বিক্রম ব্যানার্জী, কলকাতা: পাকিস্তানের শেষের শুরু হয়ে গেল। উপকারী বন্ধু ভারতের সাথে সংঘর্ষে জড়িয়েই নানা মহল থেকে ধাক্কা খেয়েছে পাকিস্তান (Pakistan)! দিল্লির তরফে একাধিক ক্ষেত্রে সম্পর্ক ছিন্ন করার পর সন্ত্রাসবাদের আশ্রয়দাতার অন্যতম জাত শত্রু আফগানিস্তানও আওয়াজ তুলতে শুরু করেছে।
বেশ কয়েকটি সূত্র অনুযায়ী, ভারতের পর আফগানিস্তানও নাকি কুনার নদীর ওপর বাঁধ তৈরি করে পাকিস্তানে যাওয়া জল আটকাতে চাইছে। এহেন আবহে, ভারত, আফগানিস্তানের দেখানো পথে হাঁটল আরও এক পাক প্রতিবেশী। সূত্রের যা খবর, ইতিমধ্যেই সন্ত্রাসবাদের প্রশ্রয়দাতা ইসলামাবাদের বিরুদ্ধে বড়সড় পদক্ষেপ নিয়ে ফেলল তেহরান। বেশ কয়েকটি রিপোর্ট অনুযায়ী, পাকিস্তানকে শায়েস্তা করতে বিরাট কর্মযজ্ঞ শুরু হয়ে গিয়েছে ইরানে।
সন্ত্রাসবাদ রুখতে ইরানের বড় পদক্ষেপ
বেশ কয়েকটি সংবাদ সংস্থা তাদের রিপোর্টে দাবি করেছে, সন্ত্রাসবাদের জন্মস্থান পাকিস্তানের সাম্প্রতিক কার্যকলাপে একেবারে অতিষ্ঠ হয়ে গিয়েছে ইরান। ইসলামের এই দেশটি দীর্ঘদিন ধরে পাকিস্তানের বিরুদ্ধে সীমান্তে সন্ত্রাসবাদি কার্যকলাপ চালানোর অভিযোগ করে আসছে। যার প্রভাব সরাসরি গিয়ে পড়েছে সিস্তান-বালুচিস্তান প্রদেশে। আসলে তেহরান বিশ্বাস করে, পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্ত দিয়েই ইরানে নানান চোরাচালান, মাদক পাচার থেকে শুরু করে অন্যান্য সন্ত্রাসী কার্যকলাপ হয়ে থাকে।
সূত্র যা বলছে, ইরান সরকারও এ কথা নিশ্চিত করেছে যে, সে দেশে মাদক পাচার থেকে শুরু করে চোরা চালান ও অন্যান্য বেআইনি কাজকর্ম হয়ে থাকে পাকিস্তান ও আফগানিস্তান সীমান্ত দিয়েই। আর সেই কারণেই এবার পাকিস্তান সীমান্তে উঁচু প্রাচীর তৈরির পদক্ষেপ নিল ইরান। জানা যাচ্ছে, মূলত সীমান্ত দিয়ে হওয়া মাদক, অন্যান্য বেআইনি দ্রব্যের পাচার ও সন্ত্রাসবাদী কার্যকলাপ রুখতে পাক মুলকের বিরুদ্ধে এই বিরাট পদক্ষেপ নিয়েছে দেশটি।
প্রাচীর নির্মাণের কাজ চলছে জোড় কদমে
বেশ কয়েকটি জনপ্রিয় সংবাদ মাধ্যম তাদের প্রতিবেদনে দাবি করেছে, পাক সীমান্ত দিয়ে হওয়া নানান চোরা পাচার ও সন্ত্রাসী কার্যকলাপ আটকাতে সিস্তান ও বালুচিস্তান প্রদেশের দক্ষিণ অংশ এবং রাজাভি খোরাসানে প্রাচীর নির্মাণ তৈরির কাজ ইতিমধ্যেই শুরু করে দিয়েছে ইরান সরকার। যা জানা যাচ্ছে, পাকিস্তানের সাথে মুখ দেখা দেখি চিরতরে বন্ধ করতে ওই প্রাচীর চার মিটার উঁচু এবং প্রায় 300 কিলোমিটার দীর্ঘ হতে চলেছে।
অবশ্যই পড়ুন: বাদ শামি, ৮ বছর পর টিম ইন্ডিয়ায় ধোনির সতীর্থ! ইংল্যান্ডের বিরুদ্ধে দল ঘোষণা BCCI-র
প্রসঙ্গত, গত বছর অর্থাৎ 2024 সালের জানুয়ারিতে, পাকিস্তানের সীমান্ত পেরিয়ে সন্ত্রাসী গোষ্ঠী জৈশ-আল-আদলের ঘাঁটি লক্ষ্য করে একটি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছিল ইরান। সেবার পাক সরকারের তরফে ইরানের ওই হামলাকে অবৈধ ও অনাজ্য বলে দাবি করা হয়েছিল। একই সাথে ইরানকে এর মূল্য চোকাতে হবে বলেও সতর্ক করেছিল পাকিস্তান। যদিও ইরানের তরফে জানানো হয় পাকিস্তানের কোনও নাগরিককে তারা আঘাত করেনি, তাদের একমাত্র লক্ষ্য ছিল জৈশ-আল-আদলের সদস্যরা।