বিক্রম ব্যানার্জী, কলকাতা: জনসংখ্যার নিরিখে শীর্ষে (Most Populous Countries) কোন দেশ? কোন দেশেই বা সবচেয়ে কম মানুষ বসবাস করেন? জনসংখ্যার বিচারে চিনের থেকেও কি এগিয়ে ভারত? সাম্প্রতিক সময়ে বিশ্বের জনসংখ্যা যে হারে বাড়ছে, তাতে এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে জনবহুল দেশগুলি নিয়ে স্বাভাবিকভাবেই মানুষের কৌতূহল তৈরি হয়েছে। কাজেই, জনসংখ্যার বিচারে এগিয়ে থাকা বিশ্বের শীর্ষ 10 দেশ কোনগুলি তা জেনে রাখা উচিত। রইল সেই তথ্য।
প্রকাশ্যে বিশ্বের সবচেয়ে জনবহুল 10 দেশের তালিকা
সম্প্রতি ওয়ার্ল্ড পপুলেশন রিভিউয়ের রিপোর্টে বিশ্বের সর্বোচ্চ জনসংখ্যার দেশগুলিকে প্রথম দশের তালিকায় রাখা হয়েছে। বলে রাখা ভাল, এই তালিকার একেবারে প্রথম দিকে রয়েছে ভারত, চিন ও আমেরিকা। কী বলছে, ওয়ার্ল্ড পপুলেশন রিভিউ? দেখে নিন।
শীর্ষে ভারত
জনসংখ্যার বিচারে বিশ্বের সবচেয়ে জনবহুল দেশগুলির তালিকায় শীর্ষে রয়েছে ভারত। বর্তমানে ভারতের জনসংখ্যা প্রায় 146 কোটি।
চিন
ভারতের পরই বিশ্বের সবচেয়ে বেশি সংখ্যক মানুষ বসবাস করেন ড্রাগনের দেশ অর্থাৎ চিনে। বিশ্বের সবচেয়ে জনবহুল দেশগুলির তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে শি জিনপিংয়ের দেশ। চিনের বর্তমান জনসংখ্যা প্রায় 142 কোটি।
তৃতীয় স্থানে আমেরিকা
পিছিয়ে নেই ডোনাল্ড ট্রাম্পের দেশও। বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ গুলির তালিকায় আমেরিকাকে তৃতীয় স্থানে রেখেছে ওয়ার্ল্ড পপুলেশন রিভিউ। জানা যাচ্ছে, আমেরিকার বর্তমান জনসংখ্যা, 34 কোটি 55 লাখেরও বেশি।
ইন্দোনেশিয়া
বিশ্বের সবচেয়ে জনবহুল দেশগুলির তালিকায় চতুর্থ স্থানে জায়গা হয়েছে ইন্দোনেশিয়ার। দেশটির বর্তমান জনসংখ্যা প্রায় 29 কোটি।
পাকিস্তান
ভারতের পশ্চিম দিকের দেশ পাকিস্তানের বর্তমান জনসংখ্যা 26 কোটিরও বেশি। ওয়ার্ল্ড পপুলেশন রিভিউয়ের রিপোর্ট বলছে, বিশ্বের সবচেয়ে জনবহুল দেশগুলির তালিকায় পাকিস্তানের অবস্থান 5 নম্বরে।
নাইজেরিয়া
পশ্চিম আফ্রিকার দেশ নাইজেরিয়ার বর্তমান জনসংখ্যা প্রায় 24 কোটি। আর সেই কারণেই জনসংখ্যার বিচারে বিশ্বের 6 নম্বর জনবহুল দেশ হয়ে উঠেছে নাইজেরিয়া।
ব্রাজিল
জনসংখ্যার বিচারে পিছিয়ে নেই ফুটবলের দেশ ব্রাজিলও। রিপোর্ট বলছে, দেশটির বর্তমান জনসংখ্যা 22 কোটি ছুঁই ছুঁই।
বাংলাদেশ
বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ গুলির তালিকায় 8 নম্বরের রয়েছে ভারতের প্রতিবেশী বাংলাদেশ। ওপার বাংলার জনসংখ্যা বর্তমানে 18 কোটির কাছাকাছি।
রাশিয়া
ভারতের বন্ধু রাশিয়ার বর্তমান জনসংখ্যা প্রায় 15 কোটি। যার জেরে বিশ্বের সবচেয়ে জনবহুল দেশগুলির তালিকা 9 নম্বরে জায়গা হয়েছে পুতিনের দেশের।
অবশ্যই পড়ুন: তাড়িয়ে দিয়েছিল KKR! নিলামেও নেয়নি কেউ! হায়দরাবাদকে গুঁড়িয়ে উপেক্ষার জবাব দিলেন শার্দুল
দশে ইথিওপিয়া
ওয়ার্ল্ড পপুলেশন রিভিউয়ের তথ্য অনুযায়ী, বিশ্বের সর্বাধিক জনবহুল দেশগুলির তালিকায় একেবারে নিচের দিকে অর্থাৎ 10 নম্বরে জায়গা হয়েছে পূর্ব আফ্রিকার দেশ ইথিওপিয়ার। দেশটির বর্তমান জনসংখ্যা 13 কোটি 30 লাখের কাছাকাছি।












