বন্ধু বলেও বেইমানি আমেরিকার! ৪,২৮,০০,০০০ টাকার ক্ষতি ভারতের

Published on:

India loses at least Rs 4.28 crore as America blocks Indian mango shipments

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ফলের রাজা যে আম সে কথা এখন সর্বজনবিদিত। তবে এই রাজা ফলের জন্যই ভারতের ওপর নির্ভরশীল বিশ্বের অন্যতম পরাশক্তি আমেরিকা (America)। বলা চলে, বিগত বছরগুলিতে ভারতীয় আমের সবচেয়ে বড় ক্রেতা হয়ে উঠেছে মার্কিন যুক্তরাষ্ট্র।

তবে সম্প্রতি ভারতের সাথে কার্যত বেইমানি করেছে ডোনাল্ড ট্রাম্পের দেশ। জানা যাচ্ছে, আমেরিকার তরফে ইতিমধ্যেই ভারতের 15টি আমের চালান ফেরত পাঠিয়ে দেওয়া হয়েছে। কিন্তু কেন? দীর্ঘ বহু বছর ভারতকে বন্ধু হিসেবে পরিচয় দেওয়া আমেরিকায় হঠাৎ কেন বেঁকে বসল?

কেন আমের চালান নষ্ট করল আমেরিকা?

বেশ কয়েকটি সংবাদমাধ্যম সূত্রে খবর, ভারত থেকে পাঠানো প্রায় 4 কোটি টাকারও বেশি মূল্যের আম ফেরত পাঠিয়ে দিয়েছে আমেরিকা। সূত্রের খবর, মূলত বিকিরণ প্রক্রিয়া সম্পর্কিত নথিতে অসঙ্গতি থাকায় এই আমগুলি গ্রহণ করেনি ট্রাম্পের দেশ। সর্বভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, লস অ্যাঞ্জেলস, সান ফ্রান্সিসকো ও আটলান্টা বিমানবন্দরে ভারতের আমের চালানগুলি আটকে দেওয়া হয়।

এ প্রসঙ্গে এক মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, বিকিরণ পদ্ধতি সংক্রান্ত নথিতে ত্রুটি থাকায় আমগুলি ফেরত পাঠিয়ে দেওয়া হয়েছে। তাছাড়াও বেশ কয়েকটি সূত্র বলছে, বর্তমানে আমেরিকা আমের মতো বেশ কিছু ফল আমদানি করতে আর চাইছে না। একই সাথে ফল থেকে নানান প্রকার সংক্রমণ সে দেশের কৃষি শিল্পে ব্যাপক ক্ষতি করতে পারে। তাছাড়াও পোকামাকড় থেকে বিভিন্ন রোগের সম্ভাবনা রয়েছে, যা এড়িয়ে যেতেই ভারতের আমের চালানগুলি প্রত্যাখ্যান করেছে আমেরিকা।

ইন্ডিয়াহুডের বিশেষ প্রতিবেদন

তবে বেশ কয়েকজন রপ্তানিকারক জানাচ্ছেন, আসলে সমস্যাটি পোকামাকড় নিয়ে নয়, বরং পোকা মারার প্রক্রিয়ায় যে নথিপত্র দেওয়া হয়েছিল তাতে ত্রুটি রয়েছে বলেই আমগুলি ফেরত পাঠিয়েছে আমেরিকা। এ প্রসঙ্গে বলে রাখি, গত 8 ও 9 মে তারিখে মুম্বইতে এই আমগুলি বিকিরণ করা হয়েছিল। আর সেই বিষয়টি খতিয়ে দেখতে সেখানে উপস্থিত ছিলেন আমেরিকার কৃষি বিভাগের এক কর্মকর্তা। তবে তা সত্ত্বেও আমেরিকা ভারতের আমের চালান আটকে দিল।

অবশ্যই পড়ুন: প্লে অফে ওঠা হল না গতবারের চ্যাম্পিয়নদের! KKR-র ভরাডুবির ৪ প্রধান কারণ জানলে রাগ হবে

আমগুলিকে কী ভারতে ফেরত পাঠানো হবে?

রিপোর্ট বলছে, আমেরিকার কর্মকর্তারা আমগুলি নষ্ট করার বদলে প্রাথমিকভাবে ভারতে ফেরত পাঠানোর কথা ভেবেছিলেন। তবে আম যেহেতু পচনশীল তাই সেগুলি পাঠালে ভারতেএ আসতে আসতে তা একেবারে পচে পাক হয়ে যাবে। আর সেই কারণেই, রপ্তানিকারকরা ইতিমধ্যেই আম গুলিকে নষ্ট করে দিয়েছেন। যার জেরে অন্তত 4.28 কোটি টাকার ক্ষতি হয়েছে ভারতের।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥