বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভয়ানক পাকিস্তান। পশ্চিমের দেশ যে সন্ত্রাসবাদকে প্রত্যক্ষভাবে মদত দেয় এবার তারই প্রমাণ মিলল। অপারেশন সিঁদুর চলাকালীন ভারতীয় সেনাবাহিনী পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের একাধিক জঙ্গিঘাঁটি গুঁড়িয়ে দিয়েছিল। যার মধ্যে রয়েছে মুরিদকে লস্কর ই তৈবার সদর দপ্তর মরকাজ তইবা (Lashkar Headquarter Pakistan)। শোনা যাচ্ছে, ভারতীয় হামলায় গুঁড়িয়ে যাওয়া সেই দপ্তর ভবন পুনর্নির্মাণের কাজ শুরু হয়েছে পাকিস্থানে। সেটাও নাকি আবার বন্যার ত্রাণের টাকায়! ভাবা যায়?
ফের পাকিস্তানে মাথা তুলে দাঁড়াচ্ছে জঙ্গিদের আস্তানা
গত মে মাসে, অপারেশন সিঁদুরে পাকিস্তানের বুকের উপর দাঁড়িয়ে কার্যত তাণ্ডব চালিয়েছিল ভারতীয় বায়ুসেনা। বেছে বেছে গুঁড়িয়ে দেওয়া হয় পাক জঙ্গি ঘাঁটিগুলি। মৃত্যু হয় শতাধিক সন্ত্রাসীর। কিন্তু তাতেও লজ্জা নেই বেহায়া পড়শির! ইন্ডিয়া টুডের রিপোর্ট অনুযায়ী, ভারতের হামলায় গুঁড়িয়ে যাওয়া লস্কর ই তইবার অন্যতম বড় সদর দপ্তর ফের মাথা উঁচু করে দাঁড়াচ্ছে।
সদ্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে বেশ কিছু ছবি এবং ভিডিও। সেইসব ছবিগুলিতে দেখা যাচ্ছে, গত মে মাসে বায়ুসেনার জোরালো হামলায় কার্যত ধ্বংসস্তূপে পরিণত হওয়া ভবনগুলিকে নতুন করে তৈরি করা হচ্ছে। অনেকটাই শেষ হয়েছে পুনর্নির্মাণের কাজ।
সূত্রের খবর, ওই ভবন মূলত অস্ত্র মজুত, জঙ্গিদের থাকার ব্যবস্থা এবং তাদের প্রশিক্ষণের জন্য ব্যবহার করা হতো। তাছাড়াও ওই ভবনের মধ্যেই চলত নানান জঙ্গি হামলার ছক। ভারতে হামলার পরিকল্পনাও হতো ওই সদর দপ্তরে বসেই। এবার বন্যার ত্রাণের অর্থ দিয়ে সেই দপ্তর ভবন পুনরায় তৈরি করার উদ্যোগ নিয়েছে পাক জঙ্গি সংগঠন লস্কর ই তইবা। বলা বাহুল্য, পাকিস্তান সরকারের তরফে বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য ওই ত্রাণের অর্থ দেওয়া হয়েছিল।
অবশ্যই পড়ুন: পারেননি ইউনূস, সিংহাসনে বসেই নেপালের ভোট ঘোষণা করলেন সুশীলা কারকি
প্রসঙ্গত, গত এপ্রিলে জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর ভারতের অপারেশন সিঁদুরের আঘাতে কার্যত কোনঠাসা হয়ে গিয়েছিল পাকিস্তান। কিন্তু তাতেও দমেনি তারা। সন্ত্রাসবাদীদের মৃত্যুতে শোক পালন করে পশ্চিমের দেশের তরফে বলা হয়েছিল, আমরা সন্ত্রাসবাদের বিরুদ্ধে। পাকিস্তানের থেকে বেশি কেউ সন্ত্রাসবাদের সাথে লড়াই করেনি। মূলত এমন সব মন ভোলানো কথা বলে আবারও ধরা পড়ে গেল ইসলামের দেশ! অনেকেই বলছেন, পশ্চিমের দেশের জঙ্গি সংগঠনগুলি যাতে পুনরায় শক্তি বৃদ্ধি করতে পারে সেজন্য প্রত্যক্ষভাবে মদত দিচ্ছে শেহবাজ সরকার!