ভারত থেকে ব্রহ্মোস মিসাইল কেনা নিয়ে বড় বয়ান ইন্দোনেশিয়ার, কী বলল চিনের শত্রু?

Published on:

Indonesia makes big statement on buying Brahmos missiles from India

বিক্রম ব্যানার্জী, কলকাতা: বিশ্বের সর্বাধিক মুসলিম জনসংখ্যার দেশ ইন্দোনেশিয়ার (Indonesia) তরফে ভারতের কাছ থেকে উচ্চশক্তি সম্পন্ন ব্রহ্মোস মাইসাইল কেনার বিষয়ে জল্পনার জল অনেকটাই গড়িয়েছিল। তবে অবশেষে মার্চে পৌঁছে, প্রথমবারের জন্য, ব্রহ্মোস আমদানি নিয়ে বিবৃতি দিয়েছে ইন্দোনেশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। দেশটির প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, ভারতের ব্রহ্মোস অ্যারোস্পেস থেকে উচ্চ ক্ষমতা সম্পন্ন ক্ষেপণাস্ত্র কেনার বিষয়ে এখনও পর্যন্ত কোনও রকম সিদ্ধান্ত নেয়নি তারা।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

তাহলে কী ভারতের কাছ থেকে ব্রহ্মোস মিসাইল নিচ্ছে না ইন্দোনেশিয়া?

বেশ কিছু সূত্র বহু আগেই দাবি করেছিল, ভারতের সাথে ব্রহ্মোস ক্ষেপণাস্ত্র কেন নিয়ে ইন্দোনেশিয়ার চুক্তি কার্যত পাকা হয়ে গিয়েছে। তবে সম্প্রতি দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় যা জানিয়েছে তা শুনলে ঘুম উড়বে অনেকেরই। ইন্দোনেশিয়ার প্রতিরক্ষামন্ত্রী তাঁর ভিয়েতনামী প্রতিপক্ষের সাথে সাক্ষাত করেন। এরপর মুখপাত্র ফ্রেগা ওয়েনাস জানান, ইন্দোনেশিয়া ব্রাহ্মোস ছাড়াও আরও বেশ কিছু উচ্চ শক্তি সম্পন্ন মিসাইল কেনার কথা ভাবছে।

তবে সংস্থাগুলির নাম প্রকাশ করতে অনিচ্ছুক তিনি। বেশ কয়েকটি রিপোর্ট দাবি করছে, ভারতের কাছ থেকে ব্রহ্মোস মিসাইল কেনার জল্পনা একেবারেই মিথ্যা না হলেও এই মুহূর্তে দাঁড়িয়ে ক্ষেপণাস্ত্র আমদানি নিয়ে কোনও রকম আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি ইন্দোনেশিয়া।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

আদৌ ব্রহ্মোস কিনবে ইন্দোনেশিয়া?

2023 সালে ভারত ও রাশিয়ার যৌথ মালিকানাধীন সংস্থা ব্রহ্মোস জানিয়েছিল, উচ্চ ক্ষমতা সম্পন্ন প্রতিরক্ষা মিসাইল ব্রহ্মোস কেনার বিষয়ে প্রায় 350 মিলিয়ন ডলারের একটি চুক্তি করতে চলেছে ইন্দোনেশিয়া। তবে সে বিষয়ে এখনও পর্যন্ত কিছুই খোলসা করে জানায়নি দেশটির সরকার। কিন্তু বর্তমান পরিস্থিতি যা, তাতে এখনই ভারতের সাথে ব্রহ্মোস নিয়ে ইন্দোনেশিয়া কোনও চুক্তি করবে কিনা তা যথেষ্ট সংশয়ের।

অবশ্যই পড়ুন: নৌকা ডুবে ভয়াবহ দুর্ঘটনা, নিহত একাধিক ফুটবলার!

ব্রহ্মোসের জোরে কাঁপছে চিন!

ভারতের উচ্চ ক্ষমতা সম্পন্ন সুপারসনিক ক্ষেপণাস্ত্র ব্রহ্মোস নিয়ে বহু আগেই ভারতের সাথে চুক্তি সম্পন্ন করেছে ফিলিপাইনস। সেইমতো ব্রহ্মোস অ্যারোস্পেস ইতিমধ্যেই দেশটিতে ক্ষেপণাস্ত্র পৌঁছে দিয়েছে। তবে ফিলিপাইনস ঠিক কোন অঞ্চলে ক্ষেপণাস্ত্রটি মোতায়েন করেছে সেই তথ্য এখনও পর্যন্ত অধরা। যদিও বেশ কিছু সংবাদ মাধ্যম দাবি করছে, ভারতের কাছ থেকে পাওয়া 290 কিলোমিটার পাল্লার ব্রহ্মোস ক্ষেপণাস্ত্রটি সম্ভবত দক্ষিণ চিন সাগরের কোনও নির্জন দ্বীপে মোতায়েন করেছে ফিলিপাইনস।

মূলত সহজে চিনা যুদ্ধ জাহাজগুলিকে লক্ষ্যবস্তু বানিয়ে আঘাত হানতেই এমন ভৌগলিক অঞ্চল বেছে নিয়েছে ফিলিপাইন, এমনটাই মনে করছেন বিশেষজ্ঞদের একটা বড় অংশ। সব মিলিয়ে, ফিলিপাইনসের ব্রহ্মোস আমদানির পর চিন যে খানিকটা নড়েচড়ে বসেছে একথা বলার অপেক্ষায় রাখে না। সেই একই সূত্র ধরে, ইন্দোনেশিয়াও যদি শীঘ্রই ভারতের কাছ থেকে এই উচ্চ শক্তি সম্পন্ন মিসাইল কিনে নেয় সেক্ষেত্রে চিনা সেনাদের স্নায়ুর চাপ আরও খানকিটা বাড়বে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group