বিক্রম ব্যানার্জী, কলকাতা: লন্ডন সফরে গিয়ে বেজায় অপমানিত হয়েছেন পদ্মা পাড়ের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনূস (Muhammad Yunus)! তবে তাতেও কাঁত করা ঘাড় সোজা হয়নি ওপার বাংলার প্রধানের। মাঝে বাংলাদেশ ন্যাশনাল পার্টির কর্তা তারেক রহমানের সাথে বৈঠকে বসেন শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ।
আর তাতেই ঝড় উঠেছে ওপার বাংলায়! শোনা যাচ্ছে, লন্ডন সফরে তারেকের সাথে বৈঠকের মাধ্যমে বাংলাদেশের বেশ কিছু রাজনৈতিক দলকে উসকে দিয়েছেন ইউনূস। যার জেরে কার্যত নিজের পায়ে কুড়ুলের আঘাতটা বসালেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা।
বাংলাদেশে বিরাট বিপদে ইউনূস!
বিদেশের মাটিতে তারেকের সাথে বৈঠকের মাধ্যমে বাংলাদেশের রাজনৈতিক দলগুলিকে চটিয়ে দিয়েছেন ইউনূস। যার প্রমাণ পাচ্ছে ওপার বাংলার অনেকেই। সম্প্রতি বাংলাদেশের নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব জানান, শুধুমাত্র একটি দলের সাথে বৈঠকের মাধ্যমে বাংলাদেশের জাতীয় নির্বাচনের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার সিদ্ধান্ত নিয়ে দেশের অন্যান্য রাজনৈতিক দলগুলিকে পিছনে ঠেলে দেওয়ার চেষ্টা করা হচ্ছে।
এরপরই আদীব বলেন, নির্বাচন আয়োজন করার আগে জুলাই আন্দোলনে গুরুত্বপূর্ণ অবদান রাখা রাজনৈতিক দল ও শহীদদের পরিবারের সাথে আলোচনা করা দরকার। এ প্রসঙ্গে ও দেশের রাজনৈতিক ব্যক্তিত্বদের অনেকেই মনে করছেন, মাঝে নির্বাচন নিয়ে যে জটিলতা কাটিয়ে উঠেছিলেন, তা বাংলাদেশ ন্যাশনাল পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সাথে বৈঠকের মাধ্যমে ফের বাড়িয়ে দিলেন ইউনূস।
অবশ্যই পড়ুন: এ কি করে বসলেন শেহবাজ শরীফ? শেষ পর্যন্ত ‘Condom’! নাক কাটা গেল পাকিস্তানের
প্রসঙ্গত, আপাতত যা খবর, বাংলাদেশে নির্বাচন নিয়ে শুধুমাত্র বাংলাদেশ ন্যাশনাল পার্টির চেয়ারম্যানের সাথে আলোচনার বিষয়টিকে একেবারেই ভালভাবে দেখছে না ওপার বাংলার জামায়াতে ইসলামীও। বাংলাদেশের এই ইসলামপন্থী রাজনৈতিক দলটির দাবি, শুধুমাত্র একটি রাজনৈতিক দলের সাথে আলোচনা ঠিক নয়! দেশে ফিরে অন্যান্য রাজনৈতিক দলগুলির সাথেও অবিলম্বে আলোচনায় বসা উচিত প্রধান উপদেষ্টার।