এভারেস্টের থেকে ১০০ গুণ উঁচু দুই পর্বত শৃঙ্গের খোঁজ

Published on:

everest

শ্বেতা মিত্র, কলকাতা: বিশ্বের সবথেকে উঁচু পর্বতমালা কোনটি? আপনারও উত্তর হবে নিশ্চয়ই মাউন্ট এভারেস্ট (Mount Everest)। কিন্তু এবার খুব সম্ভবত মাউন্ট এভারেস্ট-র এই তকমা বেশিদিন টিকিয়ে রাখতে পারবে কিনা তা নিয়ে ইতিমধ্যেই সন্দেহ জাগতে শুরু করেছে অনেকের মধ্যে। নিশ্চয়ই ভাবছেন কেন? আসলে বিজ্ঞানীর নাকি এভারেস্টের থেকে উঁচু দুটি শৃঙ্গ-এর খোঁজ পেয়েছে বলে শোনা যাচ্ছে। হ্যাঁ ঠিকই শুনেছেন।

এভারেস্টের থেকেও উঁচু পর্বতের মিলল খোঁজ!

WhatsApp Community Join Now

নেচার জার্নালে প্রকাশিত এক আর্টিকেলে একটি গবেষণার কথা বলা হয়েছে। যেটি অনুযায়ী, পৃথিবীতে নাকি মাউন্ট এভারেস্টের চেয়ে ১০০ গুণ উঁচু একটি শৃঙ্গ রয়েছে। আফ্রিকা ও প্রশান্ত মহাসাগরের সীমান্তে পৃথিবীর সবচেয়ে বড় পর্বতের সন্ধান পাওয়া গেছে। এই পর্বতমালা মাউন্ট এভারেস্টের চেয়ে ১০০ গুণ উঁচু।

এই উভয় শিখর পৃথিবীর পৃষ্ঠের নীচে গভীরভাবে উপস্থিত এবং তাদের উচ্চতা প্রায় ১০০০ কিলোমিটার, যা মাউন্ট এভারেস্টের উচ্চতার থেকে অনেকটাই বেশি। গবেষকরা অনুমান করেছেন যে এই পর্বতগুলি কমপক্ষে অর্ধ বিলিয়ন বছরের পুরনো। তাদের ইতিহাস পৃথিবী সৃষ্টির সময় থেকে। পৃথিবী সৃষ্টির চার বিলিয়ন বছর আগে থেকেই এই পর্বতমালা এখানে ছিল। প্রশ্ন উঠছে, এতদিন তাহলে এগুলি আবিষ্কার হয়নি কেন বা এগুলি সম্পর্কে মানুষ কিছু জানতে পারেননি কেন?

কী বলছেন গবেষকরা?

প্রধান গবেষক ড. আরউইন ডিউস একজন ভূকম্পন বিশেষজ্ঞ। তিনি ইউট্রেখট বিশ্ববিদ্যালয়ের পৃথিবীর গভীর অভ্যন্তরের রচনা ও রচনার অধ্যাপক। আরউইন বলেন, ‘কেউ জানে না এগুলো কী। এটা কি শুধুই সাময়িক ঘটনা? নাকি তারা লক্ষ লক্ষ বা সম্ভবত বিলিয়ন বছর ধরে সেখানে আছে?’

আরও পড়ুনঃ ডেরায় ঢুকে নিকেশ ৩০ সন্ত্রাসবাদী, উথালপাতাল পাকিস্তান

ড. ডিউয়েস বলেন, গবেষণা অনুযায়ী পৃথিবীর কোর ও ম্যান্টলের মধ্যবর্তী সীমানায় দুটি বিশাল কাঠামো অবস্থিত। এটি আফ্রিকা এবং প্রশান্ত মহাসাগরের অধীনে ভূত্বকের নীচে একটি আধা-কঠিন অঞ্চল। তাদের ঘিরে রয়েছে বিশাল টেকটনিক স্থান, যা ‘সাবডাকশন’ নামে একটি প্রক্রিয়ায় সেখানে স্থানান্তরিত হয়েছে। এই টেকটোনিক প্লেট অন্য একটি প্লেটের নিচে ডুব দিয়ে পৃথিবী পৃষ্ঠ থেকে প্রায় তিন হাজার কিলোমিটার গভীরে ডুবে যায়।

সঙ্গে থাকুন ➥
X