শ্বেতা মিত্র, কলকাতাঃ আন্তর্জাতিক জল সীমানায় ফের বড় সাফল্য পেল ভারতীয় উপকূলরক্ষী বাহিনী (Indian Coast Guard)। এবার হাতেনাতে ৭৮ জন বাংলাদেশীকে ধরল ইন্ডিয়ান কোস্ট গার্ড। হ্যাঁ ঠিকই শুনেছেন। এমনিতে ভারতীয় উপকূলরক্ষী বাহিনী সামুদ্রিক নিরাপত্তার জন্য পুরোপুরি প্রস্তুত। প্রতিটি আনাচে-কানাচে মোতায়েন রয়েছে উপকূলরক্ষী বাহিনী। তবে এরই মধ্যে বড় ধরনের অভিযান চালিয়েছে উপকূলরক্ষী বাহিনী। অবৈধভাবে ভারতীয় জলসীমায় ঢুকে পড়া দুটি বাংলাদেশি মাছ ধরার নৌকাকে ধরে ফেলল করেছে নিরাপত্তা বাহিনী।
বড় সাফল্য পেল Indian Coast Guard
আন্তর্জাতিক সামুদ্রিক সীমানা রেখার (আইএমবিএল) কাছে ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর জাহাজটি নিয়মিত টহল দিচ্ছিল। এদিকে, টহলদারি চলাকালীন ভারতীয় উপকূলরক্ষী বাহিনী ভারত মহাসাগর এলাকায় সন্দেহজনক গতিবিধির খবর পায়। তদন্তে উঠে আসে, বাংলাদেশি মাছ ধরার নৌকা ‘এফভি লায়লা-২’ ও ‘এফভি মেঘনা-৫’ বিনা অনুমতিতে ভারতীয় ভূখণ্ডে মাছ ধরছিল।
দুটি নৌকাই বাংলাদেশের ছিল!
ভারতীয় কোস্টগার্ড তাৎক্ষণিকভাবে নৌকা দুটি আটক করে এবং দেখতে পায় যে নৌকাগুলি বাংলাদেশে নিবন্ধিত এবং এতে ৪১ ও ৩৭ জন বাংলাদেশি নাগরিক ছিল। পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য সকল মৎস্যজীবীকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর কাছে এটি একটি বড় সাফল্য। কোস্টগার্ড এই অভিযানকে একটি উল্লেখযোগ্য সাফল্য হিসাবে বর্ণনা করেছে। কর্মকর্তারা বলেছেন যে এই পদক্ষেপটি কেবল ভারতীয় সামুদ্রিক সম্পদ রক্ষার জন্যই নয়, অবৈধ ক্রিয়াকলাপের উপর নিবিড় নজর রাখতেও। কর্মকর্তারা স্পষ্টভাবে বলেছিলেন যে অবৈধ কার্যকলাপ রোধ ও রোধে এই জাতীয় পদক্ষেপ অব্যাহত থাকবে।
In a significant operation aimed at safeguarding maritime security, the Indian Coast Guard (ICG) apprehended two Bangladeshi fishing trawlers along with 78 fishermen engaged in fishing within Indian waters. The Indian Coast Guard Ship, whilst on patrol along IMBL identified… pic.twitter.com/pF6j53xR6B
— ANI (@ANI) December 10, 2024