বিক্রম ব্যানার্জী, কলকাতা: রাশিয়া থেকে তেল কেনা নিয়ে ভারত-আমেরিকার সম্পর্ক কিছুটা ভিন্ন খাতে বইছে! মুখে না বললেও তাতে যথেষ্ট চিন্তিত আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর ঠিক সেই আবহে এবার ভারত প্রসঙ্গে মুখ খুললেন ট্রাম্পের বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার (Jamieson Greer On India)। তাঁর দাবি, ‘ভারত ইতিমধ্যেই রাশিয়া থেকে তেল কেনার বিষয়ে সতর্ক হয়েছে! মস্কোর সাতে সম্পর্ক সীমিত করেছে নয়া দিল্লি।’
ভারতকে নিয়ে বড় দাবি ট্রাম্পের বাণিজ্য প্রতিনিধির
ডোনাল্ড ট্রাম্পের সাথে শুল্কযুদ্ধের অবহে সম্প্রতি ভারতের পাশে থেকে আমেরিকাকে বড় বার্তা দিয়েছিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আর তার ঠিক পরেই ভারতকে নিয়ে মুখ খুলল ট্রাম্প প্রশাসন। সদ্য ডোনাল্ড ট্রাম্পের বাণিজ্য প্রতিনিধি গ্রিয়ার জানিয়েছেন, ‘ ভারত একটি সর্বভৌম দেশ। তারা নিজেদের সিদ্ধান্ত নিজেরাই নিতে পারে। নয়া দিল্লি অন্য কোনও দেশের সাথে সম্পর্ক রাখবে কিনা সেটা আমরা ঠিক করে দিতে পারি না! তারা নিজেদের সিদ্ধান্ত নিজেরাই নেবে।’
এদিন কথা বলতে বলতেই আচমকা গ্রিয়ার বলে বসেন, ‘আমি মনে করি ভারত ইতিমধ্যেই রাশিয়ার সাথে দূরত্ব বাড়াতে শুরু করেছে। ভারত ধীরে ধীরে রাশিয়ার জ্বালানি থেকে সরে আসছে।’ মার্কিন বাণিজ্য প্রতিনিধির এই বক্তব্য এমন সময় এসেছে যখন, রুশ প্রেসিডেন্ট পুতিন বারবার দাবি করে আসছেন, ‘রাশিয়ার সাথে বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করতে ভারত এবং চিনের উপর চাপ সৃষ্টি করছে আমেরিকা। এতে আদতে আর্থিক দিক থেকে ক্ষতিগ্রস্ত হবে তারাই।’
অবশ্যই পড়ুন: ফিরলেন রোহিত, বিরাট! অধিনায়ক শুভমন, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দল ঘোষণা BCCI-র
উল্লেখ্য, রাশিয়া থেকে তেল কেনার কারণে দুই ধাপে ভারতের উপর 50 শতাংশ শুল্ক চাপিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এখানেই শেষ নয়, ইউরোপের অন্যান্য বন্ধু দেশ গুলিকেও ভারতের উপর শুল্ক চাপানোর জন্য আবেদন জানাচ্ছেন ট্রাম্প, এই তথ্য উঠে এসেছে আমেরিকার সংবাদপত্রেই। ভারত অবশ্য নিজের জায়গা থেকে সরে আসেনি। রিপোর্ট অনুযায়ী, মস্কোর সাথে জ্বালানি বাণিজ্য অব্যাহত রয়েছে নয়া দিল্লির।