অনেক হয়েছে, আর নয়! স্থানীয় জনতার বিক্ষোভে উত্তাল পাকিস্তান অধিকৃত কাশ্মীর

Published:

Massive protests In POK against government of Pakistan

বিক্রম ব্যানার্জী, কলকাতা: বহুদিন ধরেই পাকিস্তানের অন্যায়ের বিরোধিতা করে ভারতের অংশ হওয়ার দাবি জানিয়ে এসেছেন পাক অধিকৃত কাশ্মীরের বাসিন্দারা। তবে এবার আর মুখে বলে নয়। সরাসরি পাকিস্তানের বিরুদ্ধে বিক্ষোভে পা বাড়ালেন POK এর জনগণ (Protests In POK)। পাক অধিকৃত কাশ্মীরের বুকে স্থানীয় জনতার এই বিক্ষোভ সাম্প্রতিক ইতিহাসে বিরল।

অনির্দিষ্টকালের জন্য চলবে বিক্ষোভ

আজ অর্থাৎ সোমবার থেকেই পাক অধিকৃত কাশ্মীরের বিভিন্ন এলাকায় বিক্ষোভ প্রদর্শনের পরিকল্পনা করছে আওয়ামী অ্যাকশন কমিটি। ইতিমধ্যেই POK জুড়ে শাটার ডাউন এবং হুইল জ্যাম এর ডাক দিয়েছেন বিক্ষোভকারীরা। তাঁদের সাফ বক্তব্য, এই বিক্ষোভ অনির্দিষ্টকালের জন্য চলবে। এদিকে POK বাসিন্দাদের বিক্ষোভের খবর পেতেই উত্তেজনার আশঙ্কায় ইতিমধ্যেই ইসলামাবাদে বিপুল নিরাপত্তা মোতায়েন করেছে পাক সরকার। বন্ধ করে দেওয়া হয়েছে ইন্টারনেট পরিষেবাও।

কেন হঠাৎ বিক্ষোভে পা বাড়ালেন POK বাসিন্দারা?

পাক অধিকৃত কাশ্মীরের বাসিন্দাদের মনে বিক্ষোভের জন্মটা হয়েছিল বহু দশক আগেই। দীর্ঘদিন ধরে পাকিস্তান সরকারের তরফে আর্থিক অবহেলা ও রাজনৈতিক বঞ্চনার শিকার হয়ে বারবার অভিযোগ তুলেছিলেন POK এর জনগণ। এর জন্য পাক অধিকৃত কাশ্মীরের বুকে মিছিলও নেমেছে কয়েকবার। তাছাড়াও সাম্প্রতিক সময়ে ভারতের সাথে জুড়তে চেয়ে বারবার নিজেদের দাবি পরিষ্কার করে জানিয়েছেন POK এর স্থানীয় মানুষজন।

অবশ্যই পড়ুন: ভারতীয় ক্লাব বলেই মোহনবাগানের সাথে দ্বিচারিতা? প্রশ্ন তুললেন সবুজ মেরুন ফুটবলাররা

জানা যায়, পাকিস্তানে বসবাসকারী কাশ্মীরি রিফিউজিদের জন্য সংরক্ষিত 12টি আসন ছিল পাক কাশ্মীর বিধানসভায়, সেগুলোই অবলুপ্তির দাবি তুলেছিলেন স্থানীয় বাসিন্দারা। এছাড়াও, বছরের পর বছর ধরে ইসলামাবাদের তরফে ভর্তুকি দিয়ে আটা-ময়দা দেওয়া, বিদ্যুতের সঠিক দাম ধার্য করা সহ অন্যান্য একাধিক ক্ষেত্রে সংস্কারের প্রতিশ্রুতি দিয়েও তা পূরণ করা হয়নি। মূলত সে কারণেই নানাভাবে বঞ্চনার শিকার হয়ে অবশেষে নিজেদের দাবিকে সামনে রেখে পথে নেমেছেন পাক অধিকৃত কাশ্মীরের বাসিন্দারা।

সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে এক বিক্ষোভকারী নেতা জানিয়েছেন, অনেক সহ্য করেছি। আর নয়! পাকিস্তান হয় আমাদের অধিকার ফিরিয়ে দিক, না হলে জনগণের বিক্ষোভের মুখে পড়ুক। মুজাফফরবাদে জনতার উদ্দেশ্যে ভাষণ দেওয়ার সময় এএসি বিশিষ্ট নেতা শওকত নওয়াজ মীর সাফ জানিয়েছেন, আমাদের প্রচারণা কোনও প্রতিষ্ঠানের বিরুদ্ধে নয়। বরং 70 বছর ধরে আমাদের জনগণকে যে মৌলিক অধিকার দেওয়া হয়নি, তার জন্য। বারবার প্রতিশ্রুতি দিয়েও তা রাখেনি পাক সরকার। এখন জনগণের ক্রোধের মুখোমুখি হোক।

 

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥