বিক্রম ব্যানার্জী, কলকাতা: বহু জল্পনার নিষ্পত্তি। ওপার বাংলার তরফে একাধিক অভিযোগ, চিন সফরে গিয়ে ভারত বিরোধী মন্তব্য ও তিস্তা প্রকল্পে চিনা বিনিয়োগের আমন্ত্রণ, সব কিছুর মাঝেই সম্ভাবনা সত্যি হল। সুদূর ব্যাঙ্ককে আয়োজিত BIMSTEC সম্মেলনের ফাঁকে পার্শ্ব বৈঠক সারলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Modi) ও ওপার বাংলার প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনূস।
উত্তর-পূর্ব ভারত নিয়ে মন্তব্যের পরও হল বৈঠক
সম্প্রতি চিন সফরে গিয়ে প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে দেখা করে বাংলাদেশে চিনা বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানিয়েছিলেন ওপার বাংলার প্রধান। সেই সাথে, উত্তরবঙ্গের শিলিগুড়ির তিস্তা প্রকল্পে টাকা ঢালার জন্য চিনকে আমন্ত্রণ জানান ইউনূস। তবে এখানেই থেমে থাকেনি বাংলাদেশ প্রধানের বাড়বাড়ন্ত।
চিনের বুকে দাঁড়িয়ে কার্যত ভারত বিরোধী মন্তব্যও শনিয়েছেন তিনি। চিন সফরকালে উত্তর-পূর্ব ভারতকে বদ্ধ এলাকা বলে দাবি করেন ইউনূস। ওপার বাংলার প্রধান উপদেষ্টা বলেন, উত্তর-পূর্ব সমুদ্রে যাওয়ার জন্য একমাত্র ভরসা বাংলাদেশ। নিজেদের সাগরের অভিভাবক দাবি করে ভারতকে নরমে-গরমে ছোট করার চেষ্টা করেছিলেন শান্তিতে নোবেলজয়ী।
যদিও সেই মন্তব্যের কড়া জবাব দিয়েছিল ভারতীয় বিদেশ মন্ত্রক। বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর বুঝিয়ে দিয়েছিলেন বঙ্গোপসাগরে ভারতের ক্ষমতা। এহেন আবহে যা নিয়ে তুমুল জল্পনা ছিল, সেই মোদি-ইউনূস বৈঠক শেষ হল ব্যাঙ্ককে। হ্যাঁ, BIMSTEC শীর্ষ সম্মেলনের মাঝেই বাংলাদেশের দাবি মেনে ওপার বাংলার প্রধানের সাথে বৈঠক সারলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
হাতে হাত রেখে, হাসি মুখে দেখা মিলল দুই প্রধানের
বৃহস্পতিবার সমাজ মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে থাইল্যান্ডের BIMSTEC শীর্ষ সম্মেলনের মাঝে নৈশভোজে অন্যান্য রাষ্ট্র প্রধানদের পাশাপাশি দেখা মিলেছিল প্রধানমন্ত্রী মোদি ও বাংলাদেশ প্রধান মহম্মদ ইউনূসের। এদিন একেবারে পাশাপাশি বসেছিলেন দুজনেই। শীর্ষ সম্মেলনের মাঝে ইউনূসের সমস্ত কুবাক্য মনে রেখেই তাঁর সাথে পার্শ্ব বৈঠকে বসেছিলেন মাননীয় প্রধানমন্ত্রী।
অবশ্যই পড়ুন: দরজার পাশে হেলায় পড়ে থাকা এক টুকরো পাথরই বদলে দিল ভাগ্য! মিলল ৮ কোটি টাকা
বৈঠকে কী আলোচনা হল?
উত্তর-পূর্ব ভারত নিয়ে ইউনূসের বেফাঁস মন্তব্যের কারণে এখনও গরম হাওয়া বইছে দেশে। এহেন আবহে, তীব্র কটাক্ষ শুনেও ওপার বাংলার প্রধানের সাথে বৈঠক সারলেন মোদি। কোন বিষয়ে চলল আলোচনা? বাংলাদেশের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনূস ও মোদির বৈঠকে ঠিক কোন বিষয়ে আলোচনা হয়েছে তা এখনও অজানা। তবে বিশেষজ্ঞরা বলছেন, এই বৈঠকের মাধ্যমে প্রতিবেশী গুরুত্ব নীতি ও সংযমের পরিচয় দিয়েছে নয়াদিল্লি।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |