বাংলাদেশের সেনা প্রধানকে গ্রেফতারের দাবি ভুয়ো

Published:

Updated:

Muhammad Yunus gets Bangladesh army chief arrested
Follow

বিক্রম ব্যানার্জী, কলকাতা: মুহূর্তেই সমস্ত জল্পনার গতিপথ বদলে দিলেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনূস! পথের কাঁটা সরাতে এবার ওপার বাংলার সেনাপ্রধান (Bangladesh Army Chief) ওয়াকার উজ জামানকে গ্রেফতার করালেন শান্তিতে নোবেলজয়ী? কিন্তু কেন গ্রেফতার করা হল জামানকে? সোমবার এমন একাধিক দাবি ঘিরেই শুরু হয়েছিল দেদার চর্চা। ইউনূস কি তাহলে কোনও বড় ছক কষছেন? কী চলছে ওপার বাংলায়? ভোটের আগেই হঠাৎ কেন এমন পদক্ষেপ প্রধান উপদেষ্টার? উঠছে প্রশ্ন।

জামানকে গ্রেফতার করালেন ইউনূস?

গতকাল পর্যন্ত বাংলাদেশের সেনাপ্রধান জামানকে নিয়ে একাধিক গ্রেফতারির প্রসঙ্গ সামনে আসছিল! তবে সময় কিছুটা পেরোতেই বাংলাদেশের তথ্য অনুসন্ধানকারী সংস্থা রিউমর স্ক্যানার সেই দাবি একেবারে উড়িয়ে দিয়েছে। সংস্থাটি জানিয়েছে, বাংলাদেশের সেনাপ্রধানকে গ্রেফতার করা হয়নি। যারা এই ধরনের খবর ছড়াচ্ছেন, তাঁরা সম্পূর্ণ ভুল তথ্য দিচ্ছেন। যদিও, বাংলাদেশের স্থানীয় কোনও সংবাদমাধ্যম জামানের গ্রেফতারির খবর প্রকাশ করেনি।

তাহলে কেন উঠল গ্রেফতারির প্রসঙ্গ?

বাংলাদেশের তথ্য অনুসন্ধানকারী সংস্থাটির বেশ কয়েকটি রিপোর্ট অনুযায়ী, সেনা জেনারেল জামানকে গ্রেফতার করা হয়েছে বলে, একটি ভিডিও তুমুল ভাইরাল হয়েছিল। ওই ভিডিওতে নাকি দাবি করা হয়, 10-11 দিন আগে ঢাকার সেনা ক্যান্টনমেন্টে চালানো বিশেষ অভিযানেই গ্রেফতার হন বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকার। তবে সেই ভিডিওটিকে একেবারে ভুয়ো বলে দাগিয়ে দিয়েছে বাংলাদেশের ওই তথ্য অনুসন্ধানকারী সংস্থা।

অবশ্যই পড়ুন: শত্রু হলেও পাকিস্তান, চিন, তুর্কি থেকে অনেক আমদানি করে ভারত! তালিকায় কী কী?

বলা বাহুল্য, দাবানলের গতিতে ছড়িয়ে পড়া ভিডিওটিকে মিথ্যা বলে দাবি করা হলেও, ভিডিওটিতে উল্লেখ করা হয়েছিল, সেনাপ্রধান ওয়াকার উজ জামানকে প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনূসের নির্দেশেই গ্রেফতার করা হয়েছে। ভিডিওটি আরও জানায়, পদ্মা পাড়ের সেনাপ্রধানের বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ রয়েছে! এই অভিযোগের সত্যতা যাচাই করে তবেই নাকি তাঁকে গ্রেফতার করা হয়। আর তাতে নাকি ইউনূসের পাশাপাশি বিরোধীদেরও হাত রয়েছে বলেই ওই ভিডিও সূত্রে খবর।

এদিকে গত 7 জুন স্ত্রীয়ের সঙ্গে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ইউনূসের সাথে দেখা করতে যান জামান। এদিন হাসিমুখে ওপার বাংলার প্রধানের সাথে তাঁর কাটানো মুহূর্তের ছবি ও ভিডিও ইতিমধ্যেই চাক্ষুষ করেছেন অনেকেই। কাজেই যদি তাঁকে গ্রেফতারই করা হতো তাহলে এই সময়ে তিনি প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করতে যেতে পারতেন কীভাবে? প্রশ্ন তুলছেন ওপার বাংলার অনেকেই!

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join