বিক্রম ব্যানার্জী, কলকাতা: ফিলিস্তিনের অবরুদ্ধ গাজামুখী ফ্লোটিলার 13টি নৌকা আটক করেছে ইজরায়েল সেনা। জানা যাচ্ছে, এই ঘটনায় অন্তত 37টি দেশের 200 জনেরও বেশি মানুষকে গ্রেফতার করা হয়েছে (Israel Stops Relief Boats)। বৃহস্পতিবার এই তথ্য নিশ্চিত করেছে আল জাজিরা।
সংবাদমাধ্যমটির রিপোর্ট অনুযায়ী, যুদ্ধবিধ্বস্ত গাজায় ত্রাণ সামগ্রি পৌঁছে দিতে যাচ্ছিল ওই নৌকাগুলি। ঠিক সেই সময়ে জলযানগুলির গতিবিধি লক্ষ করতেই সেগুলির উপর হামলা চালায় ইজরায়েল বাহিনী। এরপরই আটক করা হয় 37 দেশের নাগরিকদের। একটি ভিডিও বার্তায় এই খবর জানিয়েছেন ইজরায়েলি সংগঠনের মুখপাত্র সাইফ আবু কেশেক।
ধৃতদের মধ্যে পাকিস্তানের প্রাক্তন সাংসদও ছিলেন!
সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করে সাইফ আবু জানিয়েছেন, আমাদের বিশেষ অভিযানে আটক হওয়া যাত্রীদের মধ্যে স্পেনের নাগরিক ছিলেন অন্তত 30 জন। এছাড় আটককৃতদের মধ্যে 22 জন ইতালি, 21 জন তুরস্ক এবং 12 জন মালয়েশিয়ার বাসিন্দা ছিলেন। এদিকে রায়টার্সের রিপোর্ট বলছে, গাজায় ওষুধ এবং খাবার সরবরাহ করার জন্য রওনা দেওয়া ওই 13টি নৌকায় মোট 500 জন বর্তমান এবং প্রাক্তন সাংসদ, আইনজীবী, নানান বিভাগের সরকারি কর্মী সহ 40 জনেরও বেশি বেসামরিক নাগরিক ছিলেন।
অবশ্যই পড়ুন: জ্বলছে গাড়ি, আহত শতাধিক পুলিশ কর্মী! নেপালের পর মরক্কোতে GenZ বিক্ষোভ
রিপোর্ট অনুযায়ী, ইজরায়েল সেনার হামলায় আটক হওয়া 13টি নৌকার মধ্যে পাকিস্তানের একজন প্রাক্তন সাংসদও উপস্থিত ছিলেন। এ প্রসঙ্গে ইজরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের এক্স হ্যান্ডেলে জানিয়েছে, হামাস সুমুদ ফ্লোটিলার একাধিক নৌকা নিরাপদে আটক করা গিয়েছে এবং তাদের যাত্রীদের ইজরায়েল বন্দরে নিয়ে আসা হচ্ছে। এদিকে আবু কেশেক আবার জানিয়েছেন, গ্রেফতারির পরও তাদের মিশন থেমে নেই। এখনও প্রায় 30টি নৌকা ভূমধ্যসাগর পেরিয়ে গাজার উপকূলে পৌঁছানোর চেষ্টা করছে। তাদের আটকাতে আমরা বদ্ধপরিকর।
View this post on Instagram