ভারতে Apple-র প্রোডাক্ট উৎপাদন করবেন না! টিম কুককে নালিশ বাণিজ্য শুল্ক নিয়ে ক্ষুব্ধ ট্রাম্পের

Published:

Donald Trump
Follow

সৌভিক মুখার্জী, কলকাতা: মার্কিন প্রযুক্তি অ্যাপলকে নিয়ে বিরাট বার্তা দিলেন এবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। সাম্প্রতিক কাতারের দোহাতে এক সাংবাদিক সম্মেলনে ট্রাম্প জানিয়েছেন, তিনি ব্যক্তিগতভাবে অ্যাপল সিইও টিম কুককে পরামর্শ দিয়েছে, যেন তারা ভারতে আর প্রোডাকশন না করে!

ট্রাম্পের সোজাসাপ্টা মন্তব্য

ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আমি শুনছি অ্যাপল এবার ভারতে প্রোডাকশন শুরু করছে। আমি টিম কুককে স্পষ্ট জানিয়ে দিয়েছি, আমি চাইনা আপনি ভারতে প্রোডাকশন চালান। ভারত নিজের দিকটা নিজেই সামাল দিতে পারবে। আর এই বক্তব্যকে ঘিরে উত্তেজনা চরমে পৌঁছেছে। কারণ অ্যাপল ইতিমধ্যেই ভারতে একাধিক প্রোডাকশন ইউনিট চালু করে ফেলেছে। আর যেখানে তৈরি হচ্ছে iPhone, iPad, MacBook-এর মত সব ডিভাইস। আর ভারতের মতো বিরাট বাজারে অ্যাপলের প্রোডাকশন চালানোর উদ্যোগ স্বাভাবিকভাবেই তাদের ব্যবসাকে বড় করার উদ্দেশ্য।

ভারতের বাজার নিয়ে ট্রাম্পের ক্ষোভ

ডোনাল্ড ট্রাম্প দাবি করেছে, ভারতের বাজারে বিদেশি পণ্যের উপর চড়া হারে শুল্ক নেওয়া হয়। তিনি বলেছেন, ভারত এমন একটি দেশ, যেখানে বিশ্বের অন্যান্য দেশ থেকে আমদানি পণ্যের উপর মোটা অংকের শুল্ক ধার্য করা হয়। তাই ভারতের মতো দেশে উৎপাদন না করে পণ্য বিক্রি করা সবথেকে কঠিন। 

ট্রাম্প টিম কুককে বলেছেন যে, আপনি যদি ভারতের বাজারে নজর রাখতে চান, তাহলে সেখানেই উৎপাদন করতে হবে। কিন্তু আমাদের এতে সেরকম কোনও আগ্রহ নেই। তাই ভারতের বাজারে অ্যাপল সরবরাহ সম্পূর্ণ বন্ধ করতে হবে।

প্রভাব পড়বে অ্যাপল পণ্যের দামে?

বেশ কিছু বিশেষজ্ঞ মনে করছে, ট্রাম্পের এই বক্তব্য যদি সত্যি সত্যি বাস্তবায়িত হয়, তাহলে ভারতে অ্যাপল উৎপাদন বন্ধ হয়ে যেতে পারে। যার ফলে এই পণ্য আমদানি করতে হবে বিদেশ থেকে, যার প্রভাব পড়বে পণ্যগুলির দামে।

আরও পড়ুনঃ হিন্দুস্তান কপার লিমিটেডে প্রচুর স্টাফ নিয়োগ, মাধ্যমিক পাসে আবেদনের সুযোগ

বাণিজ্যিক চুক্তির প্রসঙ্গ নিয়ে বিতর্ক

ট্রাম্প তার বক্তব্যে আরও দাবি করেছেন, ভারত একসময় মার্কিন যুক্তরাষ্ট্রকে নিঃশুল্ক বাণিজ্য চুক্তির প্রস্তাব দিয়েছিল। তিনি বলেছেন, আমরা এত বছর ধরে চিনে উৎপাদনের বিষয়টা মেনে নিয়েছি। কিন্তু এখন ভারতে কারখানা তৈরি হচ্ছে। এটা আমরা কোনভাবেই মানতে পারব না। তবে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে এই মন্তব্যকে ঘিরে এখনো সেরকম কোনো প্রতিক্রিয়া দেওয়া হয়নি। 

প্রসঙ্গত জানিয়ে রাখি, অ্যাপলের প্রায় 80% আইপ্যাড এবং অর্ধেকের বেশি কম্পিউটার চিনেই তৈরি করা হয়। তবে ভারতের বাজারে বিপুল সম্ভাবনার কথা মাথায় রেখে অ্যাপল ভারতে উৎপাদন বাড়াতে চেয়েছিল। কয়েক মাস আগে টিম কুক জানিয়েছিলেন, এবার প্রচুর আইফোন ভারতেই তৈরি করা হবে, যা মার্কিন বাজারে সরবরাহ করা হবে। আর সেই রাস্তায় কার্যত বাধা হয়ে দাঁড়িয়েছে ডোনাল্ড ট্রাম্প।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join