Indiahood-nabobarsho

সমুদ্রে তলিয়ে যাবে ভারতের সবথেকে সুন্দর দ্বীপ! বিপদ মালদ্বীপেরও! হাড় কাঁপানো রিপোর্ট

Published on:

Maldives and India's Lakshadweep could sink into the sea by 2050, new report says

বিক্রম ব্যানার্জী, কলকাতা: প্রতিবছর 22 এপ্রিল দিনটি বিশ্বে ধরিত্রী দিবস হিসেবে পালিত হয়। অন্যান্য বছরের মতো আজও সেই নিয়মের অন্যথা হচ্ছে না। তবে নিয়ম পালনের মাঝে ভয় ধরাচ্ছে নতুন তথ্য(New Report)। প্রতিদিনের নিত্য নৈমিত্তিক কাজ ও বিনোদন জগতের বাইরেও এক হাড় কাপানো সময়ের দিকে এগোচ্ছে ভারতের প্রতিবেশী দ্বীপরাষ্ট্র। জানলে চমকে উঠবেন, দ্বীপ রাষ্ট্রটির পাশাপাশি ভারতের একটি দ্বীপও আগামী দিনে সমুদ্রের অতলে তলিয়ে যেতে পারে। চলুন জেনে নিই কিছু অজানা তথ্য সম্পর্কে।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

সমুদ্রে হারিয়ে যেতে পারে মালদ্বীপ

মালদ্বীপের কথা ভাবলেই মনের অন্দরে এক অসাধারণ দৃশ্যপট কল্পনা করে নেন অনেকেই। ভারতের প্রতিবেশী দ্বীপ রাষ্ট্রটির প্রাকৃতিক সৌন্দর্য এক লহমায় মুগ্ধ করেছে বিশ্ববাসীকে। আর সেই কারণেই মালদ্বীপে ভ্রমণ আমাদের অনেকেরই স্বপ্নের ট্যুর লিস্টে জায়গা পেয়েছে। তবে প্রাকৃতিক সৌন্দর্য ও মন ভোলানো পরিবেশের মাঝেও প্রতিমুহূর্তে বিপদের দিকে এগোচ্ছে মালদ্বীপ। জানলে অবাক হবেন, প্রায় 1,190টি দ্বীপপুঞ্জ জুড়ে বিস্তৃত এই মালদ্বীপের 80 শতাংশেরও বেশি অংশ সমুদ্রপৃষ্ঠ থেকে মাত্র 1 মিটারেরও কম উচ্চতায় অবস্থিত। হ্যাঁ, আর এই কারণেই বিশ্বের সবচেয়ে নিচু দেশের খেতাব অর্জন করেছে মইজ্জুর মালদ্বীপ।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, সমুদ্রপৃষ্ঠ থেকে এই দ্বীপ রাষ্ট্রটির গড় উচ্চতা একেবারে নগণ্য। ফলত, সেই কারণেই অতল সমুদ্রে তলিয়ে যাওয়ার সবচেয়ে বেশি ঝুঁকি রয়েছে মালদ্বীপের। বিশ্ব আবহাওয়া সংস্থার তথ্য অনুযায়ী, 1901 সাল থেকে 2018 পর্যন্ত বিশ্বব্যাপী সমুদ্রপৃষ্ঠের উচ্চতা 15-25 সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে। যার বার্ষিক গড় বৃদ্ধি 1-2 মিমি। তবে 2013 সাল থেকে 2022 পর্যন্ত বার্ষিক বৃদ্ধি হয়েছে 4.62 মিলিমিটার। যা গত দশকের তুলনায় অনেক দ্রুত।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

বিশেষজ্ঞরা বলছেন, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির হার মালদ্বীপের জন্য হুমকি হয়ে উঠেছে। সমুদ্রের উচ্চতা যত বাড়ছে ততই সমুদ্রের নিচে নেমে আসছে মালদ্বীপ। বেশ কয়েকটি সংবাদ মাধ্যম সূত্রে খবর, জলবায়ু বিজ্ঞানীরা ভবিষ্যদ্বাণী করে জানিয়েছেন, আগামী 2050 সালের মধ্যে ভারতের এই প্রতিবেশী দ্বীপরাষ্ট্রটির অর্ধেকের বেশি অংশ সমুদ্রের অতলে তলিয়ে যাবে। যার জেরে উপকূল সংলগ্ন একাধিক দ্বীপ ডুবে যাওয়ার সম্ভাবনা প্রবল। তালিকায় নাম রয়েছে ভারতের লাক্ষাদ্বীপেরও।

অবশ্যই পড়ুন: কোয়ার্টার ফাইনালে জয়ের রাস্তা সুগম হল মোহনবাগানের, ম্যাচের আগে বিপদে কেরালা

ডুবে যেতে পারে ভারতের লক্ষাদ্বীপও!

আইআইটি খড়গপুর ও দেশের বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের একটি সমীক্ষা অনুযায়ী, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির কারণে লাক্ষাদ্বীপের একাধিক দ্বীপপুঞ্জ গুলি বিপদের সম্মুখীন হতে পারে। রিপোর্ট অনুযায়ী, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির কারণে আগামী দিনে লাক্ষাদ্বীপ সমুদ্রের অতলে তলিয়ে যেতে পারে!

বিশেষজ্ঞরা বলছেন, সমুদ্রপৃষ্ঠের বিপজ্জনক বৃদ্ধির পূর্বাভাস অনুযায়ী, আগামী দিনে আমিনি, চেতলাটের ছোট দ্বীপগুলিও তাদের স্থায়িত্ব হারাতে পারে। সবমিলিয়ে, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির কারণে আগামী দিনে ব্যাপক বিপর্যয় ঘনিয়ে আসতে পারে ভারতের প্রতিবেশী দ্বীপরাষ্ট্র মালদ্বীপ ও লাক্ষাদ্বীপের ছোট দ্বীপপুঞ্জ গুলিতে বসবাসকারী মানুষের জীবনে। সূত্র বলছে, এই পূর্বাভাসের কারণে এখন থেকেই বিপদের আশঙ্কায় দিন গুনছেন দ্বীপে বসবাসকারী বহু মানুষ।

গুরুত্বপূর্ণ খবরের জন্য Join Group
চাকরির খবরের জন্য Join Hood Jobs
রাশিফলের জন্য Join Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group