ফের দুঃসাহস দেখিয়ে জম্মুতে হামলা! পাল্টা ড্রোন, F-16 ধ্বংস করে পাকিস্তানের প্ল্যান বানচাল করল ভারত

Published on:

Pakistan Attacks Jammu with Drone F-16 Down by Indian Air Defense System

পার্থ সারথি মান্না, কলকাতাঃ অপারেশন সিঁদুরের পর ভারতের একাধিক জায়গায় হামলার পরিকল্পনা করেছিল পাকিস্তান। কিন্তু সেসব বানচাল হয়েছে ভারতের অত্যাধুনিক S-400 এয়ার ডিফেন্স সিস্টেমের জেরে। এর পাল্টা ড্রোন হামলার মাধ্যমে পাকিস্তানের লাহোর ও শিয়ালকোটের এয়ার ডিফেন্স সিস্টেম কার্যত ধ্বংস করে দিয়েছে ভারত। কিন্তু এবার জানা যাচ্ছে ফের আক্রমণের চেষ্টা শুরু করেছে পাকিস্তান। এই মুহূর্তে জম্মুতে চলছে ব্ল্যাকআউট, বাজছে সাইরেন।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

জম্মুতে ব্ল্যাকআউট, আক্রমণ শুরু পাকিস্তানের?

জানা যাচ্ছে জম্মুতে বিস্ফোরণের আওয়াজ শোনা যাচ্ছে। এরপরই সাইরেন বাজতে শুরু করেছে গোটা এলাকা ব্ল্যাক আউট করে দেওয়া হয়েছে। মোবাইল পরিষেবা বন্ধ হয়ে গিয়েছে। ঘটনাস্থল থেকে যে কয়েকটি ভিডিও পাওয়া গিয়েছে তাতে দেখা যাচ্ছে আকাশে মিসাইল, ড্রোনের মতো আলো দেখা যাচ্ছে।

এছাড়া পাঞ্জাবের কাছের একটি জায়গা গুরুদাসপুর ও অমৃতসরেও ব্ল্যাকআউট চলছে সাইরেন বাজছে। জম্মু কাশ্মীরের কাছে আখনোরে যে আন্তর্জাতিক বর্ডার রয়েছে সেখানে প্রবল গোলাগুলির খবর মিলেছে।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

পাকিস্তানি ক্ষেপণাস্ত্র ধ্বংস করল ভারত

সূত্রমতে জানা যাচ্ছে, বৃহস্পতিবার পাকিস্তান থেকে আসা আটটি ক্ষেপণাস্ত্রকে ধ্বংস করেছে ভারত। মূলত জম্মু এয়ারপোর্ট, সাম্বা, আরএস পুরা, আরিনা এলাকায় নিশানা করছে পাকিস্তান। এছাড়া জম্মু বিশ্ববিদ্যালয়ের কাছেও দুটি পাকিস্তানী ড্রোন ধ্বংস করা হয়েছে বলেও খবর পাওয়া যাচ্ছে। এছাড়া রাজস্থানের জাইসলমিরেও ড্রোন হামলা চালানোর চেষ্টা হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে।

শুধুমাত্র ড্রোন বা মিসাইল হামলা নয়, একটি F-16 যুদ্ধবিমান পাকিস্তানের সারগোধা থেকে উড়েছিল যেটিকে ভারতীয় এয়ার ডিফেন্স সিস্টেম ধ্বংস করেছে।

শুধু ভারতেই নয়, পাকিস্তানের কুপওয়ারাতেও একই পরিস্থিতি যেটা পাঠানকোট থেকে ৩০০ কিমি দূরে অবস্থিত।

প্রসঙ্গত, ভারতের অপারেশন সিঁদুরের এক দিন পরেই পাকিস্তানের তরফ থেকে এই হামলা করা হচ্ছে। আজই ভারতীয় সেনার তরফ থেকে জানানো হয়েছিল, ভারতের ১৫টি শহরে হামলার যে ষড়যন্ত্র করা হয়েছিল সেটা বানচাল করার পর জবাব দেওয়ার জন্যই ড্রোন হামলা করা হয়েছিল। যার ফলস্বরূপ পাকিস্তানের এয়ার ডিফেন্স সিস্টেম অকেজো হয়ে গিয়েছে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
Join Group