বাড়ছে তালিকা, বাংলাদেশিদের জন্য ভিসা বন্ধ করছে একের পর এক দেশ

Published on:

Updated on:

Bangladesh

সৌভিক মুখার্জী, কলকাতা: দিনের পর দিন বাংলাদেশিদের (Bangladesh) জন্য বিদেশের রাস্তা বন্ধ হচ্ছে! হাসিনা জামানার পর থেকেই ওপার বাংলার অবস্থা একেবারে শিরে সংক্রান্তি! কোনও কিছুতেই বরাত পাচ্ছে না পদ্মাপাড়ের মানুষজন! এখন ভিসার আশায়ও দেয়ালে পিঠ ঠেকে যাচ্ছে বাংলাদেশীদের। কারণ দক্ষিণ-পূর্ব এশিয়ার ঝলমলে পর্যটনের গন্তব্যগুলি এখন তাদের জন্য তালা বন্ধ করে দিয়েছে। এমনকি কর্মসংস্থানের রাস্তাও বিপাকের মধ্যে।

একসময় ইন্দোনেশিয়ার বালি যেখানে বাংলাদেশীদের জন্য স্বপ্নের গন্তব্য ছিল, তা এখন অতীত! কারণ এখন বাংলাদেশীদের এখানে যাওয়ার ভিসা পাওয়ার জন্যই অপেক্ষা করতে হচ্ছে মাসের পর মাস। কম্বোডিয়া, ভিয়েতনামের ভিসা তো পাওয়ায় যাচ্ছে না। বিশেষ করে ভিয়েতনাম ট্যুরিস্ট ভিসা পুরোপুরি বন্ধ করে দিয়েছে ওপার বাংলার মানুষজনদের জন্য। 

মুখ ফিরিয়েছে প্রতিবেশীরাও

যেখানে আগে মাত্র তিন দিনের মধ্যেই থাইল্যান্ডের ভিসা মিলত, সেখানে এখন আবেদন করলেই তা বাতিল হয়ে যাচ্ছে। আর প্রতিবেশী রাষ্ট্র ভারতের ভিসা তো বহুদিন ধরেই বন্ধ। এমনকি বাংলাদেশের পছন্দের গন্তব্য ছিল দুবাই, সেখানেও এখন সীমিত আকারে ভিসা চালু রয়েছে। পর্যাপ্ত পরিমাণ সুবিধা তারা পাচ্ছে না।

পাশাপাশি উজবেকিস্তান, যে দেশটি বাংলাদেশের জন্য আকর্ষণীয় পর্যটন কেন্দ্র হয়ে উঠেছিল, হঠাৎ করে তারাও ই-ভিসা ইস্যুর তালিকা থেকে বাংলাদেশীদের নাম বাদ দিয়ে দিয়েছে। ফলে একের পর এক বিদেশের দরজায় তালা পড়ছে পদ্মাপাড়ের মানুষজনদের জন্য।

ইন্ডিয়াহুডের বিশেষ প্রতিবেদন

আরও পড়ুনঃ কার্বলিক অ্যাসিড নয়, বর্ষায় ঘরে ছড়িয়ে রাখুন এই জিনিস! বাপ বাপ বলে পালাবে সাপ

বিপাকের মুখে কর্মসংস্থান

তবে শুধু ঘুরতে যাওয়া নয়, বরং বিদেশে কাজের সুযোগেও বহু বাংলাদেশী পা বাড়ায়। আর তাদের কপালেও এখন চিন্তার ভাঁজ পড়েছে। কারণ, সৌদি আরব সাময়িকভাবে ব্লক ওয়ার্ক ভিসা, পারিবারিক ভিজিট ভিসা সবই বন্ধ করে দিয়েছে। সংযুক্ত আরব আমিরাত তো গত কয়েক মাস ধরেই বাংলাদেশী কর্মীদের জন্য তালা বন্ধ করে রেখেছে।

পাশাপাশি ওমান, মালয়েশিয়া এবং ইতালির মতো দেশগুলোতেও কাজের ক্ষেত্রে ভিসার জটিলতা দিনের পর দিন বেড়েই চলেছে। এমনকি জাপান ও দক্ষিণ কোরিয়ার মতো দেশে চাহিদা মতো কর্মী পাঠানো যাচ্ছে না। আর এই পরিস্থিতির মধ্যে পড়ে বাংলাদেশীদের কপাল চাপড়ানো ছাড়া আর কোনও রাস্তা খোলা নেই।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥