বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভারত-পাকিস্তান যুদ্ধ আবহে সন্ত্রাসবাদের দেশকে খোলাখুলি সমর্থন করেছিল বেইমান তুরস্ক। 2023 সালে ভয়ানক ভূমিকম্পের পর যে মুসলিম দেশটিকে বাঁচাতে ঝাঁপিয়ে পড়েছিল দিল্লি, জঙ্গি দমনে পাকিস্তানের সাথে সংঘর্ষে একেবারে প্রকাশ্যে ভারতের বিরোধীতা করেছে সেই আঙ্কারা। আর এরপরই পাক শুভাকাঙ্ক্ষী তুরস্ককে বয়কটের ডাক দিয়েছেন দেশবাসী।
পর্যটন থেকে শুরু করে দ্বিপাক্ষিক বাণিজ্য, সবেতেই তুর্কি থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন ভারতীয়রা। যার জেরে বর্তমানে ব্যাপক ধাক্কা খেয়েছে সে দেশের অর্থনীতি। জানিয়ে রাখি, এই তুর্কি ভারতের বিরুদ্ধে পাকিস্তানকে নানান অস্ত্রশস্ত্র ও ড্রোন দিয়ে সাহায্য করেছিল। আর সেই সূত্রেই, প্রশ্ন উঠছে ভারত ও তুরস্কের সামরিক (India Vs Turkey Military) ক্ষমতা নিয়ে! অনেকেই জানতে চাইছেন, ভারত ও তুরস্কের মধ্যে সামরিক শক্তির দিক থেকে কে কতটা এগিয়ে? রইল বিস্তারিত।
প্রতিরক্ষা ও সামরিক ক্ষমতা
ম্যানপাওয়ার
প্রথমেই বলে রাখি, সামরিক ক্ষমতার দিক থেকে বিশ্বের শক্তিশালী দেশগুলির তালিকায় 4 নম্বরে থাকা ভারতের ম্যানপাওয়ার বর্তমানে 140 কোটিরও বেশি। অন্যদিকে সামরিক ক্ষমতার দিক থেকে বিশ্বের শক্তিশালী দেশগুলির তালিকায় 9 নম্বরে থাকা তুরস্কের বর্তমান ম্যানপাওয়ার বা জনসংখ্যা সাড়ে 8 কোটির কাছাকাছি।
আধাসামরিক বাহিনী
আধা সামরিক বাহিনীর নিরিখে বিশ্বের শক্তিশালী দেশ গুলির তালিকায় দ্বিতীয় নম্বরে রয়েছে ভারত। এদেশের বর্তমান আধা সামরিক বাহিনীতে সদস্য সংখ্যা 25 লাখ 27 হাজারেরও বেশি। একইভাবে আধা সামরিক বাহিনীর দিক থেকে বিশ্বের শক্তিশালী দেশগুলির তালিকায় 12 নম্বরে র্যাঙ্ক করা তুরস্কের বর্তমান আধা সামরিক বাহিনীর সদস্য সংখ্যা মাত্র দেড় লাখ। এক্ষেত্রেও এগিয়ে রয়েছে ভারত।
প্রতিরক্ষা বাজেট
বিশ্বের শক্তিশালী দেশগুলির তালিকায় উন্নয়নশীল ভারতের বর্তমান প্রতিরক্ষা বাজেট প্রায় সাড়ে সাত হাজার কোটি ডলার, যেখানে পুচকে তুরস্কের বর্তমান প্রতিরক্ষা বাজেট 4 হাজার 700 কোটি ডলার। হিসেব বলছে, প্রতিরক্ষা বাজেটের নিরিখে ভারতের কাছে নস্যি তুরস্ক।
আকাশ প্রতিরক্ষায়
আকাশ প্রতিরক্ষার ক্ষেত্রে ভারতের কাছে বর্তমানে মোট বিমান রয়েছে 2,229টি, যার মধ্যে যুদ্ধবিমানের সংখ্যা কমপক্ষে 513টি। অন্যদিকে পাকিস্তানের বন্ধু তুরস্কের কাছে মোট 1,083টি বিমান রয়েছে, যার মধ্যে শক্তিশালী যুদ্ধ বিমানের সংখ্যা মাত্র 201।
হেলিকপ্টার
হেলিকপ্টারের নিরিখে ভারতের থেকে অনেকটাই পিছিয়ে তুরস্ক। বর্তমানে ভারতের কাছে 899 হেলিকপ্টার রয়েছে, যেখানে তুরস্কের কাছে রয়েছে মাত্র 508টি। অন্যদিকে যুদ্ধের ব্যবহৃত অ্যাটাক হেলিকপ্টারের সংখ্যায় এগিয়ে তুরস্ক। সেদেশে 111টি অ্যাটাক হেলিকপ্টার রয়েছে, যেখানে ভারতের কাছে মাত্র 80টি।
ট্যাঙ্ক
ভূমি শক্তিতেও তুরস্কের থেকে অনেক এগিয়ে ভারত। দিল্লির কাছে বর্তমানে শক্তিশালী ট্যাঙ্ক রয়েছে মোট 4, 201টি, যেখানে তুরস্কের কাছে 2,238টি ট্যাঙ্ক আছে। বলে রাখি ট্যাঙ্কের শক্তিতে ভারত বিশ্বের 5 নম্বর দেশ।
সাঁজোয়া যান
ভারতের কাছে বর্তমানে 1 লাখ 48 হাজার 594টি সাঁজোয়া গাড়ি রয়েছে, অন্যদিকে পাকিস্তানের বন্ধু তুরস্কের কাছে রয়েছে মাত্র 61,173টি সাঁজোয়া যান।
কামান
অটোমেটিক কামানের নিরিখে ভারতের থেকে এগিয়ে তুরস্ক। সে দেশের কাছে বর্তমানে 1,038টি অটোমেটিক কামান রয়েছে, যেখানে ভারতের কাছে রয়েছে মাত্র 100টি। তবে টানা কামানের নিরিখে তুরস্কের থেকে অনেকটাই এগিয়ে ভারত। দিল্লির কাছে বর্তমানে 3,975টি টানা কামান রয়েছে, এই তুলনায় তুরস্কের কাছে রয়েছে মাত্র 1,707টি কামান।
নৌশক্তি
বর্তমানে ভারতের কাছে 293টি নৌবহর রয়েছে, যেখানে তুরস্কের কাছে রয়েছে মাত্র 182টি। অন্যদিকে বিমানবাহকের সংখ্যা তুরস্কে শূন্য, অন্যদিকে ভারতের কাছে রয়েছে মাত্র দুটি বিমান বাহক। একইভাবে সাবমেরিনের সংখ্যায় ভারতের থেকে পিছিয়ে তুরস্ক।
বর্তমানে ভারতের কাছে 18টি সাবমেরিন রয়েছে, যেখানে তুরস্কের কাছে রয়েছে 15টি। পাশাপাশি টহল জাহাজের সংখ্যায় ভারতের থেকে অনেকটাই পিছিয়ে তুরস্ক। আজকের দিনে দাঁড়িয়ে ভারতের কাছে বর্তমানে 135টি টহল জাহাজ রয়েছে, সেই তুলনায় তুরস্কের কাছে রয়েছে মাত্র 41টি।
অবশ্যই পড়ুন: বাদ শামি, ৮ বছর পর টিম ইন্ডিয়ায় ধোনির সতীর্থ! ইংল্যান্ডের বিরুদ্ধে দল ঘোষণা BCCI-র
পরমাণু সংখ্যা
বর্তমানে ভারতের কাছে 180টি পরমাণু অস্ত্র রয়েছে। যেখানে তুরস্কের কাছে কোনও পরমাণু অস্ত্র নেই। যা ইসলাম দেশটির দুর্বলতার বহিঃপ্রকাশ। যদিও বন্ধু পাকিস্তানের কাছে বর্তমানে 170টি মানবিক অস্ত্র রয়েছে।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |