বব্যাপী ভাবমূর্তি সহ অন্যান্য একাধিক কারণের ওপর ভিত্তি করে বিশ্বের সবচেয়ে ঘৃণিত (Hated Countries) দেশের তালিকা উঠে এসেছে ওয়ার্ল্ড পপুলেশন রিভিউয়ের গবেষণায়।
জানলে অবাক হবেন, বিশ্বের সবচেয়ে ঘৃণিত 10 দেশের তালিকায় প্রথমে জায়গা হয়েছে চিনের। সেই সাথেই, ওয়ার্ল্ড পপুলেশন রিভিউয়ের রিপোর্ট অনুযায়ী, লজ্জা বেড়েছে ভারতীয়দেরও। কারণ, বিশ্বের সবচেয়ে ঘৃণিত দেশের তালিকায় প্রথম দশে রয়েছে ভারত।
ঘৃণিত দেশগুলির তালিকায় ভারতের অবস্থান
সম্প্রতি বেশ কয়েকটি রিপোর্ট অনুযায়ী, বিগত বছরগুলিতে দেশে ক্রমবর্ধমান উত্তেজনা, সাম্প্রদায়িক অস্থিরতা, সংখ্যালঘুদের প্রতি ভিন্ন আচরণ, ইন্টারনেট সেন্সরশিপ সহ একাধিক কারণে আন্তর্জাতিক ক্ষেত্রে ভারতের ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে। আর সেই কারণেই, দেশের বিভিন্ন ক্ষেত্রে চলমান উত্তেজনা ও বিরোধের কারণে বিশ্বের ঘৃণিত দেশে গুলির তালিকায় 10 নম্বরে জায়গা হয়েছে ভারতের। যদিও, অতীত থেকে শিক্ষা নিয়ে আন্তর্জাতিক ক্ষেত্রে দেশের ভাবমূর্তি অক্ষুণ্ন রয়েছে বলেই দাবি জানাচ্ছেন অনেকেই।
চিনের অবস্থা শোচনীয়
ওয়ার্ল্ড পপুলেশন রিভিউয়ের রিপোর্ট অনুযায়ী, কর্তৃতবাদী শাসনব্যবস্থা, বিপুল সেন্সরশিপ ও বিশ্বব্যাপী দূষণের কারণে বিশ্বের সবচেয়ে ঘৃণিত দেশের তালিকায় শীর্ষে রয়েছে চিন। বেশ কয়েকটি সূত্র বলছে, সাম্প্রতিককালে হংকং, তাইওয়ান, ম্যাকাওয়ের স্বাধীনতা দিতে অস্বীকার করা এবং মুসলিম জনগোষ্ঠীর প্রতি বিরূপ আচরণের কারণে ড্রাগনের দেশের অবস্থা আরও জটিল হয়েছে। জানিয়ে রাখি, আন্তর্জাতিক রাজনীতিতে চিনের কূটনৈতিক চাল ও সর্বগ্রাসী মনোভাব তাদের অবস্থা আরও কঠিন করেছে।
তালিকায় বাকিদের অবস্থান
ওয়ার্ল্ড পপুলেশন রিভিউয়ের তথ্য অনুযায়ী, বিশ্বের সবচেয়ে ঘৃণিত দেশগুলির তালিকায় তৃতীয় স্থানে রয়েছে আমেরিকা ও রাশিয়া। এরপরই লিস্টের চতুর্থ স্থানে জায়গা হয়েছে উত্তর কোরিয়ার। মূলত গাজায় ব্যাপক হত্যা লীলা ও যুদ্ধ বিধ্বস্ত পরিস্থিতির কারণে বিশ্বের সবচেয়ে ঘৃণিত দেশের তালিকায় 5 নম্বরের ঠাঁই হয়েছে ইজরায়েলের, তালিকার ষষ্ঠ স্থানে রয়েছে ভারত বিরোধী পাকিস্তান। এছাড়াও সপ্তম, অষ্টম, নবম স্থানে যথাক্রমে ইরান, ইরাক ও সিরিয়া জায়গা পেয়েছে।
অবশ্যই পড়ুন: গর্বের খবর! ইউনেস্কোর রেজিস্টারে স্বীকৃতি পেল ভারতীয় ধর্মগ্রন্থ গীতা ও নাট্যশাস্ত্র
উল্লেখ্য, নিয়মিত সংখ্যালঘু অত্যাচার, লুঠপাট, জমি বেদখল, হিন্দু মন্দির ভাঙচুর থেকে শুরু করে যাবতীয় কুকর্ম সত্ত্বেও বিশ্বের সবচেয়ে ঘৃণিত দেশগুলির প্রথম দশের তালিকায় নাম নেই বাংলাদেশের। যদিও উন্নত বিশ্বের একাধিক দেশ, প্রতিমুহূর্তে ওপার বাংলায় হিন্দু সহ সংখ্যালঘু অত্যাচারের বিরোধিতা জানিয়ে আসছে।