ফের উত্তাল বাংলাদেশ! অযথা চাপ দেওয়া হলে দেশবাসীকে এক করার হুঁশিয়ার ইউনূসের

Published on:

Muhammad Yunus issues a major warning in the face of election pressure

বিক্রম ব্যানার্জী, কলকাতা: মহম্মদ ইউনূসকে নিয়ে উত্তাল বাংলাদেশ! হাসিনা জামানা শেষ হতেই সসম্মানে ওপার বাংলার সিংহাসনে বসেছিলেন শান্তিতে নোবেলজয়ী (Muhammad Yunus)। তবে মেয়াদের বছরখানেক পার হতেই ফের অস্থির হয়ে উঠেছে পদ্মা পাড়। একদিকে নির্বাচন আয়োজনের জন্য বিরোধী থেকে শুরু করে সেনাপ্রধানের চাপ, অন্যদিকে চিন, আমেরিকার মতো পরাশক্তিদের সুবিধা পাইয়ে দেওয়া ও একাধিক অভিযোগে কার্যত খন্ডিত ইউনূস।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

এহেন আবহে, পদত্যাগের জল্পনা ভুলিয়ে বড়সড় হুঙ্কার দিলেন ওপার বাংলার প্রধান। জানা যাচ্ছে, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ইউনূস নাকি বলেছেন, নির্বাচন বা অন্য কোনও বিষয়ে চাপ সৃষ্টি করা হলে জনগণকে সঙ্গে নিয়ে জবাব দেওয়া হবে। সূত্রের খবর, বিরোধী পক্ষের বাড়াবাড়িতে যদি সরকারের কোনও কার্যকলাপে বাধা তৈরি হয় সে ক্ষেত্রে জনগণের দারস্ত হওয়ার হুঁশিয়ারি দিয়ে রাখলেন ইউনূস।

পথে নামতে পারেন ইউনূস সমর্থকরা

বাংলাদেশের রাজনীতি বর্তমানে যথেষ্ট ঘোলাটে। হাসিনা সরকারের পতনের পরই বোঝা গিয়েছিল ওদেশের হিসেব-নিকেশ সরকারি অফিস বা আদালতে নয় বরং দেশের রাজপথে হয়ে থাকে। জানা যাচ্ছে, খালেদা জিয়ার দল বাংলাদেশ ন্যাশনাল পার্টির নির্বাচনের চাপের মাঝে এবার সমর্থকদের শরণাপন্ন হতে পারেন ইউনূস। বেশ কয়েকটি সূত্র অনুযায়ী, বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারকে বাঁচাতে রাস্তায় নামতে তৈরি ইউনূসের ভক্তরা।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

বাংলাদেশের বেশ কিছু সংবাদ মাধ্যম সূত্রে যা খবর, ইতিমধ্যেই নাকি বিরোধী দল BNP-র দাবিদাওয়ার বিরুদ্ধে ও ইউনূসের সমর্থনে রাস্তায় নেমেছেন বহু সমর্থক। আসলে, সমর্থনকারী ছাত্র সংগঠন ও দেশের অন্যান্য শুভাকাঙ্ক্ষীদের হাতিয়ার করেই নিজের ক্ষমতা ধরে রাখতে চাইছেন শান্তিতে নোবেলজয়ী, এমনটাই দাবি অধিকাংশ মহলের।

বাংলাদেশ সেনাবাহিনী ইউনূসের বিরুদ্ধে!

সাম্প্রতিক সময়ে ইউনূস যেভাবে চিন ও পাকিস্তানের মতো দেশগুলির সাথে সখ্যতা বাড়িয়েছেন, তাতে বাংলাদেশের ওপর বহিরাগতদের প্রভাব ক্রমশ বৃদ্ধি পাচ্ছে, এমনটাই মনে করেন ওপার বাংলার অনেকেই। তাছাড়াও বিগত দিনগুলিতে চিনের সাথে হাত মিলিয়ে নানান পরিকল্পনা, আমেরিকার সমর্থনকে পাথেয় করে মিয়ানমারের মানবিক করিডোরের মতো একাধিক বিষয়গুলি বাংলাদেশের সার্বভৌমত্বকে ক্ষুন্ন করে বলেই মনে করছেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান ওয়াকার-উজ-জামান।

অবশ্যই পড়ুন: ইংল্যান্ড সিরিজে টিম ইন্ডিয়ায় কেন সুযোগ হল না আইয়ারের? কারণ জানালেন আগরকর

জানিয়ে রাখি, প্রাথমিকভাবে ইউনূসকে সাহায্য করার কথা ভাবলেও পরবর্তীতে শান্তিতে নোবেলজয়ীর একাধিক অন্যায্য অপরাধমূলক পদক্ষেপের কারণে কার্যত ইউনূস বিরোধীদের তালিকায় নাম উঠেছে জামানের। বাংলাদেশের সংবাদমাধ্যম সূত্রে যা খবর, জামানও চাইছেন যত দ্রুত সম্ভব নির্বাচন আয়োজন করা হোক। তা না হলে বাংলাদেশ সেনাবাহিনীও যে ব্যবস্থা গ্রহণ করতে পারে তা নিয়ে বড় আভাস দিয়ে রেখেছেন ওপার বাংলার সেনাপ্রধান।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
Join Group