পাল্টা জবাব? ভারতকে দেওয়া সবরকম সুবিধা বাতিল করতে চলেছে বাংলাদেশ!

Published on:

Legal notice to Bangladesh government demanding cancellation of transit and transshipment facilities granted to India

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভারতের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিলের পাল্টা পদক্ষেপ নিতে পারে বাংলাদেশ (Bangladesh)! সূত্রের খবর, ভারতকে দেওয়া ট্রানজিট ও ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করা হোক, এমন দাবি নিয়েই ওপার বাংলার অন্তর্বর্তীকালীন সরকারকে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী।

ভারতকে দেওয়া সুবিধা বন্ধ করবে বাংলাদেশ?

বাংলাদেশের বেশ কয়েকটি সংবাদমাধ্যম দাবি করছে, বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ আজিজুল হক ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারকে একটি আইনি চিঠি দিয়েছেন। চিঠিতে বলা হয়েছে, ভারতকে দেওয়া বাংলাদেশের ট্রানজিট ও ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করুক সরকার।

সূত্রের খবর, ভারতের বিরুদ্ধে বড় পদক্ষেপ দাবি করে ওপার বাংলার পররাষ্ট্র সচিব, অর্থ সচিব সহ অন্যান্য শীর্ষ কর্তাদের এই চিঠি দিয়েছে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী হক।
সম্প্রতি, ক্যামেরার মুখোমুখি হয়েও একই কথাই জানিয়েছেন ওই আইনরক্ষক।

ঠিক কী জানিয়েছেন আজিজুল?

সম্প্রতি, সাংবাদিকদের মুখোমুখি হয়ে বাংলাদেশের সুপ্রিম কোর্টের গুরুত্বপূর্ণ আইনজীবী আজিজুল জানিয়েছেন, লিগ্যাল নোটিশ পাওয়ার পর সরকার যদি ভারতকে দেওয়া ট্রানজিট, ট্রান্সশিপমেন্ট ও বৈষম্য মূলক চুক্তি বাতিলের পদক্ষেপ না নেয়, তবে এর প্রতিকার চেয়ে উচ্চ আদালতে রিট দায়ের করা হতে পারে। সুপ্রিম আইনজীবীর এমন হুঁশিয়ারি পর, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার কোন পথে হাঁটে এখন সেটাই দেখার।

অবশ্যই পড়ুন: দুর্দশার মাঝে এবার ইস্টবেঙ্গলের ঘর ভাঙছে মোহনবাগান! সবুজ মেরুনে যেতে পারেন বিষ্ণু

উল্লেখ্য, গত 8 এপ্রিল বাংলাদেশকে দেওয়া ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করে দিল্লি। বাংলাদেশের বেশ কয়েকটি সংবাদ মাধ্যম সূত্রে খবর, ওপার বাংলার জনগণও চায়, ভারতকে দেওয়া সব রকম সুবিধা এখনই বন্ধ করে দিক ইউনূসের প্রশাসন।

সঙ্গে থাকুন ➥