বিক্রম ব্যানার্জী, কলকাতা: রবিবার, প্যালেস্টাইনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিয়েছে ব্রিটেন, কানাডা এবং অস্ট্রেলিয়া। একই পথে হেঁটেছে পর্তুগালও। মূলত শান্তি এবং দ্বি রাষ্ট্রীয় সমাধানের লক্ষ্যে একের পর এক দেশ যুদ্ধবিধ্বস্ত প্যালেস্টাইনকে রাষ্ট্রের স্বীকৃতি দিচ্ছে। আর ঠিক সেই আবহে এবার এমন ঘটনার তীব্র নিন্দা জানালেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তাঁর কথায়, প্যালেস্টাইন কখনই স্বাধীন রাষ্ট্র হয়ে উঠতে পারবে না। যারা দেশটিকে সমর্থন করছেন তারা সন্ত্রাসবাদকে পুরস্কার দিচ্ছেন (Israel PM Warning)।
বড় হুঁশিয়ারি ইজরায়েলের প্রধানমন্ত্রীর
রয়টার্সের রিপোর্ট অনুযায়ী, জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের আগেই প্যালেস্টাইনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে সমর্থন জানানো রাষ্ট্রগুলির নেতাদের উদ্দেশ্যে ইজরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু একেবারে স্পষ্ট ভাষায় জানান, প্যালেস্টাইন কোনও দিনও স্বাধীন রাষ্ট্র হতে পারবে না। সন্ত্রাসকে আমরা মাটির সাথে মিশিয়ে দেব। প্যালেস্টাইনকে যারা স্বীকৃতি দিচ্ছেন, তাঁদের উদ্দেশ্যে আমার একটাই বক্তব্য, এর মধ্যে দিয়ে আপনারা সন্ত্রাসবাদকে বিশাল পুরস্কার দিচ্ছেন।
ইজরায়েলের প্রধানমন্ত্রী আরও বলেন, যেটা করার চেষ্টা করছেন সেটা হবে না। জর্ডান নদীর পশ্চিমে কোনও প্যালেস্টাইন রাষ্ট্র থাকবে না। বছরের পর বছর ধরে আমি দেশি এবং বিদেশী উভয় পক্ষের চাপ সত্ত্বেও সন্ত্রাসী রাষ্ট্রটিকে মাথা তুলে দাঁড়াতে দিইনি। নেতানিয়াহুর কথায়, কয়েক বছর ধরে ইজরায়েল কঠোর পরিশ্রমের সাথে ও রাজনৈতিক দক্ষতা দিয়ে প্যালেস্টাইনে সন্ত্রাসের দাপাদাপি বন্ধ করার চেষ্টা করছে। প্রধানমন্ত্রীর পাশাপাশি প্যালেস্টাইনের পাশে দাঁড়ানো রাষ্ট্রগুলির পদক্ষেপের বিরোধিতা করে গোটা ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে ইজরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ও।
⚡️🇮🇱BREAKING: Israeli PM Netanyahu:
“A Palestinian state will not be established. The response to the recent attempt to impose a terror state in the heart of our land will be given after my return from the US”
“I have a clear message to those leaders who recognize a Palestinian… pic.twitter.com/NFnih2pEwq
— Suppressed News. (@SuppressedNws1) September 21, 2025
অবশ্যই পড়ুন: মাঝ আকাশে বারাণসীগামী এয়ার ইন্ডিয়ার বিমান হাইজ্যাকের চেষ্টা! গ্রেফতার এক যাত্রী সহ ৮
উল্লেখ্য, গাজায় ইজরায়েলে বাহিনীর স্থল অভিযান অব্যাহত থাকা সত্ত্বেও ব্রিটেন, কানাডা, অস্ট্রেলিয়া, পর্তুগালের মতো দেশ মিলিয়ে এখনও পর্যন্ত প্রায় 140 বা তার বেশি রাষ্ট্রের সমর্থন পেয়েছে প্যালেস্টাইন। রিপোর্ট বলছে, ফ্রান্স এবং সৌদি আরব আজ প্যালেস্টাইনের দ্বি রাষ্ট্রীয় সমাধানের পক্ষে সমর্থন সংগ্রহের জন্য এক বহুজাতিক সম্মেলনের আয়োজন করছে। সেখানে উপস্থিত থাকবেন বিভিন্ন রাষ্ট্রের নেতারা। মনে করা হচ্ছে আজও ইজরায়েলের গলাবাজি উড়িয়ে আরও 6টি দেশ প্যালেস্টাইনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেবে।