সৌভিক মুখার্জী, কলকাতা: ক্রমবর্ধমান ঊর্ধ্বগতির বাজারে সাধারণ মানুষের জন্য কিছুটা স্বস্তির খবর। হ্যাঁ, আবারো কমলো রান্নার এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম (LPG Cylinder Price)। আর নতুন মাসের শুরুতেই বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (BERC) এক ঘোষণায় যেন হাঁফ ছেড়ে বেঁচেছে বাংলাদেশের মধ্যবিত্ত থেকে শুরু করে নিম্নবিত্ত সাধারণ মানুষ।
কতটা কমল দাম?
আজ 2 জুন, সোমবার, রান্নার জন্য ব্যবহৃত 12 কেজি এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম 28 টাকা কমানো হয়েছে। হ্যাঁ, একদম ঠিকই পড়েছেন। আর এবার নতুন দাম নির্ধারণ করা হয়েছে 1403 টাকা। এর আগে মে মাসে এই সিলিন্ডারের দাম ছিল 1431 টাকা। ফলে মধ্যবিত্তদের জন্য অনেকটাই স্বস্তি।
তবে শুধু রান্নার গ্যাসের দরপতনই নয়। কমেছে অটো গ্যাসের দামও। প্রতি লিটার অটো গ্যাসে এবার 1 টাকা 27 পয়সা দরপতন হয়েছে। ফলে এখন নতুন দাম দাঁড়িয়েছে মাত্র 64 টাকা 30 পয়সা প্রতি লিটার। আর এই নতুন দাম আজ সন্ধ্যা থেকেই কার্যকর হবে বলে জানা যাচ্ছে।
টানা কয়েক মাসের দর উত্থান-পতন
প্রসঙ্গত জানিয়ে রাখি, চলতি বছরের শুরু থেকেই প্রতি মাসে এলপিজি গ্যাস সিলিন্ডারের দামে ওঠানামা লক্ষ্য করা যাচ্ছিল। ফেব্রুয়ারি মাসে দাম বেড়ে হয়েছিল 1478 টাকা। সেখানে মার্চ মাসে আবারও দাম কমে দাঁড়ায় 1450 টাকা। একইভাবে এপ্রিল মাসে দাম অপরিবর্তিত থাকে। মে মাসে আবার 19 টাকা কমে 1431 টাকায় দাঁড়ায়। আর জুন মাসে 28 টাকা দরপতন হয়ে 1431 টাকায় দাঁড়িয়েছে।
জানিয়ে রাখি, এই ধারাবাহিক দরপতনের পেছনে রয়েছে আন্তর্জাতিক বাজারের দরের পরিবর্তন। হ্যাঁ, বিশেষত সৌদি আরামকো নির্ধারিত সৌদি সিপি অনুযায়ী প্রতি মাসে বাংলাদেশ গ্যাসের দর নির্ধারণ করা হয়।
আরও পড়ুনঃ শুরুতেই বেতন ৫৬,১০০! ISRO-তে প্রচুর শূন্যপদে চাকরি
সাধারণ মানুষের মুখে ফুটেছে হাসি
দিনের পর দিন অর্থনৈতিক কারণে জর্জরিত নিন্মবিত্ত থেকে শুরু করে সাধারণ মানুষের মুখে এই গ্যাসের দাম কমার ফলে যে হাসি ফুটবে, তা বলার অপেক্ষা রাখে না। কারণ তাদের রান্নার গ্যাসের মাসিক খরচ কিছুটা হলেও কমবে। এমনকি পরিবহন খাতে যারা অটো গ্যাস ব্যবহার করে, তাদের জন্যও বিরাট সুখবর। এখন দেখার আগামী দিনগুলিতে গ্যাসের দাম কী হয়।