পরিযায়ীদের ট্রাক লক্ষ্য করে গুলি সেনার, বেঘোরে প্রাণ হারালেন ৬ জন

Published on:

mexico firing migrants killed

শ্বেতা মিত্রঃ এবার এক রোমহর্ষক ঘটনা ঘটে গেল মেক্সিকো (Mexico)-তে। এই দেশে এমন এক ঘটনা ঘটেছে যা গোটা বিশ্বের মানুষকে নাড়িয়ে রেখে দিয়েছে। মেক্সিকোর গুয়াতেমালা সীমান্তের কাছে একটি ট্রাকে সেনাদের গুলিতে ছয় অভিবাসী নিহত হয়েছেন। আর এই বিষয়টির সত্যতা ইতিমধ্যে স্বীকার করে নিয়েছে প্রতিরক্ষা মন্ত্রক।

পরিযায়ীদের লক্ষ্য করে গুলি সেনার

WhatsApp Community Join Now

এক সরকারি বিবৃতিতে বলা হয়েছে, সোমবার রাতে দক্ষিণাঞ্চলীয় চিয়াপাস রাজ্যের হুইক্সটলা শহরের কাছে এক রোমহর্ষক ঘটনা ঘটে গিয়েছে। মেক্সিকোর প্রতিরক্ষা মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, একটি পিকআপ ট্রাকে করে আসা ৩৩ পরিযায়ীদের একটি দলকে লক্ষ্য করে গুলি চালালে ছয়জন নিহত হয়। এই ট্রাকে ভারতীয় থেকে শুরু করে পাকিস্তান, নেপালের মানুষ ছিলেন। এই ঘটনায় আরও ১০ পরিযায়ী আহত হয়েছেন, যাদের মধ্যে মিশরীয়, নেপালি, কিউবান, ভারত ও পাকিস্তানের নাগরিক রয়েছেন। মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, মঙ্গলবার রাত ৯টার কিছু আগে গুয়াতেমালা সীমান্তের তাপাচুলা থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরে হুইক্সটলা শহরের কাছে একটি মহাসড়কে টহল দল যাওয়ার সময় এ ঘটনা ঘটে।

কেন গুলি চালাল সেনা?

স্বাভাবিক ভাই প্রশ্ন উঠছে যে হঠাৎ করে গুলি কেন চালাতে গেল মেক্সিকোর সেনা? জানা যাচ্ছে, ট্রাকটি একটি সামরিক প্রহরা বলয়কে এড়িয়ে পালিয়ে যেতে চাইছিল। তখন সেনা গুলি চালায়। মেক্সিকোর তরফে জানানো হয়েছে। ওখানকার অপরাধী গোষ্ঠীগুলি যে ধরনের গাড়ি ব্যবহার করে, সেরকমই দুইটি গাড়ি ট্রাকের পিছনে ছিল। এদিকে সেনার দাবি, তারা বিস্ফোরণের শব্দ পায়, তাই তারা গুলি চালিয়েছিল। ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়। হাসপাতালে নিয়ে যাওয়ার পথে দুইজনের মৃত্যু হয়। মৃতরা কোন দেশের সে বিষয়ে এখনও অবধি কিছু জানা সম্ভব হয়নি, যদি ঘটনাকে কেন্দ্র করে গোটা বিশ্বজুড়ে তীব্র শোরগোল পড়ে গিয়েছে।

সঙ্গে থাকুন ➥