ভুয়ো নথি সহ অনিয়ম! বাংলাদেশিদের ভিসা দিতে চাইছে না বহু দেশ

Published:

Bangladesh
Follow

সৌভিক মুখার্জী, কলকাতা: গোঁদের উপর বিষফোঁড়া! হাসিনা সরকারের পতনের পর ওপার বাংলা (Bangladesh) এমনিতেই ধুঁকছে! তার উপর একের পর এক দেশ তাদের দরজা বন্ধ করছে! থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, ভারত, সৌদি আরব সহ বেশ কিছু দেশ ইতিমধ্যেই বাংলাদেশী পর্যটকদের জন্য ভিসা বন্ধ করে দিয়েছে। কিন্তু প্রশ্ন উঠছে, হঠাৎ এমন কি হল, যে একসঙ্গে এতগুলো দেশ ভিসা বন্ধ করে দিল?

কী কারণে বন্ধ হয়েছে ভিসা?

বেশ কয়েকটি সূত্র জানাচ্ছে, ভিসা বন্ধ হওয়ার মূল কারণ ব্যক্তিগত এবং প্রাতিষ্ঠানিক অনিয়ম। হ্যাঁ, ভুয়ো কাগজে ভিসার আবেদন থেকে শুরু করে পর্যটক ভিসা নিয়ে বিদেশে গিয়ে আর দেশে না ফেরা, এমনকি মানব পাচারের রুটে ভিসার অপব্যবহার ও দালাল চক্রের দৌরাত্ম্যের কারণে বিভিন্ন দেশ লুঙ্গি বাহিনীদের জন্য ভিসার রাস্তা বন্ধ করে দিয়েছে। এমনকি অনেক দেশ অন অ্যারাইভাল ভিসা ইস্যুতেও ইতি টেনেছে।

থাইল্যান্ডেও এখন দীর্ঘ অপেক্ষা

বাংলাদেশীদের অন্যতম পছন্দের গন্তব্য থাইল্যান্ড। চলতি বছরের 2 জানুয়ারি থেকে থাইল্যান্ড কর্তৃপক্ষ তাদের ই-ভিসা চালু করেছে। তবে কপাল চাপড়াতে হচ্ছে বাংলাদেশীদের। কারণ অনলাইনে আবেদন করেও অনেকের 45 থেকে 50 দিন পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে। এমনকি কেউ কেউ ভিসা পাচ্ছও না।

ইন্দোনেশিয়াতে বন্ধ অন অ্যারাইভাল ভিসা

একসময় শুধু প্লেনের টিকিট কাটলেই ইন্দোনেশিয়াতে পাড়ি জমানো যেত। আর এখন তাও ইতিহাস! ইন্দোনেশিয়া সরকার মানব পাচারের ভয়াবহতা লক্ষ্য করে তিন বছর আগেই বাংলাদেশীদের জন্য অন অ্যারাইভাল ভিসা বন্ধ করে দিয়েছিল। এমনকি বাংলাদেশের পক্ষ থেকে অনুরোধ করেও লাভের লাভ হয়নি।

ভারতে 9 মাস ধরে বন্ধ পর্যটক ভিসা

বাংলাদেশী ভ্রমণকারীদের সবথেকে পছন্দের গন্তব্য ভারত। তবে 5 আগস্টের পর রাজনৈতিক পালাবদলের জেরে ভারতে পর্যটক ভিসা বন্ধ করে দিয়েছে। এমনকি ইতিমধ্যে 9 মাস কেটে গিয়েছে। এখনও কোনোরকম সুখবর মেলেনি। তবে জরুরী চিকিৎসা বা শিক্ষার জন্য এখনো ভারত সরকার ভিসা চালু রেখেছে। 

আরও পড়ুনঃ পেট্রোল, ডিজেলের দর ২৫০ পার! IMF-র লোন, ভারতকে কাঠি করার ফল ভুগছে পাকিস্তান

আমিরাত এবং ইতালিতেও বন্ধ ভিসা

বলে রাখি, দীর্ঘ 8 মাস বন্ধ থাকার পর সংযুক্ত আরব আমিরাত সীমিতভাবে বাংলাদেশীদের জন্য ভিজিট ভিসা চালু করেছে। প্রতিদিন মাত্র 30 থেকে 50 টি ভিসা ইস্যু করা হচ্ছে বলেই খবর। তাও ঢাকার দূতাবাস দ্বারা। এমনকি রাষ্ট্রদূত আশ্বাস দিয়েছে, ভবিষ্যতে ধাপে ধাপে সংখ্যা বাড়ানো হতে পারে।

পাশাপাশি ইতালিতেও কাজের সুযোগে বহু বাংলাদেশী ভিসার জন্য আবেদন করে। তবে 60 হাজারের বেশি আবেদন জমা পড়লেও কাজের কাজ হচ্ছে না। এমনকি বহু জাল কাগজপত্র রয়েছে বলে অভিযোগ। এক কথায় বাংলাদেশিদের জন্য একের পর এক দেশে শুধু তালা পড়ছে….

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join