পাকিস্তানে অজ্ঞাত পরিচয় দুষ্কৃতিদের গুলিতে ঝাঁঝরা ISIS K-র কুখ্যাত কমান্ডার

Published:

ISIS K Commander Death by unknown Gunman in KarachI
Follow

বিক্রম ব্যানার্জী, কলকাতা: পাকিস্তানের করাচি শহরে ঝরল রক্ত! অজানা আততায়ীর গুলিতে নিহত ISIS K এর এক সিনিয়র কমান্ডার (ISIS K Commander Death)। জানা যাচ্ছে, নিহত ওই সন্ত্রাসীকে হাসান বলে চিহ্নিত করা হয়েছে। দ্য সানডে গার্ডিয়ানের রিপোর্ট বলছে, হাসান ISIS K এর একজন বিশিষ্ট কৌশলবিদ ছিলেন। কিন্তু ঠিক কী কারণে, তাঁকে হত্যা করা হল তা জানা যায়নি।

আফগানিস্তানে বিস্ফোরক হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছিল হাসান!

ওই প্রতিবেদন অনুযায়ী, অজানা ব্যক্তিদের গুলিতে নিহত সন্ত্রাসী পেশোয়ারের বাসিন্দা ছিলেন। জানা যায়, পাকিস্থানে ISIS K এর অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছিলেন তিনি। সূত্রের খবর, আগামী কয়েকদিনের মধ্যেই আফগানিস্তানে বিস্ফোরক হামলা চালানোরও প্রস্তুতি নিচ্ছিলেন হাসান। অনেকেই আশঙ্কা করছেন, হয়তো সেই খবর জানতে পেতেই আগেভাগে তাঁকে হত্যা করা হল।

অনেকেই হয়তো জানেন না, ISIS K নামক জঙ্গি সংগঠনটি বালুচিস্তান এবং পাকিস্তানের করাচিতে দীর্ঘদিন ধরে গোপনে বিভিন্ন সন্ত্রাসী কার্যকলাপ চালাচ্ছে। এই সন্ত্রাসী সংগঠন পাকিস্তানে দায়েশও নামেও পরিচিত। বলা বাহুল্য, হাসানের সন্ত্রাসী সংগঠনটি করাচিতে বেশ কিছু অস্থায়ী আস্তানা এবং গোয়েন্দা প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তুলেছে। বেশ কয়েকটি সূত্র বলছে, এই সংগঠনটির প্রাথমিক লক্ষ্য, আফগানিস্তানের মাটিতে ভয়াবহ সন্ত্রাসী হামলা চালানো। শুধু তাই নয়, সূত্রের দাবি, এই সংগঠনটির যাবতীয় খরচের একটা বড় অংশ দেয় পাক সরকার! এবার সেই সংগঠনেরই বড় মাথাকে গুলি করে শেষ করল অজানা দুষ্কৃতীরা।

অবশ্যই পড়ুন: Coldrif কাশির সিরাপ খেয়ে মৃত্যু একাধিক শিশুর! ব্যান অনেক রাজ্যে, আপনার বাড়িতে নেই তো?

উল্লেখ্য, হাসান বিগত কয়েক বছর ধরেই ISIS K জঙ্গি সংগঠনটিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছিলেন। তাঁর নির্দেশে আফগানিস্তানে বড়সড় সন্ত্রাসী হামলা চালানোর ছক করছিল ওই সংগঠন। বিশেষজ্ঞ মহলের দাবি, আফগানিস্তানের সন্ত্রাসী হামলার চালানোর আগেই মূল মাথা হাসানের খুলি ওড়ানোয়, এবার বড়সড় ধাক্কা খেতে চলেছে পাকিস্তানের আশ্রিত জঙ্গি সংগঠনটি।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join