চিনের আধিপত্য বিস্তারের স্বপ্ন ভাঙল ভারত! শ্রীলঙ্কার ডকইয়ার্ড এখন দেশীয় সংস্থার

Published:

Mazagaon Dock Shipbuilders acquires Colombo Dockyard Share
Follow

বিক্রম ব্যানার্জী, কলকাতা: চিনের পরিকল্পনায় জল! শ্রীলঙ্কার কলম্বো ডকইয়ার্ড পিএলসি-র অধিকাংশ শেয়ার কিনে নিল ভারতীয় সংস্থা (Mazagon Dock Shipbuilders)। জানা যাচ্ছে, মূলত কৌশলগত পদক্ষেপ হিসেবে ভারতের পাবলিক সেক্টর কোম্পানি মাজগাঁও ডক শিপ বিল্ডার্স এবার লঙ্কান দেশের অন্যতম বড় বন্দর কলম্বো বন্দরের সিংহভাগ অংশীদারিত্ব নিয়েছে। যার জেরে শ্রীলঙ্কায় চিনের আধিপত্য বিস্তারের স্বপ্ন বড় ধাক্কা খেল বলা যায়।

শ্রীলঙ্কায় ভারতের উপস্থিতি পোক্ত হল

গতকাল অর্থাৎ 27 জুন শেয়ার বাজারে এক ফাইলিংয়ে তথ্য দিতে গিয়ে ভারতের পাবলিক সেক্টর কোম্পানি মাজগাঁও ডক শিপবিল্ডার্স ঘোষণা করে যে তারা, কলম্বো ডকইয়ার্ড পিএলসি-র অধিকাংশ শেয়ার কিনে নিয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, এই পদক্ষেপের মাধ্যমে শ্রীলঙ্কায় একদিক থেকে ভারতের উপস্থিত আরও শক্তিশালী হল। অন্যদিকে লঙ্কায় চিনের আধিপত্য বিস্তারের স্বপ্ন বড়সড় ধাক্কা খেলো। তবে শ্রীলঙ্কায় ভারতীয় সংস্থার বিনিয়োগের খবর এটাই প্রথম নয়।

জানিয়ে রাখি, এর আগে কলম্বো বন্দরে একটি বিরাট টার্মিনাল তৈরির কাজে হাত লাগিয়েছিল আদানি পোর্টস অ্যান্ড স্পেশাল ইকোনমিক জোন লিমিটেড। এবার সেই সূত্র ধরেই ভারত মহাসাগরের সবচেয়ে বৃহত্তম এবং ব্যস্ততম ট্রানসশিপমেন্ট বন্দরটিতে ঢুকে পড়ল ভারতের আরেক সংস্থা মাজগাঁও ডক শিপবিল্ডার্স। সেই মর্মে ইতিমধ্যেই ওই বন্দর সংস্থার সাথে অংশীদারিত্ব করে নিয়েছে দেশের এই বৃহৎ সংস্থা।

ভারতীয় সংস্থার বড় বিনিয়োগ

দেশীয় সংস্থা মাজগাঁও ডক শিপবিল্ডার্স সম্প্রতি তাদের ফাইলিংয়ে দাবি করেছে, কলম্বো ডকইয়ার্ডের বেশিরভাগ শেয়ার কিনে নিয়েছে তারা। ওই সংস্থার তরফে পাওয়া তথ্য অনুযায়ী, প্রায় 52.96 মিলিয়ন ডলার বিনিয়োগ করে কলম্বো ডকইয়ার্ডের অংশীদারিত্ব নিয়েছে এই ভারতীয় সংস্থা। সেক্ষেত্রে বলাই যায়, বড় সাবস্ক্রিপশন এবং অন্যান্য ক্ষেত্রে অংশগ্রহণের মাধ্যমে এবার শ্রীলঙ্কার এই বন্দরের বড় অংশীদার হতে চলেছে মাজগাঁও।

অবশ্যই পড়ুন: ফের আত্মঘাতী বিস্ফোরণ পাকিস্তানে! নিহত ১৬ পাক সেনা, গুরুতর আহত বহু শিশু

চিনের স্বপ্নে আঘাত

সাম্প্রতিক বছরগুলিতে ভারত মহাসাগর ক্রমশ প্রভাব বিস্তার করতে চাইছে চিন। সেই সূত্রেই শ্রীলঙ্কার ওপর উপস্থিতি বাড়ানোর আমরণ চেষ্টা ড্রাগনের। তবে সেই ভয়ানক চাল ভেস্তে গিয়েছে ভারতীয় সংস্থার এক সিদ্ধান্তেই। আসলে, চিন যখন ভারত মহাসাগরে নিজের ক্ষমতা বাড়ানোর চেষ্টায়, ঠিক সেই আবহে শ্রীলঙ্কায় ক্রমশ নিজের উপস্থিতি বাড়াচ্ছে ভারত।

বলা বাহুল্য, শ্রীলঙ্কার হাম্বানটোটা বন্দর সহ ওদেশে অন্তত 3.2 বিলিয়ন ডলার বিনিয়োগ করে তেল শোধনাগারের মতো একাধিক পরিকল্পনা কাঁধে নিয়েছে চিন। এবার সেই সব কর্মযজ্ঞের মাঝেই কলম্বো ডকইয়ার্ডে ভারতীয় সংস্থা মাজগাঁওয়ের বড় বিনিয়োগ চিনকে আগামীতে টেক্কা দিতে পারে বলেই আশা বিশেষজ্ঞদের।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join