সৌদি জলসীমায় কাটা পড়েছে কেবল, ইন্টারনেট নিয়ে বিরাট সমস্যায় পড়তে পারে পাকিস্তান!

Published on:

বিক্রম ব্যানার্জী, কলকাতা: সমুদ্রের তলদেশ থেকে যাওয়া ইন্টারনেট নেটওয়ার্ক বিশ্বের একাধিক দেশে ছড়িয়ে। তবে অনেক সময় সমুদ্রের নিচ থেকে সাবমেরিন চলাচলের কারণে নেটওয়ার্ক কেবল কেটে যায়, যার কারণে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। জানা যাচ্ছে, সৌদি আরবের বন্দর জেদ্দার কাছে সম্প্রতি একটি সাবমেরিন কেবল কেটে ফেলার কারণে দক্ষিণ এশিয়া, মধ্যপ্রাচ্য, পশ্চিম এশিয়ার বেশ কিছু দেশ, ভারত, এবং পশ্চিম ইউরোপের নেটওয়ার্ক ব্র্যান্ডউইথ ক্ষমতা প্রভাবিত হয়েছে। তবে বিশেষজ্ঞরা মনে করছেন এই ঘটনার প্রভাব সবচেয়ে বেশি পড়তে পারে পাকিস্তানে (Internet Issue In Pakistan)।

ইন্টারনেট নিয়ে বিপদে পাকিস্তান!

পাকিস্তান টেলিকমিউনিকেশন লিমিটেড জানিয়েছে, সৌদি আরবের জলসীমায় কিছু ইন্টারনেট কেবল কেটে ফেলা হয়েছে, যার ফলে ইন্টারনেটের গতি আরও কমে যেতে পারে। এর প্রভাব গোটা পাকিস্তানে পড়বে বলেই মনে করছে পিটিসিএল। এ প্রসঙ্গে পাকিস্তানের প্রথম সারির সংবাদমাধ্যম ডন জানিয়েছে, সৌদি আরবের জলসীমায় ইন্টারনেট সংযোগকারী কেবল কেটে ফেলার কারণে ইন্টারনেট স্পিড অনেকটাই কমে গেছে। তবে পিক আওয়ারে পাকিস্তানের অধিক সংখ্যক মানুষ যদি ইন্টারনেট ব্যবহার করেন তবে দেশ জুড়ে বিরাট সমস্যা দেখা দিতে পারে।

ডনের রিপোর্ট অনুযায়ী, ইন্টারনেট সংক্রান্ত সমস্যা সমাধানের জন্য ইতিমধ্যেই কাজ শুরু করে দিয়েছে পাকিস্তান টেলিকমিউনিকেশন লিমিটেড। সংস্থাটি তাদের বিদেশি অংশীদারীদের সাথে হাত মিলিয়ে কাজ করছে। যদিও ইতিমধ্যেই ভালই প্রভাব পড়েছে পাকিস্তানের ইন্টারনেট সংযোগে। বিশেষজ্ঞ মহলের দাবি, পাকিস্তানের নেটওয়ার্ক ব্যবস্থা দুর্বল হওয়ার কারণে সৌদির জনসীমায় কেবল কেটে যাওয়ায় অনেকটাই দুর্বল হয়েছে দেশটির নেটওয়ার্ক সংযোগ। আশঙ্কা করা হচ্ছে, একসাথে কয়েক লক্ষ মানুষ যদি এই ইন্টারনেট ব্যবহার করেন সেক্ষেত্রে পিক আওয়ারে বড়সড় সমস্যার মুখে পড়তে পারে পশ্চিমের দেশ।

পাকিস্তানি সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, পাকিস্তান টেলিকমিউনিকেশন সমস্যা সমাধানের জন্য বিকল্প পথ খোঁজার চেষ্টা করছে। জানা যাচ্ছে, দেশে ইন্টারনেট পরিষেবা সচল রাখতে বিকল্প ব্র্যান্ডউইথের ব্যবস্থা করেছে পাক টেলিকমিউনিকেশন লিমিটেড। দেশটির প্রযুক্তিবিদরা মনে করছেন, যত দ্রুত সম্ভব ইন্টারনেট সংক্রান্ত সমস্যার সমাধান করা না হলে আগামী দিনে ইন্টারনেটের কারণে পাকিস্তান জুড়ে বন্ধ থাকতে পারে বিভিন্ন টেক কোম্পানি। বন্ধু হয়ে যাবে ইন্টারনেট সংক্রান্ত যাবতীয় কাজকর্ম।

অবশ্যই পড়ুন: কাঠের মালা নিয়ে বিতর্কিত মন্তব্য, মহুয়ার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের মতুয়াদের!

উল্লেখ্য, ইন্টারনেট সংক্রান্ত সমস্যা পাকিস্তানে আজকের নয়। বহু আগে থেকেই পাকিস্তানিরা ইন্টারনেট নিয়ে অন্ধকারে রয়েছেন! গত 5 সেপ্টেম্বর, পাকিস্তানের বালুচিস্তানের বেশ কিছু জায়গায় ইন্টারনেট পরিষেবা পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়। জানলে অবাক হবেন, ইসলামের দেশ পাকিস্তানে এখনও 5G ইন্টারনেটই চালু হয়নি।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥