বিক্রম ব্যানার্জী, কলকাতা: পাকিস্তানে যাওয়া তেলবাহী ট্যাংকারে হামলা চালিয়েছে ইজরায়েল। এমনটাই দাবি করলেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি। তাঁর কথায়, পাকিস্তানের উদ্দেশ্যে আসা ট্যাংকারে ব্যাপক ড্রোন হামলা চালিয়েছে ইজরায়েল সেনা (Israel Attacked On Pakistan Oil Tanker)। সেই সময় ওই ট্যাংকারে 24 জন পাকিস্তানি ক্রু সদস্য ছিলেন। যাদের হামলার পর জিম্মি করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা।
হুথি বিদ্রোহীদের কাছে আটকে ছিলেন পাকিস্তানিরা!
পাকিস্তানের সংবাদমাধ্যম ডন জানাচ্ছে, পশ্চিমের দেশের স্বরাষ্ট্রমন্ত্রী নকভি দাবি করেছেন, গত 17 সেপ্টেম্বর, পাকিস্তানের উদ্দেশ্যে আসা একটি তৈলবাহী ট্যাংকারে জোরালো ড্রোন হামলা চালিয়েছিল ইজরায়েল। এরপরই, 27 সদস্যের ওই ট্যাংকারটিতে আগুন লেগে যায়। জানা গিয়েছে, ড্রোন হামলায় গ্যাস ট্যাংক থেকেই অগ্নিসংযোগের ঘটনাটি ঘটে। যদিও পাক মন্ত্রীর দাবি, শত চেষ্টার পর পাকিস্তানি ক্রু সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছিলেন। তবে পরবর্তীতে, হুথি বিদ্রোহীরা তাদের জিম্মি করে নেয়।
নকভির দাবি, ইয়েমেনের হুথি বিদ্রোহীরা পাকিস্তানি ক্রুদের জাহাজে বন্দী করে রেখেছিলেন। যদিও এদিন, ইজরায়েলের হামলার ঘটনায় নিন্দা প্রকাশ করে সৌদি আরব এবং ওমানের পাকিস্তানি কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন শেহবাজ শরীফের মন্ত্রী। নকভির বক্তব্য, আমি সৌদি আরব এবং ওমানের পাকিস্তানি কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা জানাই। তাদের চেষ্টাতেই আমাদের নাগরিকরা নিরাপদে মুক্তি পেয়েছেন। তারা ইয়েমেনের জলসীমা থেকে বেরিয়ে এসেছেন।
অবশ্যই পড়ুন: ট্রেনে করে সোজা ভুটান! ৬৯ কিমির কোকরাঝাড়-গেলেফু রেল প্রকল্প নিয়ে বড় আপডেট
এর আগে, পাকিস্তানের উদ্দেশ্যে আসা তৈলবাহী ট্যাংকারে ইজরায়েলি ড্রোন হামলার সত্যতা নিশ্চিত করে পাক পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়ে ছিল, ক্রু সদস্যদের অবস্থান জানতে এবং তাদের দক্ষতা নিশ্চিত করতে সংশ্লিষ্ট পাকিস্তানি দূতাবাসগুলিকে ইয়েমেনের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করতে বলা হয়েছে। যদিও ওই বিবৃতিতে, ইজরায়েলের নাম নেয়নি পাক মন্ত্রণালয়। একইভাবে, বেঞ্জামিন নেতানিয়াহুর দেশও হামলার ঘটনায় দায় স্বীকার করেনি।