বিক্রম ব্যানার্জী, কলকাতা: আমেরিকা ও ইউরোপের দেশগুলির নিষেধাজ্ঞা সত্ত্বেও বিশ্ব রাজনীতিতে ভারত-রাশিয়ার সম্পর্ক (India-Russia Friendship) অটুট। ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকেই ডিসকাউন্টে রাশিয়া থেকে তেল কিনে চলেছে ভারত। পুতিনের দেশের ওপর আমেরিকার কড়া নিষেধাজ্ঞা জেনেও ট্রাম্পের দেশের দেখানো পথে হাঁটেনি দিল্লি। যার জেরে বর্তমানে আন্তর্জাতিক ক্ষেত্রে একমাত্র ভারতই রাশিয়ার সাথে যৌথভাবে বাণিজ্য বৃদ্ধি করে চলেছে। শোনা যাচ্ছে, আগামী কয়েক বছরের মধ্যে ভারত ও রাশিয়ার বাণিজ্য প্রায় 71 বিলিয়ন ডলারে পৌঁছবে।
নিষেধাজ্ঞা উড়িয়ে রাশিয়া থেকে তেল কিনেছে ভারত!
ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই আমেরিকা ও ইউরোপের বেশ কয়েকটি শক্তিশালী দেশ রাশিয়ার ওপর কড়া নিষেধাজ্ঞা আরোপ করে। আমেরিকার তরফে বেশ কয়েকবার নরমে-গরমে ভারতকেও সতর্ক করা হয়েছিল। তবে আমেরিকার দেখানো সেই পথে হাঁটেনি ভারত। বরং ইউক্রেন যুদ্ধ চলাকালীন রাশিয়া থেকে প্রচুর পরিমাণ ডিসকাউন্টে তেল কিনতে শুরু করে দিল্লি। যার কারণে বেশ কয়েকবার ক্ষোভ প্রকাশ করেছে আমেরিকা। তবে ভারত তার চেনা পথ থেকে একফোঁটাও সরেনি। যার দরুণ আন্তর্জাতিক রাজনীতিতে একমাত্র ভারত ও রাশিয়া সম্পর্কই দীর্ঘমেয়াদী বন্ধুত্বের রূপ নিয়েছে।
ভারতের চতুর্থ বাণিজ্যিক অংশীদার রাশিয়া
রাশিয়ার অর্থনীতিকে গুঁড়িয়ে দিতে বারংবার আমেরিকা ও ইউরোপের দেশ গুলির তরফে ভারতকে সতর্ক করা হয়েছিল রাশিয়া থেকে তেল আমদানি না করতে। তবে ভারতীয় নীতি অনুযায়ী, রাশিয়ার সাথে সখ্যতা বজায় রেখে সে দেশ থেকে বিপুল পরিমাণ তেল আমদানি করে চলেছে দিল্লি। যার দরুণ বেশ কিছু রিপোর্ট বলছে, আমেরিকার পর বর্তমানে রাশিয়া ভারতের চতুর্থ বাণিজ্যিক অংশীদার হয়ে উঠেছে।
উল্লেখ্য, বর্তমান বিশ্বে ভারতের সাথে বৃহত্তম বাণিজ্যিক চেন গড়ে উঠেছে আমেরিকা। আর সেই কারণেই ভারতের বৃহত্তম বানিজ্যিক অংশীদার ট্রাম্পের দেশ। সেই নিরিখে চিনের স্থান 3 নম্বরে। তবে বেশ কিছু সূত্র বলছে, আগামী কয়েক বছরের মধ্যেই ভারতের সাথে বাণিজ্যিক অংশীদারিত্বে চিনকেও পিছনে ফেলে দেবে রাশিয়া। সর্বশেষ তথ্য অনুযায়ী, রাশিয়া ভারতের কাছে 65.7 বিলিয়ন ডলার মূল্যের পণ্য বিক্রি করেছে। যা 2023 সালের তুলনায় 8.3 শতাংশ বেশি। অন্যদিকে ভারত রাশিয়া থেকে 4.9 বিলিয়ন ডলার মূল্যের পণ্য রপ্তানি করেছে। যেই হিসেবটা 2023 সালের তুলনায় 21 শতাংশ বেশি।
অবশ্যই পড়ুন: রাইফেল, রকেট লঞ্চার, সামরিক বাহন! বাংলাদেশকে অস্ত্রে ভরে দিল চিন! কতটা বিপদ ভারতের?
ট্রাম্পের আগমনে তেল আমদানি হ্রাস পায় ভারতের
চলতি বছর আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে নিরঙ্কুশ জয়ের পর রিপাবলিকান প্রার্থী তথা বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পুনরায় হোয়াইট হাউসের সিংহাসনে বসার পরই আচমকা ভারত ও রাশিয়ার মধ্যে তেল আমদানি হ্রাস পায়। যদিও এর নেপথ্যে রয়েছে আমেরিকার নিষেধাজ্ঞা। জানা যায়, রাশিয়া থেকে তেল বহনকারী জাহাজের ওপর আমেরিকার নিষেধাজ্ঞা আরোপ করতেই ভারত ও চিনে তেল রপ্তানি হ্রাস পায়। যদিও সাম্প্রতিক কিছু রিপোর্ট বলছে, মার্চ শুরু হতেই ফের রাশিয়া থেকে তেল আমদানি বাড়িয়েছে ভারত।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |