ভারত, পাকিস্তানের উত্তেজনায় বিরাট আর্থিক ক্ষতি বাংলাদেশের! বড় ধস শেয়ার বাজারে

Published on:

Operation Sindoor

সৌভিক মুখার্জী, কলকাতা: ভারতীয় আর্মির অপারেশন সিঁদুরের (Operation Sindoor) আতঙ্ক ছড়িয়ে পড়েছে গোটা উপমহাদেশে। জঙ্গি দমনের উদ্দেশ্যে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের প্রায় 100 জঙ্গিকে কার্যত গুঁড়িয়ে দিয়েছে ভারতীয় সেনাবাহিনী। কিন্তু এরই প্রভাব গিয়ে পড়ল পদ্মাপাড়ের দেশের অর্থনীতি ও শেয়ারবাজারে।

মঙ্গলবার গভীর রাতে পহেলগাঁও হামলার পাল্টা জবাব দিতে ভারতীয় সেনা চালায় অপারেশন সিঁদুর। একসঙ্গে 9টি জঙ্গি ঘাঁটিতে হামলা চালিয়েছিল ভারতীয় সেনা। দেশতথা বহির্বিশ্বজুড়ে এই হামলার ঘটনা প্রশংসিত হলেও এর আঁচ গিয়ে পড়লো বাংলাদেশের ঢাকা স্টক এক্সচেঞ্জে (Bangladesh Stock Market)। হ্যাঁ, লেনদেনের শুরুতেই দেখা গেল শেয়ারবাজারের বিরাট পতন। 

10 মিনিটেই মুখ থুবড়ে পড়ল শেয়ার বাজার

বুধবার সকাল 10টায় লেনদেন শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই ডিএসইএক্স সূচক 70 পয়েন্টের বেশি পড়ে যায়। পাশাপাশি ডিএসইএস সূচক কমে যায় 17.58 পয়েন্ট। শুধু তাই নয়, ডিএস30 সূচকও পড়ে যায় 20.91 পয়েন্ট। আর সব মিলিয়ে বাজারের পরিস্থিতি পুরো হতাশাজনক। সূত্র বলছে, লেনদেনের শুরুতে মাত্র নয়টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। আর বিপরীত দিকে 334 টি কোম্পানির শেয়ারের দাম একধাক্কায় পড়ে যায়। এমনকি 14 টি কোম্পানির শেয়ারের দাম অপরিবর্তিত থাকে।

আতঙ্কে দিশেহারা বিনিয়োগকারীরা

বাজার বিশ্লেষকরা মনে করছে, ভারত-পাকিস্তানের এই সামরিক উত্তেজনা বিনিয়োগকারীদের মধ্যে বিরাট আতঙ্ক সৃষ্টি করেছে। উপমহাদেশে অস্থিরতা মানেই অর্থনৈতিক অনিশ্চয়তা। আর সেই আশঙ্কায় বিনিয়োগকারীরা এখন শেয়ারবাজার থেকে নিজেদের হাত পা গুটিয়ে নিচ্ছে। যার প্রভাব সরাসরি পড়ছে DSE-তে।

ইন্ডিয়াহুডের বিশেষ প্রতিবেদন

এদিকে এই যুদ্ধকালীন পরিস্থিতি নিয়ে মুখ খুলেছে বাংলাদেশের মৌলবাদী সংগঠন জামাতে ইসলামি। সংগঠনের আমির ডঃ শফিকুর রহমান একটি ফেসবুক পোস্টে লিখেছেন, পহেলগাঁও সন্ত্রাসী হামলার জন্য ভারত-পাকিস্তানের উত্তেজনা দিনের পর দিন বাড়ছে। পাল্টা হামলাও চলছে। 

আরও পড়ুনঃ সোনা-রুপোর গায়ে আগুন, হু হু করে বাড়ছে দাম! দেখুন আজকের রেট

এই আতঙ্ক কারোর জন্যই কল্যাণজনক নয়। আর এই বিষয়ে আন্তর্জাতিক স্তরে তদন্ত হওয়া দরকার। পাশাপাশি উভয় দেশকে দায়িত্বশীল ভূমিকা নিতে হবে। যুদ্ধ কখনও শান্তির রাস্তা হতে পারে না। কাশ্মীর সমস্যার স্থায়ী সমাধান করা গেলেই এই আবহ থেকে মুক্তি পাওয়া যাবে।

চিন্তায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড

এদিকে পাকিস্তান সুপার লিগে খেলতে যাওয়া বাংলাদেশের দুই ক্রিকেটারকে ঘিরেও ধোঁয়াশার রয়ে গিয়েছে। হ্যাঁ, বাংলাদেশ ক্রিকেট বোর্ড এখন দুশ্চিন্তায় রাত কাটাচ্ছে। যুদ্ধকালীন পরিস্থিতিতে ক্রিকেটারদের নিরাপত্তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছে বোর্ড কর্তৃপক্ষ।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥