বিক্রম ব্যানার্জী, কলকাতা: মধ্যপ্রাচ্যে ইরান-ইজরায়েল সংঘাত এখন আলোচনার প্রধান কেন্দ্রবিন্দুতে। তবে সেই রক্তক্ষয়ী সংঘর্ষের মাঝে আরও একটি খবর বারবার শিরোনামে উঠে আসছে, আর তা হল আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) ও পাকিস্তানের ফিল্ড মার্শাল আসিম মুনিরের মধ্যাহ্নভোজ।
হ্যাঁ, পাকিস্তানের জনপ্রিয় সংবাদমাধ্যম ডন দাবি করেছে, ইতিমধ্যেই নাকি পাক সেনাপ্রধান মুনিরের সাথে মধ্যাহ্নভোজ সেরেছেন ডোনাল্ড ট্রাম্প। এমতাবস্থায়, বহু কূটনৈতিক বলছেন, ভারত-পাকিস্তান দ্বন্দ ও ইরান-ইজরায়েল সংঘর্ষের আবহে মুনির ও ট্রাম্পের মধ্যাহ্নভোজ বেশ তাৎপর্যপূর্ণ হতে চলেছে। এই ঘটনা সত্যিই যদি বাস্তবায়িত হয়ে থাকে সেক্ষেত্রে তা ভারতের জন্য যথেষ্ট উদ্বেগের।
মুনিরের সাথে আদৌ দুপুরের খাবার ভাগ করেছেন ট্রাম্প?
পাকিস্তানের বেশ কয়েকটি প্রথম সারির সংবাদমাধ্যম জানাচ্ছে, আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পাক সেনাপ্রধান মুনিরের সাথে একটি ক্যাবিনেট রুমে হাই প্রোফাইল মধ্যাহ্নভোজ সেরেছেন। ওই সংবাদমাধ্যমের প্রতিবেদন বলছে, ট্রাম্পের সাথে মধ্যাহ্নভোজ চলাকালীন মুনিরের সাথে যে কথোপকথন হয়েছিল তা অত্যন্ত গোপনীয়।
তবে পাক সংবাদমাধ্যমের দাবি, ট্রাম্প ও মুনিরের ওই মধ্যাহ্নভোজে উপস্থিত ছিলেন পাকিস্তানের শীর্ষ গোয়েন্দা কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল আসিম মালিকও। অন্যদিকে আমেরিকার তরফ থেকে আমেরিকান পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ প্রতিনিধি স্টিভ উইটকফ ডোনাল্ড ট্রাম্পের সাথে ওই কক্ষে উপস্থিত ছিলেন।
ওই সংবাদমাধ্যম আরও জানায়, ট্রাম্পের সাথে বৈঠক চলাকালীন সাম্প্রতিক ভারত-পাকিস্তান সংঘাত, ক্রিপ্টোকারেন্সিতে ইসলামাবাদের আগ্রহ, বিরল খনিজ সম্পদের প্রস্তাব ও কৃত্রিম বুদ্ধিমত্তা সংক্রান্ত বিষয়ে সহযোগিতার সম্ভাবনা নিয়ে আলোচনা হয় দুপক্ষের। তবে ইরান-ইজরায়েল সংঘর্ষ আবহে ট্রাম্পের সাথে মুনিরের মধ্যাহ্নভোজ একেবারেই ভাল চোখে দেখছেন না অনেকেই।
অবশ্যই পড়ুন: IPL শেষ হতেই RCB-র স্টার ক্রিকেটারকে কিনে নিল প্রীতি জিনটার দল
উদ্বেগ বাড়ল ভারতের
পাকিস্তানের সংবাদমাধ্যম ডন জানিয়েছে, ট্রাম্পের সাথে কয়েক ঘন্টার মধ্যাহ্নভোজে পাক সেনাপ্রধান মুনির নাকি বলেছিলেন, ইরানকে সবচেয়ে ভালো চেনে পাকিস্তান। অন্যদিকে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় ইরানের পক্ষে বিবৃতি দিয়েছে। তবে এসবের মাঝেই ট্রাম্পের সাথে মধ্যাহ্নভোজ চলাকালীন মুনির নাকি ইরানের ওপর ইজরায়েলের হামলা অর্থাৎ ইজরায়েল যেমন ইরানের পারমাণবিক কেন্দ্রগুলিতে হামলা চালিয়েছে ঠিক একইভাবে ভারতও পাকিস্তানে আক্রমণ করতে পারে, এমন বিষয়ে কার্যত আশঙ্কা প্রকাশ করেছেন।
আর এরপরই বহু বিশেষজ্ঞ বলছেন, হঠাৎ ট্রাম্পের সাথে মধ্যাহ্নভোজের আড়ালে মুনিরের এমন বৈঠক ভারতের চিন্তা অনেকটাই বাড়াবে। যদিও ট্রাম্পের সাথে পাক সেনাপ্রধান আদৌ মধ্যাহ্নভোজে বসেছিলেন কিনা তা নিয়ে সংশয় রয়েছে নানা মহলে। কেননা, এখনও পর্যন্ত ট্রাম্প এবং মুনিরের কোনও ছবি সমাজ মাধ্যমে ভাসেনি।