ইউনূসের গাড়ি আটকে ডিম ছোঁড়া হল এনসিপি নেতার গায়ে, নিউ ইয়র্কে ধুন্ধুমার কাণ্ড

Published on:

Muhammad Yunus

সৌভিক মুখার্জী, কলকাতা: ওপার বাংলার প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনূসের (Muhammad Yunus) মার্কিন সফরের শুরুতেই উন্মাদনা। আমেরিকায় পৌঁছনোর পর বিমানবন্দর থেকে গাড়িতে উঠতে গিয়ে তিনি নিরাপদে থাকলেও তাঁর সঙ্গে থাকা বিএনপি এবং এনসিপির নেতা- নেত্রীদের উপর আওয়ামী লিগের বিক্ষোভ চলতে থাকে। একেবারে বিমানবন্দরেই হেনস্থার শিকার হতে হয়।

ঘটনাটা কী?

জানা যাচ্ছে, স্থানীয় সময় বিকাল তিনটার সময় ইউনূসের বিমান পৌঁছনোর পর মার্কিন নিরাপত্তা রক্ষীরা তাঁকে গাড়িতে তুলে নিয়ে যান। তবে তাঁর সঙ্গে থাকা বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগির, জামায়াতে ইসলামির নায়েবে আমির মোহাম্মদ তাহের, এনসিপির আখতার হোসেন ও তাসমিন জারাকে গাড়িতে তোলা সম্ভব হয়নি। তাঁরা টার্মিনাল থেকে বার হওয়ার সময় বিক্ষোভকারীদের মুখে পড়েন।

সেখানে বিক্ষোভকারীরা স্লোগান দিতে দিতে নেতা-নেত্রীদের ঘিরে ধরে। “দখলদারের দালাল”, “রাজাকারের পোষ্যপুত্র” এই সমস্ত কটুক্তি করা হয়। সবথেকে বড় ব্যাপার, এই সময় এনসিপির আখতার হোসেনের পিঠে একের পর এক ডিম ছুড়ে মারা হয়। এতে তাঁর জ্যাকেটে ভিজে যায়। এমনকি পুলিশ ও নিরাপত্তা রক্ষা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়। তিনি বিক্ষোভকারীদের গাড়ির সামনে শুয়ে পড়াতে গাড়ি কিছু সময়ের জন্য আটকেও থাকে। পরে পুলিশ তাদের সরিয়ে অন্যত্র নিয়ে যায়, আর ইউনূসকে নিরাপদে গাড়িতে তুলে দেয়।

কেন এই বিক্ষোভ?

উল্লেখ্য, মার্কিন ওয়াশিংটন ও লন্ডন সফরের আগে আওয়ামী লিগের কর্মীরা ইউনূস এবং তাঁর সাথে সফরকারীদের ‘যেখানে ইউনূস, সেখানেই প্রতিরোধ’ কর্মসূচির মাধ্যমে লক্ষ্যবস্তু বানিয়ে ফেলেন। আর ইউনূসের সফরসূচি ঘোষণা হওয়ার পরেই নিউইয়র্কে একই কর্মসূচি নিয়ে হাজির হয় তারা। তাঁদের মূল উদ্দেশ্য হল, বিভিন্ন দলীয় নেতাদের মানব-ঢাল হিসেবে ব্যবহার করে ইউনূসের নিরাপত্তাকে নিশ্চিত করা। তবে বাস্তবে শুধুমাত্র ইউনূসই নিরাপদে থাকছেন। তাঁর সহযোগী নেতারা বিক্ষোভকারীদের তোপের শিকার হচ্ছেন।

আরও পড়ুনঃ দুর্গাপুরের DVC মোড়ে নতুন উড়ালপুলের অনুমোদন

এদিকে বিএনপি নেতা গিয়াস আহমেদ পরে কয়েকজন কর্মী নিয়ে ঘঠনস্থলে পৌঁছে নেতা-নেত্রীদের গাড়িতে তুলে হোটেলে পৌঁছে দেন। আর শেষে তিনি বলেন, শেখ হাসিনা যখন নিউ ইয়র্কে আসতেন, প্রতিবার বিএনপিও বিক্ষোভ দেখাত। তবে এমন অশালীনতা কেউ করেনি। ডিম ছোঁড়া হয়নি, এমনকি গালাগালিও দেওয়া হয়নি।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥