শুল্ক না দাদাগিরি! ট্রাম্পের নীতিতে ২৬ হাজার কোটির ক্ষতির মুখে ভারত

Published on:

India may lose Rs 26,000 crore due to US reciprocal tariff policy

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ওপর ওপর সখ্যতা রেখে ভারতের অর্থ ভাান্ডারে কোপ বসাচ্ছে আমেরিকা! গত সোমবার ভারত সহ বিশ্বের একাধিক দেশের ওপর পারস্পারিক শুল্ক আরোপ (US Reciprocal Tariff) করার কথা ঘোষণা করেছিলেন আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ, বুধবার সেই ঘোষণা অনুযায়ী, শুল্কের পরিমাণ নির্ধারণ করার কথা।

সূত্রের খবর, 2 এপ্রিল থেকে কার্যকর হতে যাওয়া পারস্পারিক করের কারণে আমেরিকায় রপ্তানির ক্ষেত্রে বিরাট ক্ষতির মুখে পড়বে ভারত। খোঁজ নিয়ে জানা গেল, মার্কিন শুল্কের অতিরিক্ত চাপের কারণে আগামী দিনে আমেরিকায় রপ্তানির ক্ষেত্রে কমপক্ষে 3.1 বিলিয়ন ডলার, ভারতীয় মুদ্রায় 26 হাজার কোটি টাকারও বেশি ক্ষতি হতে পারে কেন্দ্রের।

কেন আচমকা পারস্পরিক শুল্ক আরোপ করছেন ট্রাম্প?

সম্প্রতি বিবৃতি জারি করে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, বিশ্বের যেসব দেশ আমেরিকার পণ্যে যেমন আমদানি শুল্ক চাপায়, আমেরিকাও সেই সব দেশের পণ্যের উপর ততটাই রপ্তানি শুল্ক চাপাবে। আর এই ঘোষনার পরই, হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লেভিট বলেন, পারস্পারিক শুল্ক আরোপের ক্ষেত্রে কাউকেই কোনও রকম ছাড় দেবে না আমেরিকা।

এ বিষয়ে বিস্তারিতভাবে ট্রাম্পই শেষ কথা বলবেন বলেই জানিয়েছেন তিনি। আসলে, ট্রাম্প বিশ্বাস করেন ভারত, চিন, কানাডা ও মেক্সিকোর মতো দেশগুলি আমেরিকার ওপর অতিরিক্ত কর চাপায়। তাই এবার থেকে এই দেশগুলির সাথে একই আচরণ করবেন ট্রাম্পও।

ইন্ডিয়াহুডের বিশেষ প্রতিবেদন

ক্ষতি হবে ভারতের?

ঘোষণা অনুযায়ী, আজ অর্থাৎ বুধবার নতুন পারস্পরিক শুল্ক ঘোষণার কথা রয়েছে ট্রাম্পের। এরই মধ্যে, সূত্র বলছে, আমেরিকান প্রেসিডেন্টের এমন পদক্ষেপে আগামী দিনে বড়সড় ক্ষতির মুখে পড়তে চলেছে ভারত।

জানা যাচ্ছে, খুব সম্ভবত ভারতীয় রপ্তানির ক্ষেত্রে 8 শতাংশ ডিফারেন্সিয়াল কর ও ডলারের বিপরীতে রুপির এক্সচেঞ্জের ক্ষেত্রে আনুমানিক 8 শতাংশ হারে অবমূল্যায়নের ফলে মুদ্রাস্ফীতির সাথে সামঞ্জস্য রেখে নিট রপ্তানির ক্ষেত্রে 8 বিলিয়ন ডলারের প্রভাব পড়তে পারে ভারতীয় রপ্তানিতে।

যদিও বেশ কয়েকটি সংবাদ প্রতিবেদন দাবি করছে, ভারতের যে সমস্ত রপ্তানির ক্ষেত্রে অভিন্ন অতিরিক্ত শুল্ক চাপানো হবে সেইসব সম্ভাবনা বিবেচনা করে প্রায় 3.1 বিলিয়ন ডলারের ক্ষতি হতে পারে ভারত সরকারের।

অবশ্যই পড়ুন: সুপার কাপের আগে ফের লজ্জার হার ইস্টবেঙ্গলের

ভারতের কোন ক্ষেত্রগুলি সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হবে?

ট্রাম্পের সাম্প্রতিক ঘোষণা অনুযায়ী, ভারত, চিন, মেক্সিকো ও কানাডার একাধিক খাতে অতিরিক্ত শুল্ক চাপাবে আমেরিকা। সূত্র বলছে, চিন থেকে আমদানি করা সমস্ত পণ্যের ওপর অতিরিক্ত 20 শতাংশ কর, মেক্সিকো ও কানাডা থেকে আমদানি করা পণ্যের উপর 25 শতাংশ কর ও ভারতের ওষুধ, গাড়ি এবং গহনার মতো অর্থনৈতিক খাত গুলি থেকে আমদানির ক্ষেত্রে সর্বোচ্চ 25 শতাংশ বা তার বেশি শুল্ক আরোপ করতে পারে ট্রাম্পের সরকার।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥