দুই পরাশক্তি চিন, আমেরিকাকে ছাপিয়ে খেল দেখাবে ভারত! বিরাট ইঙ্গিত রাষ্ট্রপুঞ্জের

Published on:

India may surpass China and America in economic growth! UN On Indian Economy

বিক্রম ব্যানার্জী, কলকাতা: অর্থনীতিতে হার মানবে অন্যতম পরাশক্তি চিন ও আমেরিকা! দুই শক্তিধরকে টপকে খেল দেখাবে ভারত! অর্থনৈতিক গতিতে দ্রুত নজির গড়ছে এদেশ। এমনটাই দাবি রাষ্ট্রপুঞ্জের (UN On Indian Economy)। অন্যান্য সময়ের মতো চলতি বছরও একটি রিপোর্ট পেশ করেছে রাষ্ট্রপুঞ্জ।

আর সেখানেই ভারতের প্রশংসায় পঞ্চমুখ হয়েছে তারা। রাষ্ট্রপুঞ্জ জানিয়েছে, বিশ্বে দ্রুতহারে অর্থনৈতিক বৃদ্ধির দেশগুলির মধ্যে ভারত অন্যতম। এবছর তারা 6.3 শতাংশ আর্থিক বৃদ্ধি পেতে পারে বলেই অনুমান করছে রাষ্ট্রপুঞ্জের অনেকেই।

চিন, আমেরিকাকে ছাপিয়ে যাবে ভারত?

সম্প্রতি রাষ্ট্রপুঞ্জের তরফে প্রকাশিত সেই ওয়ার্ল্ড ইকোনমিক সিচুয়েশন অ্যান্ড প্রোসপেক্ট রিপোর্ট বলছে, গত জানুয়ারি মাসে ভারতের অর্থনৈতিক গতি 0.3 শতাংশ কমেছিল একথা একেবারে ঠিক, তবে বছর শেষ হওয়ার আগেই ভারতের আর্থিক বৃদ্ধির পরিমাণ গিয়ে দাঁড়াতে পারে 6.3 শতাংশে।

এবার যদি তুল্যমূল্য বিচার করা যায় সেক্ষেত্রে, চিনের বৃদ্ধি দাঁড়াতে পারে আনুমানিক 4.8 শতাংশে, অন্যদিকে আমেরিকার বৃদ্ধি হতে পারে মাত্র 1.6 শতাংশ। রাষ্ট্রপুঞ্জের এমন রিপোর্টের পরই খুশির জোয়ার এসেছে এদেশের বুকে।

ইন্ডিয়াহুডের বিশেষ প্রতিবেদন

আনন্দের পাশাপাশি রয়েছে আশঙ্কাও

ভারতের জন্য খুশির খবর প্রকাশ করার পাশাপাশি রাষ্ট্রপুঞ্জ তাদের রিপোর্টে আশঙ্কার কথাও বলেছে। ওই রিপোর্টে দাবি করা হয়েছে, বর্তমানে গোটা বিশ্ব অনিশ্চয়তায় রয়েছে। যুদ্ধের আবহ, সংঘর্ষ, বাণিজ্যিক টানাপোড়েন, দ্বিচারিতা সহ অন্যান্য একাধিক পরিস্থিতি মিলিয়ে অবস্থা একেবারে কঠিন হয়ে দাঁড়িয়েছে।

মনে করা হচ্ছে, এই আবহ আগামী দিনে বিশ্ব অর্থনৈতিক করিডোরে বিরূপ প্রভাব ফেলতে পারে। জানা যাচ্ছে, রাষ্ট্রপুঞ্জের সেই মন্তব্যে সায় দিয়েছেন ইকোনমিক অ্যানালিসিস ও পলিসি ডিভিশনের প্রধান শান্তনু মুখার্জী। বিশেষজ্ঞের দাবি, নানান ক্ষেত্রে সংঘাতের পরিস্থিতি বিশ্ব অর্থনীতিকে কঠিন পর্যায়ে দাঁড় করাতে পারে!

অবশ্যই পড়ুন: সিন্ধু জলবন্টন চুক্তি অতীত! এবার চন্দ্রভাগার খাল নিয়েও পাকিস্তানকে জাঁতাকলে ফেলছে ভারত

উল্লেখ্য, আশঙ্কার মাঝেও উজ্জল হয়ে রয়েছে ভারতের অর্থনৈতিক বৃদ্ধির সম্ভাবনা। বলা বাহুল্য, শুধুই রাষ্ট্রপুঞ্জ নয়, চলতি বছরের শেষে ভারতের ব্যাপক আর্থিক বৃদ্ধি সম্পর্কে আশা জুগিয়েছে আন্তর্জাতিক অর্থভাণ্ডারও ( IMF)।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥