সৌভিক মুখার্জী, কলকাতা: পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে ভয়াবহ বন্যা (Pakistan Flood)! সিন্ধু নদী ও তার উপনদীগুলির জলের উথালপাতালে তলিয়ে গিয়েছে একের পর এক জনবসতি। গত 24 ঘন্টাতেই প্রাণ হারিয়েছে 22 জন, এমনকি 40 বছর পর প্রথমবার বন্যায় ডুবেছে লাহোর। পরিস্থিতি এতটাই ভয়াবহ হয়ে উঠেছে যে, হাজার হাজার পরিবারকে ইতিমধ্যেই ঘরছাড়া হতে হয়েছে।
38 বছর পর বন্যা লাহোরে
উল্লেখ্য, লাহোরের ডেপুটি কমিশনার সৈয়দ মুসা রাজা জানিয়েছেন, 1988 সালের পর এই প্রথমবার লাহোর বন্যায় ডুবে গেল। তিনি বলেছেন, আজ সকাল সাতটায় ইরাবতী নদীতে জল প্রবাহ 2300 কিউসেকের বেশি পৌঁছয়। আর এটি এখনো পর্যন্ত সর্বোচ্চ। প্রবল বর্ষণের পাশাপাশি প্রতিবেশী দেশ ভারতের জল ছাড়ার কারণেই এই বন্যা পরিস্থিতি।
এদিকে লাহোরের পাশাপাশি ডুবে গিয়েছে কর্তারপুর সাহেবের মতো শিখদের পবিত্র ধর্মস্থান। সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই কর্তারপুর সাহেবের জলমগ্ন ছবি এবং ভিডিও ভাইরাল হয়ে পড়েছে।
LAHORE
🇵🇰 ADB announces $3m emergency grant for Pakistan flood relief
Dangerous Scenes of Ravi
Asian Development Bank (ADB) President Masato Kanda has said that the organization is ready to provide a $3 million grant for flood relief upon the request of the federal… pic.twitter.com/kOJa1oed67
— Abhay (@AstuteGaba) August 29, 2025
প্রসঙ্গত, গত এক সপ্তাহ ধরে চলা বন্যায় পাঞ্জাব প্রদেশের অন্তত 1700 এর বেশি গ্রাম প্লাবিত। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে যে, 2.5 লক্ষের বেশি মানুষকে ইতিমধ্যেই নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। এমনকি ত্রাণ ও উদ্ধারকার্য চলছে।
ভারতের জলকে অস্ত্র হিসাবে ব্যবহার করছে?
এদিকে বন্যার জন্য পাকিস্তানের একাংশ ভারতকে দায়ী করছে। পাকমন্ত্রী আহসান ইকবাল অভিযোগ তুলেছেন যে, ভারত পাকিস্তানের বিরুদ্ধে জলকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে। প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় সহযোগিতা করার বদলে হঠাৎ করেই তারা বিপুল পরিমাণে জল ছেড়ে দিয়েছে।
তবে ভারতের তরফ থেকে জানানো হয়েছে, প্রতিবারই ইসলামাবাদকে আগেভাগে সতর্কবার্তা পাঠানো হয়েছে। ফলে এরকম অভিযোগের তেমন কোনো ভিত্তি নেই বলেই বিশেষজ্ঞ মহল দাবি করছে।
আরও পড়ুনঃ রয়েছে ১৮০৪ জনের নাম, অযোগ্যদের তালিকা প্রকাশ করল SSC! কোথায় দেখবেন?
এদিকে জানিয়ে রাখি, শুধুমাত্র পাঞ্জাব নয়, বরং গোটা পাকিস্তানেই এখন বন্যা পরিস্থিতি আশঙ্কাজনক। সরকারের হিসাব অনুযায়ী, এখনো পর্যন্ত গোটা দেশে বন্যা ও প্রাকৃতিক দুর্যোগে 400 জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে। এমনকি লক্ষাধিক মানুষ আক্রান্ত।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |