সপ্তাহের প্রথমেই দাম কমল গ্যাস সিলিন্ডারের

Published on:

LPG Gas Price

সৌভিক মুখার্জী, কলকাতা: মাসের শুরুতেই স্বস্তির খবর পেলে সাধারণ মানুষ। রান্নার জন্য ব্যবহৃত এলপিজি গ্যাস (LPG Gas Price) এবং যানবাহনের জন্য ব্যবহৃত অটো গ্যাসের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে দেশের এনার্জি রেগুলেটরি কমিশন। সূত্রের খবর, নতুন এই দাম কার্যকর হয়েছে গতকাল সন্ধ্যা 6টা থেকে।

এলপিজি সিলিন্ডারের দাম কমল 19 টাকা

জানিয়ে রাখি, বাংলাদেশ সরকারের তরফ থেকে এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম কমানোর ঘোষণা এসেছে। বিইআরসি এর চেয়ারম্যান জালাল আহমেদ একটি প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, মে মাসের জন্য 12 কেজি এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম 1050 টাকা থেকে 19 টাকা কমিয়ে 1431 টাকা করা হচ্ছে। আর এই দর ভোক্তা পর্যায়ে কার্যকর করা হচ্ছে। এও জানা যাচ্ছে, এবারের দাম কমানোর আগে মার্চ এবং এপ্রিল মাসেও কিছুটা মূল্য হ্রাস দেখা গিয়েছিল। মার্চ মাসে 28 টাকা কমানো হয়েছিল এবং এপ্রিল মাসে দাম অপরিবর্তিতই ছিল। 

অটো গ্যাসের মূল্য হ্রাস

শুধু এলপিজি নয়, বরং অটো গ্যাসের দামেও স্বস্তি দিয়েছে তেল বিপণন সংস্থা। মে মাসে প্রতি লিটার অটো গ্যাসের দাম 65 টাকা 57 পয়সা নির্ধারণ করা হয়েছে। অর্থাৎ পূর্বের তুলনায় 84 পয়সা দরপতন। সূত্র বলছে, গত কয়েক মাসে অটো গ্যাসের দর একবার উঠছিল তো একবার পতন হচ্ছিল। 

জানিয়ে রাখি, ফেব্রুয়ারি মাসে অটো গ্যাসের দর 79 পয়সা বাড়িয়ে 67 টাকা 74 পয়সা করা হয়েছিল। আর মার্চ মাসে আবার তা বেড়ে দাঁড়িয়েছিল 66 টাকা 43 পয়সা। তবে এপ্রিল মাসে সামান্য কমে দাঁড়িয়েছে 66 টাকা 41 পয়সায়। আর এবার আরও দরপতন।

ইন্ডিয়াহুডের বিশেষ প্রতিবেদন

2024 এবং 2025-এ দর ওঠানামার পরিসংখ্যান

প্রসঙ্গত জানিয়ে রাখি, 2024 সালে এলপিজি এবং অটো গ্যাসের দাম 7 বার বেড়েছে আর 4 বার কমেছে। বিশেষ করে জানুয়ারি মাস থেকে অক্টোবর মাস পর্যন্ত লাগাতার মূল্যবৃদ্ধি সাধারণ মানুষের পকেটে বাড়তি চাপ সৃষ্টি করছিল। তবে নভেম্বর এবং ডিসেম্বর মাসে দাম কমানো সিদ্ধান্তের পর নতুন বছরের শুরুতে আবারও স্বস্তির বার্তা নিয়ে এসেছে তেল বিপণন সংস্থা।

আরও পড়ুনঃ ভুলে যান ফিক্সড ডিপোজিট, এখানে পাবেন ১৩% সুদ! বিনিয়োগ করবেন নাকি?

কেন এই মূল্যহ্রাস?

বিআরসি সূত্র মারফত জানা গিয়েছে, আন্তর্জাতিক বাজারে এলপিজি গ্যাসের দাম কিছুটা কম থাকায় আমদানি খরচ একটু কমেছে। আর যার প্রভাব পড়ছে দেশের বাজারে এলপিজি গ্যাসের উপর। একইসঙ্গে সরকার চাইছে মূল্যস্ফীতি কিছুটা নিয়ন্ত্রণ করতে। তাই কিছুটা দরপতন হয়েছে। এতে সাধারণ মানুষ অনেকটাই উপকৃত হবে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥