চিনে গিয়ে সবথেকে বিলাসবহুল Hongqi L5 গাড়ি চড়লেন মোদী! জানুন এর বিশেষত্ব ও দাম

Published on:

Narendra Modi

সৌভিক মুখার্জী, কলকাতা: জাপান সফর শেষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) গন্তব্য এখন চিন। তবে সেখানে গিয়েই এক বিশেষ গাড়ি চড়লেন রাষ্ট্রনেতা! তাও সাধারণ কোনো গাড়ি নয়, বরং চিনের জাতীয় গর্ব ‘Hongqi L5’। জানা গিয়েছে, এই একই গাড়িতে চলাফেরা করেন ড্রাগনের দেশের প্রেসিডেন্ট শি জিনপিং। শুধুমাত্র বিলাসিতার দিক থেকে নয়, বরং ‘মেড ইন চাইনা’ এর সবথেকে গর্বের প্রতীক হিসেবেও দেখা হয় এই গাড়িটিকে।

কেন বিশেষ এই Hongqi L5 গাড়ি?

রিপোর্ট অনুযায়ী জানা গেল, শুরুতে এই গাড়িটি বানানো হত শুধুমাত্র দেশের শীর্ষ নেতাদের জন্যই। মাও সেতুং থেকে শুরু করে চিনের বহু কিংবদন্তি নেতারা এই গাড়ি চড়তেন। এমনকি সাধারণ গাড়ির মতো কারখানায় এই গাড়ি তৈরি হয় না। প্রতিটি গাড়ি বিশেষ অর্ডারেই তৈরি করা হয়, আর কারিগররা এই গাড়ি সুক্ষ ডিজাইন দ্বারায় বানান।

পাশাপাশি, কূটনৈতিক বৈঠক থেকে শুরু করে সামরিক কুচকাওয়াজ কিংবা রাষ্ট্রীয় যেকোনো অনুষ্ঠানে এই গাড়ি ক্ষমতার প্রতীক হিসেবে ব্যবহার করা হয়। তবে বর্তমানে আধুনিক রূপে প্রেসিডেন্ট জিনপিং এই গাড়িটিকে বাজারে ফিরিয়ে এনেছেন। আর তিনি নিজেই এটিকে রাষ্ট্রীয় ব্যবহারে বেছে নেওয়ার জন্য মর্যাদা দিয়েছেন।

Hongqi L5-এর দাম এবং পাওয়ার

জানা গিয়েছে, গাড়িটি মোটামুটি 18 ফুট লম্বা এবং 3.1 টন ওজন বহন করতে পারে। এই গাড়িটির দাম ভারতীয় মুদ্রায় 7 কোটি টাকা। চিনের সরকারি সংস্থা FAW Group মূলত এই গাড়িটিকে তৈরি করে আর। 1958 সালের Hongqi ব্র্যান্ডের জন্ম হয় এবং এখনো পর্যন্ত এটিই দেশের সবথেকে পুরনো বিলাসবহুল গাড়ি।

ইন্ডিয়াহুডের বিশেষ প্রতিবেদন

উল্লেখ্য, এই গাড়িতে রয়েছে একটি শক্তিশালী V12 ইঞ্জিন। পাশাপাশি রয়েছে হাই-স্পিড স্টিল বডি ও উন্নত সেফটি সিস্টেম, 360 ডিগ্রি ক্যামেরা এবং ড্রাইভার অ্যাসিস্ট্যান্ট টেকনোলজি। এমনকি পিছনের সিটে রয়েছে এন্টারটেইনমেন্ট সিস্টেম, 6-ডিস্ক সিডি চেঞ্জার এবং 253টি রঙের অ্যাম্বিয়েন্ট লাইট। আর এই সমস্ত ফিচার্সের জেরে Hongqi L5 বিশ্বের অন্যতম নিরাপদ ও বিলাসবহুল গাড়ি হিসেবে তকমা অর্জন করেছে।

আরও পড়ুনঃ তিন গুলিতে শেষ হয় নাক-চোয়াল, ২৮ বার অস্ত্রোপচারের পর Mask Man! চেনেন এই জওয়ানকে?

বর্তমান সময়ে যেভাবে আমেরিকায় কাছে Cadillac এবং ব্রিটেনের কাছে Rolls-Royce জাতীয় মর্যাদার প্রতীক হয়ে দাঁড়িয়েছে, ঠিক তেমনই চিন তাদের Hongqi L5 গাড়িটিকেই বিশ্বমঞ্চে এভাবে তুলে ধরছে। 1960 এর দশকে মাও সেতুংয়ের প্যারেড গাড়ি থেকে আজকের শি জিনপিংয়ের  Hongqi L5 নিঃসন্দেহে চিনের প্রযুক্তির সবথেকে জলজ্যান্ত উদাহরণ, তা বলা চলে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥