চিনের আগে ভারত আসতে চেয়েছিলেন ইউনূস, পাত্তা দেয়নি দিল্লি! অভিযোগ বাংলাদেশের

Published on:

Modi doesn't want to meet Yunus? Big allegation From Bangladesh

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভারতের দরজা খোলা না পেয়ে শেষমেশ চিন সফরে যাচ্ছেন বাংলাদেশের (Bangladesh) অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনূস! হ্যাঁ, সম্প্রতি এমন খবরই উঠে আসছে ওপার বাংলা থেকে! চিন সফরের আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে বৈঠকে বসতে চেয়ে দিল্লিকে চিঠি দিয়েছিল ঢাকা। তবে সূত্রের খবর, দিল্লির তরফে কোনও রকম সাড়া না মেলায় অগত্যা নাকি চিনকেই নিজের প্রথম গন্তব্য হিসেবে বেছে নিলেন ইউনূস।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

বড় অভিযোগ বাংলাদেশের

আজ থেকেই চিন সফর শুরু হচ্ছে ওপার বাংলার প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনূসের। এমন আবহে, সম্প্রতি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনূস চিন সফরে যাচ্ছেন। সেখানে তিনি চিনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে দেখা করবেন। এরপরই চিন-বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্ক উন্নতির জন্য দেশে চিনা বিনিয়োগ নিয়ে কথা বলবেন উপদেষ্টা।

তবে, চিন সফরের আগে আমরা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে বৈঠকের আগ্রহ জানিয়েছিলাম। চিন সফর চূড়ান্ত হওয়ার কয়েক সপ্তাহ আগে ভারতের প্রধানমন্ত্রীর সাথে মহম্মদ ইউনূসের বৈঠকের অনুরোধ করা হয়েছিল, তবে দিল্লির তরফে বাংলাদেশের সেই অনুরোধ রাখা হয়নি। আসেনি কোনও উত্তরও। তাই শেষ পর্যন্ত চিন সফরকেই প্রথম গন্তব্য হিসেবে বেছে নিলেন প্রধান উপদেষ্টা। এদিন ইউনূসের প্রেস সচিব আলম আরও জানান, ভারতের সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক তৈরি করতে চান ইউনূস। প্রধানমন্ত্রী মোদির সাথে আলোচনায় বসে দুই দেশের মধ্যে সম্পর্কের ফাটল ঢাকতে চান তিনি।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

মোদির সাথে বৈঠকের জন্য মুখিয়ে আছে বাংলাদেশ

সংবাদ মাধ্যমকে দেওয়া একটি সাক্ষাৎকারে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রেস সচিব আলম জানিয়েছেন, আগামী 2 থেকে 4 এপ্রিল ব্যাংকক সফরে যাবেন ইউনূস। সেখানে 4 এপ্রিল অনুষ্ঠিত হতে যাওয়া বিমসটেক সম্মেলনে যোগ দেবেন তিনি। একই সম্মেলনে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী মোদিও। আর এই সময়ের মধ্যে সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে আমাদের প্রধান উপদেষ্টা ইউনূসের একটি সুষ্ঠু বৈঠকের আবেদন জানিয়ে দিল্লিকে চিঠি দিয়েছিল ঢাকা।

তবে এখনও পর্যন্ত সেই চিঠির উত্তর আসেনি। আলম জানান, 29 মার্চ চিন সফর শেষ করে দেশে ফিরবেন ইউনূস। এরপরই এপ্রিলে রওনা দেবেন থাইল্যান্ডের উদ্দেশ্যে। আর এই সময়ের ফাঁকে ভারতের সাথে বৈঠকের জন্য মুখিয়ে রয়েছে বাংলাদেশ। আলমের সংযোজন, ভারতের তরফে উত্তর পাওয়ার জন্য আমরা অপেক্ষা করছি।

বাংলাদেশকে গুরুত্ব দিচ্ছে না ভারত?

বাংলাদেশ প্রেস সচিবের সাম্প্রতিক অভিযোগের পর প্রশ্ন উঠতে শুরু করেছে, সত্যিই কী বাংলাদেশকে গুরুত্ব দিচ্ছে না দিল্লি? খোঁজ নিয়ে জানা গেল, ভারতের তরফে এমন কোনও মন্তব্য করা হয়নি। তবে, বিমসটেক সম্মেলনের মাঝে ইউনূসের সাথে প্রধানমন্ত্রী বৈঠকে বসবেন কিনা তা নিয়েও কোনও রকম উচ্চবাচ্য করেনি দিল্লি।

এহেন আবহে, ভারতীয় কূটনৈতিক জে কে ত্রিপাঠি বড়সড় মন্তব্য করেছেন। ওই ভারতীয় কূটনৈতিক জানিয়েছেন, বাংলাদেশের প্রতিবেদন যা দাবি করছে তা যদি সত্যি হয়, সেক্ষেত্রে এটা সম্ভব হতে পারে যে, ভারত বাংলাদেশের সাথে খানিকটা পাকিস্তানের মতোই আচরণ করছে!

অবশ্যই পড়ুন: ভারতকে হারাতে না পেরে ভেঙে পড়লেন হামজা চৌধুরী!

এরপর ভারতীয় কূটনৈতিক ত্রিপাঠি জানান, আমার বিশ্বাস ভারত এটা করবে না! তবে যদি এমন ঘটনা সত্যি হয়, সে ক্ষেত্রে ভারতের ভুল সংশোধন করে নেওয়া উচিত। কারণ দুই দেশের মধ্যে সংলাপ অব্যাহত থাকবে এটাই তো কাম্য। ইউনূস যদি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে সাক্ষাৎ করতে চান, তাহলে তার জন্য ভারতকে প্রস্তুত থাকতে হবে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group